Home » Education » WB Madhyamik Result – মাধ্যমিকের সেরা ৫ এর মেধা তালিকা জেনে নিন।

WB Madhyamik Result – মাধ্যমিকের সেরা ৫ এর মেধা তালিকা জেনে নিন।

WB Madhyamik Result – বেশ কিছুক্ষণ আগেই সামনে এসছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। ওয়েবসাইটেও দেখানো শুরু হয়ে গিয়েছে ফলাফল। এর সঙ্গে কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্স এর মাধ্যমে পর্ষদ সভাপতি জানিয়েছে মেধা তালিকাটি (WB Madhyamik Result). চলুন আজকে এই প্রতিবেদনে জেনে নেব সেই মেধা তালিকা (WB Madhyamik Result Toper 2023).

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Madhyamik Result Toper 5 Candidate 2023.

  • ১) প্রথম হয়েছেন ,দেবদত্তা মাঝি। তিনি কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুলের ছাত্রী। প্রাপ্ত নম্বর ৬৯৭।
  • ২) ৬৯১ পেয়ে দুজন যুগ্মভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে।শুভম পাল, রিফত হাসান সরকার। শুভম বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলের ছাত্র। রিফত রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদার ছাত্র।
  • ৩) ৬৯০ পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে একসঙ্গে চার জন। সৌম্যদীপ মল্লিক, অর্ক মণ্ডল, সারওয়ার ইমতিয়াজ, মাহির হাসান, অর্ঘ্যদীপ সাহা।অর্ক মন্ডল টাকি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের ছাত্র। সৌম্যদীপ বেড়াচাঁপা দেউলিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদার ছাত্র সারওয়ার, মাহির, অর্ঘ্যদীপ।

আরও পড়ুন – সবার আগে মাধ্যমিক রেজাল্ট পেতে, আজই এই ৪ টি অ্যাপ মোবাইলে ইন্সটল করুন। Madhyamik Result 2023.

  • ৪) ৬৮৯ পেয়ে যুগ্মভাবে চতুর্থ স্থান অধিকার করেছে সমাদৃতা সেন, অনীশ বাড়ুই। সমাদৃতা সেন বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী। অনীশ বাড়ুইনরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র।
  • ৫) ৬৮৮ পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছে প্রায় একসঙ্গে অনেকেই। তুহিন বেরা, অর্ক বন্দ্যোপাধ্যায়, অরিজিৎ মন্ডল, শুভজিৎ দে, সুপ্রভা আদক, অন্বেষা চক্রবর্তী, ঈশান পাল, রূপায়ন পাল, এস কে সাঈদ ওয়াসিফ, অনুশ্রেয়া দাস, শুভ্রজিৎ দেব। এরা যথাক্রমে রঘুনাথবাড়ি রাম তারক উচ্চ বিদ্যালয়, বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ

সারদা বিদ্যামন্দির, বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল, বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়, বর্ধমান সি এম এস হাই স্কুল, বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল, চঞ্চল রানী দক্ষিণানী গার্লস হাই স্কুল, এসি ইনস্টিটিউশনের পড়ুয়া।
মধ্যশিক্ষা পর্ষদ সকাল দশটার সময় একটি পেস্ট কনফারেন্সের মাধ্যমে এই মেধা তালিকা (WB Madhyamik Result Toper 2023) জানিয়েছেন এবং সকাল ১২ টা থেকে বাকি ছাত্র-ছাত্রীরা তাদের রেজাল্ট অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন। আপনি নিচের দেয়া ওয়েবসাইট গুলির মাধ্যমে আপনার রেজাল্ট অনলাইনে দেখে নিতে পারেন।

  • www.wbbse.wb.gov.in
  • http://wbresults.nic.in
  • www.exametc.com

আমরা প্রত্যেক পরীক্ষার্থীর জন্য শুভকামনা রাখলাম। তোমরা আরো বড় হও এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যাও।

আরও পড়ুন – মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ করলে মিলবে ১০ হাজার টাকা, দেবে রাজ্য সরকার। | Nabanna Scholarship 2023.

About Author
Prabir Biswas

Prabir Biswas

আমি গত চার বছর ধরে সকালের বার্তা ডিজিটাল নিউজ মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত আছি। আমি মুলত যেকোনো ধরণের জেনারেল নিউজ যেমন সরকারি চাকরির আপডেট, স্কলারশিপ, সরকারি প্রকল্প, অর্থনৈতিক, টেকনোলজি ইত্যাদি বিষয়ে লেখায় পারদর্শী।
sakalerbarta news logo

Sakaler Barta News is a regional Bengali news portal. Our registration number UDYAM-WB-14-0112482 under SAKALER BARTA Startup Company. We provide information on Latest News of India, and also Our mission is to deliver genuine information related to careers educational and finance, current affairs, and trending News.