Post office vacancy: বছরের শুরুতে পোস্ট অফিসের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। যেসব প্রার্থীরা চাকরি খুঁজছেন তাদের জন্য খুবই খুশির খবর। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় যেকোন প্রার্থী এই পদে আবেদন করতে পারবেন। যেসব প্রার্থীরা মোটা অংকের বেতনের চাকরি খুঁজছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ। এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, শূন্যপদ,আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদনে।
Post office vacancy Notification 2024
শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীকে স্বীকৃত কোন বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করতে হবে এবং গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন প্রার্থীর গাড়ির ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক।
বয়সসীমা : 18 থেকে 27 বছরের মধ্যে যেকোনো প্রার্থী এই পদে আবেদনের যোগ্য। সংরক্ষিত ও পুরোনো চাকরির সঙ্গে যুক্ত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। এই পদের জন্য OBC প্রার্থীরা 3 বছর, STও SC প্রার্থীরা 5 বছর Ex-sarvicman জন্য 7 বছর বয়সের ছাড় পাবেন।
শূন্যপদ ও বেতন
শূন্যপদ: এই পোস্ট অফিসে গাড়ি ড্রাইভার গ্রুপ সি পদে মোট 7 টি শূন্যপদ রয়েছে। কাস্ট হিসেবে শূন্যপদ হলো UR প্রার্থীদের 5 টি ও ST প্রার্থীদের 2 টি শূন্যপদ রয়েছে।
বেতন : এই পদে প্রার্থীকে 19,900 টাকা বেতন দেওয়া হবে। ভবিষ্যতে এই বেতন বেড়ে 63,200 টাকা পর্যন্ত হবে।
আবেদন পদ্ধতি (How to Apply)
আবেদন পদ্ধতি : এই পদে প্রার্থী অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদনের জন্য প্রথমে প্রার্থীকে নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে আবেদনপত্রের প্রিন্ট আউট বার করতে হবে। আবেদন পত্রটি নিজের নাম, আধার নাম্বার,বাবার নাম, ক্যাটাগরি, জেন্ডার, জন্ম তারিখ, পোস্টালের ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল আইডি ইত্যাদি তথ্য দিয়ে পূরণ করতে হবে।
আবেদনপত্রে থাকা ফটোর জায়গায় নিজের ফটো এবং নিজের স্বাক্ষর করে নির্দিষ্ট সময়ের আগে রায়পুর 03 , বিশালপুর 02, রায়গর 01, সারগুজা 01 এই ঠিকানাগুলির মধ্যে যেখানে প্রার্থী আবেদন করবেন সেই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আবেদন প্রক্রিয়া সংক্রান্ত আরো বিস্তারিত জানতেও অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করুন।
নিয়োগ প্রক্রিয়া
নিয়োগ প্রক্রিয়া : এই পদে নিযুক্ত হওয়ার আগে প্রার্থীকে লিখিত পরীক্ষা ও ড্রাইভিং টেস্ট এ উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের সাধারণ জ্ঞান, সরল পাটিগণিত, সাধারণ বুদ্ধিমত্তা ও যুক্তি, মোটর মেকানিজম, ট্রাফিক নিয়ম, সংকেত এবং প্রবিধানের জ্ঞানের জন্য তত্ত্ব পরীক্ষা ইত্যাদি বিষয়ে 80 নাম্বারের পরীক্ষা এবং মোটর মেকানিজম এবং ড্রাইভিং জ্ঞানের জন্য ব্যবহারিক ভাবে 20 নাম্বারের পরীক্ষা নেওয়া হবে। 80 নাম্বারের লিখিত পরীক্ষার জন্য প্রার্থীকে 90 মিনিট সময় দেওয়া হবে। ইংরেজি ও হিন্দি ভাষাতে প্রার্থীকে পরীক্ষা দিতে হবে।
গুরুত্বপূর্ন তারিখ ও লিঙ্ক
অনলাইন আবেদন শুরু | ২০-১২-২০২৩ |
আবেদন শেষ | ২০-০১-২০২৪ |
অফিসিয়াল নোটিশ (PDF Download) | Click Here |
অফিশিয়াল ওয়েবসাইট | indiapost.gov.in |