টাটা স্টিলে 6000 শূন্যপদে বিপুল নিয়োগ শুরু! বেতন 68,300/- টাকা! আবেদন পদ্ধতি জেনে নিন

Tata Steel Recruitment : নতুন একটি চাকরির সুখবর সমস্ত প্রার্থীদের জন্য। টাটা স্টিলের তরফে সম্প্রতি নতুন কর্মী নিয়োগ চলছে (Tata Steel Recruitment)। যেখানে নয়া শূন্যপদের জন্য সকল চাকরিপ্রার্থীদের আবেদন নেওয়া হচ্ছে (Tata Steel Recruitment)। এদের মধ্যে যোগ্য প্রার্থীদের বেছে নিয়োগ করা হবে। যদি আপনিও মনে করে থাকেন টাটা স্টিলে চাকরি করবেন, তাহলে আপনার কোন কোন যোগ্যতা থাকা বাধ্যতামূলক? কিভাবে জানাবেন আবেদন? সমস্ত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Tata Steel Recruitment 6000 শূন্যপদে, জানুন ভ্যাকেন্সি ডিটেলস

সম্প্রতি টাটা স্টিলের তরফে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল। টাটা স্টিলের তরফে জানানো হলো এখানে ম্যানেজমেন্ট ও অন্যান্য পদ মিলিয়ে বিপুল প্রার্থীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হল। এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে সংস্থার তরফে জানানো হয়েছে, সব মিলিয়ে মোট ৬০০০ শূন্যপদে প্রার্থীর নিয়োগ হবে।সেক্ষেত্রে আবেদন যোগ্যতা এবং এই নিয়োগের আবেদন পদ্ধতি জেনে নিন।

শিক্ষাগত যোগ্যতা

টাটা স্টিলের নিয়োগে বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে। এখানে প্রধানত স্নাতক, স্নাতকোত্তর, ম্যানেজমেন্ট, ট্রেড ট্রেনিং, ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকা প্রার্থী দের আবেদনে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আপনি যদি উল্লিখিত ক্ষেত্রের ডিগ্রিধারী হন, তাহলে এই নিয়োগে অবশ্যই আবেদন জানাতে পারেন। ‌

বয়সসীমা – প্রত্যেক ক্ষেত্রে নিয়োগের মতো এখানেও বয়সের মাপকাঠি উল্লেখ করা হয়েছে। যারা এখানে নির্দিষ্ট পদের জন্য আবেদন জানাতে ইচ্ছুক, তাঁদের বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছর এর মধ্যে। ‌

মাসিক বেতন – টাটা স্টিলের এই নিয়োগ প্রক্রিয়ায় যারা নিযুক্ত হবেন, তাঁদের প্রতিমাসের পারিশ্রমিক দেওয়া হবে ২৪,৫০০ টাকা থেকে ৬৮,৩০০ টাকার মধ্যে। বেতন সংক্রান্ত তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আবেদন জানাবেন কিভাবে

  • যারা এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানাতে চান, তাঁদের ভিজিট করতে হবে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে।
  • তারপর ওয়েবসাইট থেকে সংশ্লিষ্ট পদের আবেদনের লিংকে ক্লিক করতে হবে এবং সমস্ত তথ্য সঠিকভাবে উল্লেখ করে আবেদন পত্রটি পূরণ করে নিতে হবে। ‌
  • তারপর প্রয়োজনীয় নথি যুক্ত করে আবেদনপত্রটি অনলাইনে সাবমিট করে দেবেন।

আবেদনের সময়সীমা

এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন জমা করা যাবে আগামী ৮ আগস্ট পর্যন্ত। ‌উক্ত সময়সীমার মধ্যে অবশ্যই আবেদন জমা করুন। বিস্তারিত জেনে নিতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পারেন।

অফিসিয়াল বিজ্ঞপ্তি – Download PDF
Official Website – https://tatasteel.ripplehire.com/

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলো কেবলমাত্র কাজের খবরের উদ্দেশ্য। sakalerbarta.com কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। আমরা সর্বদা চেষ্টা করি নির্ভুল আপডেট প্রকাশ করার। তবুও আমাদের অবচেতন মনে কোন ভুলের জন্য আমরা দায়ী নই, যেমন শূন্যপদের সংখ্যা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ, ইত্যাদি। আবেদন কারীদের জানানো হচ্ছে তারা Official Website গুলির Notification বা বিজ্ঞপ্তি ভালো করে পড়ে তবেই আবেদন করুন। আরও পড়ুন আমাদের Disclaimer.