AIIMS Recruitment – সুখবর সুখবর সুখবর! চাকরি প্রার্থীদের জন্য এক নিয়োগের সুখবর রয়েছে। আপনি কি AIIMS কল্যাণীতে চাকরির (AIIMS Recruitment) খোঁজ করছেন? আপনিও যদি একজন বেকার চাকরি প্রার্থী হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এটি একটি বিরাট বড় সুখবর। AIIMS কল্যাণীতে বিভিন্ন বিভাগের ১২০টি শুন্যপদে কর্মী নিয়োগ (AIIMS Recruitment) করা হবে। তবে কোন কোন পদে হবে এই নিয়োগ জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
AIIMS কল্যাণীতে (AIIMS Recruitment) গ্রুপ বিএ এবং সি পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ডেপুটেশন ও চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে। এই নিয়োগের বিশদ বিবরণ সংক্ষেপে নীচে দেওয়া হল , যেমন-মোট শূন্যপদ, পদের নাম, আবেদন পদ্ধতি, ইত্যাদি।
নিয়োগকারী সংস্থা | AIIMS কল্যাণী |
মোট শূন্যপদ | মোট ১২০টি শূন্যপদ |
পদের নাম | গ্রুপ বিএ এবং সি পোস্টে |
কি ভাবে আবেদন করবেন AIIMS Recruitment গ্রুপ বিএ এবং সি পোস্টে?
AIIMS কল্যাণীতে গ্রুপ বিএ এবং সি পোস্টে মোট ১২০টি শূন্যপদে এই নিয়োগ করা হবে। প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আরও পড়ুন – Food SI recruitment – কবে হতে চলেছে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষা! জানুন বিস্তারিত।
- ১) প্রার্থীদের প্রথমে AIIMS কল্যাণীর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- ২) অনলাইনে আবেদনপত্রটি সঠিক তথ্য দিয়ে ভাল করে পুরণ করতে হবে।
- ৩) আবেদনপত্রের নির্ধারিত ফি সফলভাবে পেমেন্ট করতে হবে। অনলাইন পেমেন্ট করার পরে এবং অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার পরে সিস্টেম-জেনারেটেড রেজিস্ট্রেশন অ্যাকনলেজমেন্ট স্লিপ কম্পিউটার স্ক্রিনে দেখা যাবে।
- ৪) ভবিষ্যতের জন্য সিস্টেম-জেনারেটেড রেজিস্ট্রেশন অ্যাকনলেজমেন্ট স্লিপটি প্রিন্ট আউট করে রেখে দেবেন।
আবেদনের ফি কত?
উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে সাধারণ/ওবিসি প্রার্থীদের ১০০০ টাকা আবেদনের ফি দিতে হবে। আর SC/ST প্রার্থীদের ৫০০ টাকা আবেদন ফি দিতে হবে। তবে PwBD বিভাগের প্রার্থীদের ফি থেকে ছাড় দেওয়া হয়েছে।
এই চাকরির সম্পর্কিত আর বিশদ বিবরণ জানতে হলে আপনাকে AIIMS কল্যাণী নিয়োগ 2023- এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে। অফিশিয়াল ওয়েবসাইটে এই চাকরির বিষয়ে যাবতীয় বিবরণ দেওয়া রয়েছে।