Advertisement

Fixed Deposit বা ফিক্সড ডিপোজিটে ৯% পর্যন্ত সুদ দিচ্ছে, এই ৭ টি ব্যাঙ্কে, মাত্র ৭ দিনে।

Fixed Deposit – পরিবার এবং নিজের ভবিষ্যৎ সুনিশ্চিত করার একমাত্র মাধ্যম হল বিনিয়োগ সেটা পোস্ট অফিস বা বাঙ্কে। ভবিষ্যতে যাতে কোন আর্থিক সমস্যায় পড়তে না হয় তার জন্যই সকলে বিনিয়োগ করেন বিভিন্ন সংস্থানে। আর বিনিয়োগের ক্ষেত্রে বেশিরভাগ নাগরিক Fixed Deposit কেই প্রথম পছন্দ হিসেবে বেছে নেন। কারন কোন কোন ব্যাঙ্ক FD-তে দুর্দান্ত সুদ অফার করে। যারা ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে চান, তাদের এই মুহূর্তে বিনিয়োগ করতে চাইছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ খবর।

এই প্রতিবেদনে আজ আপনাকে এমন কিছু বাঙ্কের নাম বলবো, যেখানে আপনি ৯% সুদের হারে Fixed Deposit করতে পানের। সুদের হার বৃদ্ধির ফলে এই ব্যাঙ্কগুলি ফিক্সড ডিপোজিটে (Bank FD) অন্যান্য বিনিয়োগ বিকল্পের তুলনায় আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। আজ যে সকল ব্যাঙ্ক সমন্ধে আলোচনা করতে চলেছি সেই ব্যাঙ্কগুলি ৯ শতাংশেরও বেশি সুদ অফার করছে। এই সকল ব্যাঙ্কগুলির নতুন অফারে কি কি সুবিধা রয়েছে দেখে নিন।

আরও পড়ুন – Fixed Deposit – ফিক্সড ডিপোজিট (FD)-এর সুদের হার বৃদ্ধি করল এই ব্যাঙ্ক! 10 মাসে মিলবে ৭.২৫% হারে সুদ।

৭ টি সেরা ব্যাংক Fixed Deposit -এ ৯% বেশি সুদ অফার করছে।

বাঙ্কের নামসময়সীমাসুদের হার
অ্যাক্সিস ব্যাঙ্ক৭ দিন থেকে ১০ বছরের৩.৫০ শতাংশ থেকে ৭.২০ শতাংশ
কানাড়া ব্যাঙ্ক৭ দিন থেকে ১০ বছরের৪.00 শতাংশ থেকে ৭.২৫ শতাংশ
ইন্ডাসইন্ড ব্যাঙ্ক৭ দিন থেকে ১০ বছরের৪.০০ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ
সুর্যদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক২ কোটি টাকা নিচে (Bank FD)৮.৬ শতাংশ এবং ৯.১ শতাংশ (প্রবীণ নাগরিক)
উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক২ কোটি টাকা নিচে (Bank FD)৮.৫ শতাংশ এবং ৯.১ শতাংশ (প্রবীণ নাগরিক)
জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক২ কোটি টাকা নিচে (Bank FD)৮.৪ শতাংশ এবং ৯.০ শতাংশ (প্রবীণ নাগরিক)
ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক২ কোটি টাকা নিচে (Bank FD)৮.৩ শতাংশ এবং ৮.৯ শতাংশ (প্রবীণ নাগরিক)

দেশের এই ৭ ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) দুর্দান্ত সুদ অফার করছে। দিন দিন ভারতের অর্থনীতি শক্তিশালীভাবে বৃদ্ধি পাচ্ছে। তবে এই সুদ বৃদ্ধির প্রধান কারন ভারতের মূল্যস্ফীতি। এটি অর্থস্ফীতির হারকে নিয়ন্ত্রণের জন্য আরও সুদের হার বাড়াতে RBI-কে চাপ দিচ্ছে। বিনিয়োগকারীরা বেশি সুদ পাওয়ার জন্য তাদের অর্থের মূল্য এই সকল ব্যাংকে সংরক্ষণ করতে পারেন। তবে বিনিয়োগকারীদের অবশ্যই বিনিয়োগ সমন্ধে ভাল মত জেনে নিয়ে বিনিয়োগ করা উচিত।

আরও পড়ুন – UPI Payment Pay Later – UPI-এর নতুন সুবিধা, টাকা না থাকলেও হবে পেমেন্ট, কীভাবে বিস্তারিত জানুন।

Related Articles

Back to top button