Train Cancelled – ভারতীয় মানুষদের কাছে রেল একটি গুরুত্বপূর্ণ যাত্রাপথ। এবার বেশ কিছুদিন ধরে বন্ধ থাকতে চলেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেন, যার জেরে অসুবিধায় পড়তে পারেন আপনিও। ব্যান্ডেল শক্তিগড় স্টেশনের মাঝখানের ব্যস্ত স্টেশন গুলিতে অনেক সময় রেল ক্রসিং এ গেট পড়তে অনেক দেরি হয়, সে কারণে ট্রেন চলতে খুবই অসুবিধা হয়। তাই এবার এই লাইনে একটি ওভার ব্রিজ বানানোর সিদ্ধান্ত গ্রহণ করল রেল কর্তৃপক্ষ।
এই সেতু নির্মাণ করার জন্য ব্যাহত থাকতে পারে কয়েকদিন রেল পরিষেবা। ২০ জুলাই ২০২৩ থেকে ২৪ অগাষ্ট ২০২৩ পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লকের পরিকল্পনা করা হয়েছে পূর্ব রেলের তরফে। এই ওভার ব্রিজ নির্মাণের জন্য বেশ কিছু এমইউ এবং মেমো টেন বাতিল (Train Cancelled) করবে রেল কর্তৃপক্ষ তবে এই ব্রিজ তৈরি হলে উপকৃত হবেন ব্যান্ডেলে সাধারণ মানুষ।
নিচের তালিকায় দেওয়া হল বাতিল ট্রেন (Train Cancelled) গুলির নাম।
ইমু ও মেমু ট্রেন গুলির তালিকা
১) বর্ধমান থেকে: 03052 এবং হাওড়া থেকে: 37857 ট্রেনটি বাতিল করা হবে৷
২) হাওড়া থেকে: 03051, ব্যান্ডেল থেকে: 37781 এবং বর্ধমান থেকে: 37782 এবং 37782 ট্রেনগুলি বাতিল (Train Cancelled) করা হবে৷
৩) হাওড়া থেকে: 03051 এবং 37857 আর ব্যান্ডেল থেকে: 37781 ট্রেনটি বাতিল করা হবে।
আরও পড়ুন – Anna Bhagya Scheme – রেশন না নিলে টাকা ঢুকবে সরাসরি ব্যাংক একাউন্টে, চালু করল এই রাজ্য!
বাতিল হওয়া মেইল ও এক্সপ্রেস ট্রেন গুলির তালিকা
১) 13027 আপ হাওড়া – আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস ২০ জুলাই ও ২২ জুলাই থেকে ২৫ জুলাই, ২৭ জুলাই,২৯,৩০ জুলাই বাতিল থাকবে।
২) এরপর বাতিল থাকছে হাওড়া কবিগুরু আজমির এক্সপ্রেস যা বন্ধ থাকবে তিনই আগস্ট থেকে পাঁচই আগস্ট
৩) একুশে জুলাই থেকে ৩১ শে জুলাই অব্দি বাতিল থাকছে এই একই ট্রেনের ডাউন গাড়ি। এরপর আবার চার এবং ছবি আগস্ট বাতিল থাকবে এই গাড়ি।
বেশ কিছু ট্রেনের পরিবর্তন করা হবে রুট নিচে তার তালিকা প্রদান করা হলো।
১) 13029 হাওড়া – মোকামা এক্সপ্রেস ট্রেনের রুট হাওড়া – বর্ধমান কর্ড লাইন হয়ে ডাইভার্ট করা হবে।
২) 13153 শিয়ালদহ – মালদা গৌড় এক্সপ্রেস ট্রেনটির রুট নৈহাটি – ব্যান্ডেল – কাটোয়া – আজিমগঞ্জ – নিউ ফারাক্কা হয়ে অম্বিকা কালনা, নবদ্বীপধাম, কাটোয়া, আজিমগঞ্জ এবং জঙ্গিপুর রোডে স্টপেজ দিয়ে ডাইভার্ট করা হবে।
৩) 13030 মোকামা – হাওড়া এক্সপ্রেসের রুট বর্ধমান – হাওড়া কর্ড লাই হয়ে ডাইভার্ট করা হবে।
৪) 13154 মালদা – শিয়ালদহ গৌড় এক্সপ্রেসের রুট নতুন ফারাক্কা – আজিমগঞ্জ – কাটোয়া – ব্যান্ডেল নৈহাটি হয়ে জঙ্গিপুর রোড, আজিমগঞ্জ, কাটোয়া, নবদ্বীপ এবং অম্বিকা কালনায় স্টপেজ দিয়ে ডাইভার্ট করা হবে।
এই সমস্ত ট্রেন গুলি বন্ধ (Train Cancelled) থাকায় এবং পরিবর্তন হওয়ায় ব্যাহত হতে পারে যাত্রী পরিষেবা। কিন্তু এই নতুন ফুটব্রিজ তৈরি হলে যাত্রীরা উপকৃত হবে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন – WBBPE TET – “পর্ষদ সভাপতি গৌতম পালের বেতন বন্ধ এবং সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা” বিচারপতির নির্দেশ