Thursday, October 24, 2024
Homeচাকরির আপডেটমাধ্যমিক পাশে ডাটা এন্ট্রি অপারেটর পদে বিপুল কর্মী নিয়োগ! আবেদনের শিক্ষাগত যোগ্যতা,...

মাধ্যমিক পাশে ডাটা এন্ট্রি অপারেটর পদে বিপুল কর্মী নিয়োগ! আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন, সহ বিস্তারিত জানুন।

10th pass Recruitment – যে সকল চাকরি প্রার্থীরা নূন্যতম যোগ্যতায় চাকরির খোঁজ করে চলেছেন, তাদের জন্য বিরাট এক সুখবর চলে এসেছে। শুধুমাত্র মাধ্যমিক পাশে ডাটা এন্ট্রি অপারেটর (Data entry Operator Recruitment) পদে বিপুল কর্মী নিয়োগ করা হবে। যে সকল চাকরি প্রার্থীদের মাধ্যমিক পাস (Madhyamik pass Jobs) যোগ্যতা রয়েছে তারা এখানে আবেদন করতে পারেন। আবেদন পদ্ধতি, বেতন, বয়সসীমা ইত্যাদি সমন্ধে নিচে বিস্তারিত আলোচনা করা হল দেখুন-

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
পদের নামData Entry Operator (Trainee)
শূন্যপদ261 টি
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক পাশ
অভিজ্ঞতা (Experience)কম্পিউটারের জ্ঞান থাকতে
আবেদনের শেষ তারিখ২৩ই ডিসেম্বর, ২০২৩

মাধ্যমিক পাশে Data entry Operator কর্মী নিয়োগ

পদের নাম – Data Entry Operator (Trainee) পদে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ – এখানে সব মিলিয়ে মোট ২৬১ টি শূন্যপদ রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী UR- ৫১ টি, SC- ৩৯ টি, ST- ১৯ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা – উক্ত পদের জন্য আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে। এর পাশাপাশি চাকরি প্রার্থীদের কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।

আরও পড়ুন – Haldia Job Vacancy – একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ হলদিয়া শিল্পাঞ্চলে, সিকিউরিটি গার্ড-সুপারভাইজার সহ বিভিন্ন পদে।

আবেদন পদ্ধতি জেনেনিন

এক্ষেত্রে চাকরি প্রার্থীদের অনলাইনের (Online Apply) মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতিটি দেখে নিন-
১) প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক নিচে দেওয়া হল।
২) প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি পুরণ করতে হবে।
২) এরপর চাকরি প্রার্থীদের প্রয়োজনীয় ডকুমেন্টস Scan করে আপলোড করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে

আবেদনের সময় চাকরি প্রার্থীদের যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে সেগুলি হল-
১) শিক্ষাগত যোগ্যতা প্রমাণ পত্র,
২) আধার কার্ড অথবা ভোটার কার্ড,
৩) মাধ্যমিকের এডমিট কার্ড,
৪) কাস্ট সার্টিফিকেট (যদি থাকে),
৫) পাসপোর্ট সাইজের ফটোকপি,
৬) অন্যান্য।

আরও পড়ুন – Post Office Vacancy : পোস্ট অফিসে মাল্টি টাস্কিং স্টাফ সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে।

নিয়োগ পদ্ধতি (Data entry Operator Recruitment)

এক্ষেত্রে চাকরি প্রার্থীদের লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। মোট ৯০ মিনিটের লিখিত পরীক্ষা হবে।
1) ৭০ নম্বরের লিখিত পরীক্ষা
2) ৩০ নম্বরের পারসোনালিটি টেস্ট তথা কম্পিউটার টেস্ট নেওয়া হবে।
**লিখিত পরীক্ষায় কোন নেগেটিভ মার্কিং থাকবে না।

প্রয়োজনীয় লিঙ্ক

অফিশিয়াল ওয়েবসাইটwww.centralcoalfields.in
অফিশিয়াল বিজ্ঞপ্তিView
আবেদনের লিঙ্কClick Here
Prabir Biswas
Prabir Biswashttp://sakalerbarta.com
আমি গত চার বছর ধরে সকালের বার্তা ডিজিটাল নিউজ মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত আছি। আমি মুলত যেকোনো ধরণের জেনারেল নিউজ যেমন সরকারি চাকরির আপডেট, স্কলারশিপ, সরকারি প্রকল্প, অর্থনৈতিক, টেকনোলজি ইত্যাদি বিষয়ে লেখায় পারদর্শী।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments