Advertisement
InvestEconomy

বিরাট খুশির খবর ! SBI FD তে 10 শতাংশ সুদের হার অফার করছে।

SBI FD – বর্তমান সময়ে দাঁড়িয়ে কম বেশি বিনিয়োগ প্রায় সকলেই করেন। কারন বিনিয়োগের মাধ্যমেই অবসর সময় নিশ্চিন্তে কাটানো সম্ভব। আর বিনিয়োগের ক্ষেত্রে অধিকাংশ গ্রাহক ফিক্সড ডিপোজিটকেই (Fixed Deposit) বেশি প্রাধান্য দেন। কারন ফিক্সড ডিপোজিট বিনিয়োগের ক্ষেত্রে গ্যারান্টিযুক্ত রিটার্ন প্রদান করে। আর ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের জন্য গ্রাহকরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) কেই বেছে নেন। এসবিআই-এর এফডি-তে ভালো সুদ দেওয়ার ইতিহাস রয়েছে।

বর্তমানে দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক State Bank of India আকর্ষণীয় হারে Fixed Deposit-এ সুদ প্রদান করছে। এই ব্যাঙ্কে সাত দিন থেকে দশ বছর পর্যন্ত স্থায়ী আমানতে বিনিয়োগ করা সম্ভব। এসবিআই সাধারণ ফিক্সড ডিপোজিট (SBI FD) স্কিমে অনেক বেশি উচ্চ হারে সুদ অফার করে। এসবিআই ফিক্সড ডিপোজিট এর উপর তার গ্রাহকদের 10 শতাংশেরও বেশি সুদের হার অফার করেছে।

এসবিআই এর ওয়েবসাইটে এমন তথ্যই পাওয়া গিয়েছে। এই পাওয়া তথ্য অনুযায়ী স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) – এর উপর 10 শতাংশ সুদের হার অফার করত। তবে এই সুদের হার দেওয়া হত 1 বছর থেকে 2 বছরের কম সময়ের ফিক্সড ডিপোজিট (FD)-এর উপর। এসবিআই 2008 সালে তার গ্রাহকদের এই হারে সুদ দিয়েছে। তবে পরবর্তীতে এই সুদের হার হ্রাস করা হয়।

আরও পড়ুন – Asha Karmi Recruitment – আশাকর্মী নিয়োগ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে। কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানুন।

2008 সালে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সুদের পরিমাণ কত ছিল?

এসবিআই 1 অক্টোবর, 2008 সালে 1000 দিনের ফিক্সড ডিপোজিট (এফডি)- এর উপর 10.5 শতাংশ সুদের হার অফার করেছিল। যা পরে 10 শতাংশে সংশোধন করা হয়। 2008 সাল থেকে অনেকবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফিক্সড ডিপোজিট (SBI FD) – এর উপর 9 শতাংশের বেশি সুদের হার অফার করেছে গ্রাহকদের।

বর্তমানে SBI FD -তে যত সুদ দিচ্ছে ?

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) গত 5 বছরে কখনও কোনও মেয়াদের ফিক্সড ডিপোজিট (এফডি) – এ সাধারণ নাগরিকদের 7.1 শতাংশের বেশি সুদ দেয়নি।বর্তমানে এসবিআই 6.8 শতাংশ পর্যন্ত সুদের হার দিচ্ছে। তবে বর্তমানে বেশ কয়েকটি ব্যাঙ্ক তাদের সুদের হার বাড়িয়েছে। একটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য 5 বছরের ফিক্সড ডিপোজিট (এফডি) – এর উপর 9.6 শতাংশ এবং অন্যদের জন্য 9.1 শতাংশ সুদের হার দিচ্ছে। তবে বিশেষজ্ঞদের একাংশের মতে ফিক্সড ডিপোজিট (SBI FD) – এর উপর দেওয়া সুদের হার আরও কিছু বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন – Duare Sarkar Camp – আরও ২ টি নতুন প্রকল্পের সুবিধা দুয়ারে সরকার ক‍্যাম্পে, কবে থেকে শুরু জানুন।

Probir Biswas

আমি গত চার বছর ধরে সকালের বার্তা ডিজিটাল নিউজ মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত আছি। আমি মুলত যেকোনো ধরণের জেনারেল নিউজ যেমন সরকারি চাকরির আপডেট, স্কলারশিপ, সরকারি প্রকল্প, অর্থনৈতিক, টেকনোলজি ইত্যাদি বিষয়ে লেখায় পারদর্শী।

Related Articles

Back to top button