ভারতের টেলিকম বাজারে তুমুল প্রতিযোগিতা। কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। এয়ারটেল (Airtel), জিও (Jio) অধিকাংশ বাজার দখল করে রেখেছে। এছাড়া ময়দানে ভোডাফোন আইডিয়া (VI)-ও রয়েছে। তবে সস্তার পুষ্টিকর প্ল্যান বলতে এখনো বিএসএনএল (BSNL)। তবে বিএসএনএল (BSNL) নিয়ে কম অভিযোগ নেই গ্রাহকদের। তাই এবার পদক্ষেপ নিল টেলিকম সংস্থাটি। আপাতত দেশ জুড়ে ১০ হাজার 4G টাওয়ার বসাচ্ছে বিএসএনএল (BSNL)। গ্রাহক পাবেন অতিরিক্ত সুবিধা?
প্রতিযোগিতার বাজারে BSNL-এর জোর টক্কর!
এয়ারটেল, জিওর থেকে আর পিছিয়ে থাকা নয়। ক্রমশ জমি শক্ত করছে বিএসএনএল। গ্রাহকদের আরও ভালো পরিষেবা দিতে পদক্ষেপ নিয়েছে সংস্থা। সংবাদমাধ্যমের খবর, দেশজুড়ে পুরোদমে 4G পরিষেবা চালু করতে বিএসএনএল সংস্থা 10 হাজার 4G টাওয়ার ইনস্টল করেছে। যার দ্বারা বোঝা যায়, বিএসএনএল নিজস্ব পরিকাঠামো গড়ে তোলায় তৎপরতা নিচ্ছে। এদিন সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে BSNL ভারত সঞ্চার নিগম লিমিটেড এই সংক্রান্ত খবর জানিয়েছে। আর এটি BSNL টেলিকম সংস্থার আত্মনির্ভর অভিযানের অংশ বলেও উল্লেখ করা হয়েছে।
BSNL সংস্থার গ্রাহক সংখ্যা বাড়ছে!
উন্নত নেটওয়ার্ক ব্যবস্থা চালু করে শহর পেরিয়ে গ্রামাঞ্চলে উন্নত পরিষেবা দিতে চাইছে সংস্থাটি। পরিসংখ্যান বলছে বিএসএনএলের গ্রাহক সংখ্যা ক্রমশ বাড়ছে। হরিয়ানা, পঞ্জাব, উত্তরাখণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ এই রাজ্যগুলিতে প্রাথমিক পর্যায়ে 4G পরিকাঠামো গড়ে তুলেছে সংস্থা। হিসেব বলছে, সংশ্লিষ্ট রাজ্যগুলিতে সংস্থার 4G গ্রাহক সংখ্যা পৌছেছে 8 লাখের কোটায়। তবে বর্তমানে এমন অনেক গ্রাহক রয়েছেন যারা 4G সিমের বদলে 2G অথবা 3G ব্যবহার করছেন। তাঁদের সবার কাছে 4G পরিষেবা পৌঁছে দেওয়া বিএসএনএলের পরবর্তী লক্ষ্য। সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়ে গিয়েছে। শুধু তাই নয় পরিকল্পনা চলছে বিএসএনএল-এর 5G পরিষেবা আনার ক্ষেত্রেও।
কবে থেকে চালু হচ্ছে BSNL 5G?
বর্তমানে জিও এবং এয়ারটেল দ্রুতগতির 5G পরিষেবা চালু করে দিয়েছে। সেই দৌড়ে কিন্তু পিছিয়ে রয়েছে রাষ্ট্রায়াত্ত সংস্থাটি। তাই BSNL 5G নিয়েও ভাবনাচিন্তা চলছে। তবে আপাতত এও স্পস্ট করা হয়েছে, 4G পরিষেবা দেশজুড়ে পুরোদমে চালু হলে, তারপর 5G নিয়ে কাজ শুরু করবে BSNL। অর্থাৎ আভাস মিললেও BSNL 5G শুরু হতে আরও কিছুদিনের অপেক্ষা করতে হবে গ্রাহকদের।
ইতোমধ্যে রিচার্জ প্ল্যানের খরচ বেড়ে যাওয়ায় চিন্তিত সাধারণ মানুষ। স্থানে স্থানে আরম্ভ হয়েছে বিক্ষোভ। তবে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)-এর তরফে জানানো হয়েছে, এই বিষয়ে আলাদা করে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। মূল্যবৃদ্ধির সঙ্গে মানিয়ে নিয়েই মোবাইল রিচার্জ করতে হবে গ্রাহকদের।