WBBPE TET – টেট সংক্রান্ত একটি জরুরী মামলায় আদালতের নির্দেশ না মানায় পর্ষদ সভাপতি গৌতম পালের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে হুঁশিয়ারি দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পর্ষদ সভাপতিকে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন আপনি আদালতের নির্দেশ মানেননি তাই আমি আপনার বেতন বন্ধ করে দিচ্ছি এবং সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানাও দেবেন। বিচারপতির এই কথা শুনেই পর্ষদ সভাপতি গৌতম পাল অবাক হয়ে যান। কাদো কাদো হয়ে পর্ষদ সভাপতি বলেন ধর্মাবতার দয়া করে এমনটা করবেন না।
টেট নিয়োগ দুর্নীতির (WBBPE TET Scam) অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক চাকরিপ্রার্থী। ২০২০ সালে টেট পরীক্ষা দেওয়া এই চাকরি প্রার্থীকে ইন্টারভিউ (Primary TET Recruitment) দেওয়ার জন্য ডাকার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দেওয়া হলেও এক মাস কেটে গেলেও কোন পদক্ষেপ নেয়নি পর্ষদ। অর্থাৎ নির্দেশ দেওয়ার পরেও ওই চাকরি প্রার্থীকে প্রাথমিক শিক্ষা পর্ষদ ইন্টারভিউয়ের জন্য ডেকে পাঠায়নি। তাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে জরুরী তলব করা হয়।
সোমবারই দুপুর ৩টের মধ্যে বিচারপতির এজলাসে দেখা করার নির্দেশ জারি করা হয়েছিল পর্ষদ সভাপতিকে। সেই নির্দেশ মতই সোমবার কলকাতা হাই কোর্টে হাজিরা দিয়েছিলেন পর্ষদ সভাপতি। পর্ষদ সভাপতি যথাসময়ে হাই কোর্টে এসে হাজির হন। আদালতে হাজির হওয়ার পরই পর্ষদ সভাপতির কাছে জানতে চাওয়া হয় আদালত নির্দেশ দেওয়ার পরও কেন মানা হয়নি। নির্দেশ দেওয়ার পর এক মাস কেটে গেলেও ওই চাকরি প্রার্থীকে ইন্টারভিউয়ের (WBBPE TET) জন্য ডেকে পাঠায়নি কেন প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদ সভাপতির কাছে জানতে চান ডিভিশন বেঞ্চের মামলার নম্বর কোথায়।
আরও পড়ুন – Ration Card – পুরো ৮০ হাজার টাকা মিলবে রেশন কার্ড থাকলে ! আবেদন করুন এই প্রকল্পে।
বিচারপতির এই প্রশ্নের কোনও সন্তোষজনক উত্তরই দিতে পারেননি গৌতম পাল। পর্ষদ সভাপতির কাছে কোন উত্তর না পেয়ে আদালতের নির্দেশ পালন না করায় কারনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির বেতন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন। বিচারপতি বলেন আমি আপনার বেতন বন্ধ করে দিচ্ছি এবং আপনি ৫০ হাজার টাকা জরিমানা দেবেন। বিচারপতির এই কথা শুনেই পর্ষদ সভাপতি কাদো কাদো হয়ে পড়েন৷ তিনি বলেন ধর্মাবতার দয়া করে আমার সাথে এমন করবেন না। আমি আপনার নির্দেশ পালন করব।আমাকে দয়া করে এক সপ্তাহ সময় দিন৷
পর্ষদ সভাপতি বলেন পর্ষদ আমাকে বেতন দেয় না, কল্যাণী বিশ্ববিদ্যালয় আমাকে বেতন দেয়। গৌতম পালের মুখে একথা শোনার পরেই বিচারপতি বলেন তাহলে কল্যাণী বিশ্ববিদ্যালয়কে বলে দিচ্ছি, যাতে তারা আপনার বেতন বন্ধ করে দেয়। বিচারপতির একথা শুনেই গৌতম পাল বলেন দয়া করে এটা করবেন না। এতে আমার পরিবার ক্ষতিগ্রস্ত হবে। আমার বাড়িতে অসুস্থ মা রয়েছে,পরিবার আছে। পর্ষদ সভাপতি বলেন ধর্মাবতার দয়া করে আমাকে কিছুদিন সময় দিন। আমি আপনার নির্দেশ পালন করব, এর জন্য আমার সময় চাই।
পর্ষদ সভাপতির কথা শোনার পর বিচারপতি তাঁকে শান্ত হতে বলেন। আর বলেন আপনি বাইরে গিয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা করে পরামর্শ নিন। আপনাকে ৫মিনিট সময় দিচ্ছি আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে তারপর আমাকে জানান কি করবেন। বিচারপতির কথা মত পর্ষদ সভাপতি আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে ৫ মিনিট পরে এসে বিচারপতিকে জানান ধর্মাবতার আমি আপনার নির্দেশ কার্যকর করব। পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় ওই প্রার্থীকে সুযোগ দেব এবং আমি ডিভিশন বেঞ্চেও যাব না। তার জন্য আমাকে এক সপ্তাহ সময় দিন।
পর্ষদ সভাপতির কথা শোনার পর বিচারপতি তাঁকে আরও ২ সপ্তাহ সময় দেন। এর পর বিচারপতি হাত জোড় করে বলেন আপনারা অধ্যাপক মানুষ,আমি আপনাদের সব সময় শ্রদ্ধা করি। কিন্তু কিছু রাজনৈতিক নেতারা আদালতের নামে উল্টোপাল্টা কথা বলেন তাই তাঁদের শ্রদ্ধা করি না। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদ সভাপতিকে বলেন আরও ২ সপ্তাহ সময় দেওয়া হল এই সময়ের মধ্যে আপনাকে যা পদক্ষেপ নেওয়ার নিতে হবে।
আরও পড়ুন – DA Update News – ডিএ বাড়লো সরকারি কর্মীদের, কত বেতন পাবেন এবার, হিসাবটা দেখুন