Advertisement
Madhyamik HS ExamEducation

HS Registration – উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশনে লাগবে আঁধার, নতুন নিয়মে কি কি লাগবে জেনে নিন।

HS Registration – আধার কার্ড ভারতীয় নাগরিকদের কাছে একটি গুরুত্বপূর্ণ নথি। এবার পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতেও বাধ্যতামূলক হচ্ছে এই আধার কার্ড। সরকারি তরফে জানানো হয়েছে এই নতুন নিয়ম। আধার কার্ড না থাকলে দেওয়া যাবে না পরীক্ষা। কিন্তু কিভাবে কেন লাগবে এই আধার কার্ড চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা পর্ষদ তরফে একটি নতুন নোটিশ জারি করা হয়েছে।

যেই নোটিসে তারা জানিয়েছেন, উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন (HS Registration) করতে গেলে সেখানে আধার নম্বর দিতে হবে অর্থাৎ রেজিস্ট্রেশন এর জন্য আধার কার্ড থাকা বাধ্যতামূলক। ২০২২-২০২৪ শিক্ষাবর্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে এই নিয়ম চালু করা হবে। চলতি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরও অনলাইনের মাধ্যমে তাদের আধার কার্ড আপডেট করাতে হবে পর্ষদের কাছে। যদি কেউ নির্দিষ্ট সময়ের মধ্যে এ কাজ না করেন তাহলে তাকে জরিমানা দিয়ে পরে এ কাজ করাতে হবে।

আরও পড়ুন – BCGIL Recruitment – ভারতীয় কো-অপারেটিভ ইন্সুরেন্স দপ্তরে ৯৪৯ টি কর্মখালির বিজ্ঞপ্তি, নিয়োগ কোন পদে দেখুন।

পর্ষদ তরফে বলা হয়েছে অনেক আগে থেকে এ বিষয়ে ছাত্রছাত্রীদের জানানো হচ্ছে যাতে তারা যত তাড়াতাড়ি সম্ভব এ কাজ করতে পারে। তাদের তরফে পরিষ্কারভাবে জানানো হয়েছে ছাত্র-ছাত্রীরা যদি রেজিস্ট্রেশন এর সময় তাদের আধার নম্বর না দেন তাহলে তারা কোনোভাবেই HS Registration সম্পন্ন করতে পারবেন না। তাই দ্রুত সম্ভব এই কাজ করতে পরামর্শ দিচ্ছেন তারা।

এবার জেনে নেওয়া যাক ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন।

  • ১৬ ফেব্রুয়ারি প্রথম ভাষার পরীক্ষা।
  • ১৭ ফেব্রুয়ারি ভোকেশনাল বিষয়গুলির পরীক্ষা।
  • ১৯ ফেব্রুয়ারি- দ্বিতীয় ভাষার পরীক্ষা।
  • ২০ ফেব্রুয়ারি অর্থনীতি বিষয়ের পরীক্ষা।
  • ২১ ফেব্রুয়ারি – ফিজিক্স, নিউট্রেশন, এডুকেশন ও অ্যাকাউন্টান্সি বিষয়ের পরীক্ষা।
  • ২২ ফেব্রুয়ারি – কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশ বিদ্যা, মিউজিক, ভিজুয়্যাল আর্টস-এর পরীক্ষা।
  • ২৩ ফেব্রুয়ারি – কমার্শিয়াল ল, ফিলোজফি, সোশিওলজির পরীক্ষা।
  •  ২৪ ফেব্রুয়ারি – কেমিস্ট্রি, জার্নালিজম, সংস্কৃত, পার্শিয়ান, আরাবিক ,ফ্রেঞ্জ বিষয়ের পরীক্ষা।
  • ২৭ ফেব্রুয়ারি অঙ্ক, সাইকোলজি, অ্যানথ্রপোলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস বিষয়ের পরীক্ষা।
  • ২৮ ফেব্রুয়ারি বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিকাল সায়েন্সের পরীক্ষা।
  •  ২৯ ফেব্রুয়ারি স্ট্যাটিসটিক্স, ভূগোল, কস্টিং, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্টের পরীক্ষা।

অর্থাৎ যত দ্রুত সম্ভব HS Registration-এ এই নতুন নিয়ম পালন করতে আদেশ দেওয়া হয়েছে ছাত্র-ছাত্রীদের। তারা এই নতুন নিয়ম পালন না করলে তারা খুব শীঘ্রই বিপদের মুখে পড়তে পারে।

আরও পড়ুন – TET – তবে কি রেহায় পাবে ৩২ হাজার শিক্ষক ? সুপ্রিম কোর্টের নির্দেশ নতুন পথে

Probir Biswas

আমি গত চার বছর ধরে সকালের বার্তা ডিজিটাল নিউজ মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত আছি। আমি মুলত যেকোনো ধরণের জেনারেল নিউজ যেমন সরকারি চাকরির আপডেট, স্কলারশিপ, সরকারি প্রকল্প, অর্থনৈতিক, টেকনোলজি ইত্যাদি বিষয়ে লেখায় পারদর্শী।

Related Articles

Back to top button