Advertisement

WBBSE – পর্ষদের নতুন আপডেট! মাধ্যমিক প্রশ্নপত্রের পরিবর্তন থাকবে এই পেপার !

WBBSE – মাধ্যমিকে (west bengal board of secondary education) গ্রাফ পেপার নিয়ে বিভ্রান্তি এড়াতে বড় পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE)। অংকের প্রশ্নপত্রের সঙ্গেই দেওয়া হবে গ্রাফ পেপার। চলতি বছরের মাধ্যমিকে (madhyamik pariksha) গ্রাফ পেপার পায়নি বলে অভিযোগে করে পরীক্ষার্থীদের একাংশ। শেষে খাতাতেই গ্রাফ এঁকে তাদের উত্তর করতে বলা হয়েছিল। সেই সমস্য়া মেটাতেই এবার উদ্যোগী হল পর্ষদ।

উল্লেখ্য, এতোদিন পর্যন্ত পর্ষদের (Madhyamik, WBBSE) তরফে আলাদা করে পরীক্ষা কেন্দ্রে গ্রাফ পেপার পাঠানো হত। ফলে অনেক সময়ই হল পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে তা পৌঁছত না। বহু ক্ষেত্রে আবার প্রয়োজনের তুলনায় কম গ্রাফ পেপার পাঠানোর অভিযোগ উঠত। যার জেরে বিপাকে পড়ত জীবনের প্রথম বড় পরীক্ষায় পড়ুয়াদের একাংশ।

WBBSE Madhyamik Exam 2024

পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘বিভ্রান্তি এড়াতে প্রশ্নপত্রের সঙ্গেই গ্রাফ পেপার দেওয়া হবে। যে পরীক্ষার্থীরা গ্রাফে উত্তর দিতে চাইবে, তারা প্রশ্নপত্র থেকে সেটাকে ছিঁড়ে নেবে। গ্রাফ করা হয়ে গেলে সেটিকে উত্তরপত্রের সঙ্গে জুড় দিতে হবে।’

আরও পড়ুন – 253 বাতিল B.Ed Colleges নিয়ে সুপ্রিম কোর্ট কি রায় দিল? 253 কলেজের ভবিষ্যৎ কি?

পর্ষদের এক আধিকারিকের কথায়, ‘গ্রাফ সবাইকে করতে হবে এমনটা নয়। ফলে গ্রাফ পেপার পাঠানোর হিসেবে প্রায়ই গোলমাল হচ্ছিল। এবার থেকে পরীক্ষার্থীরা সুনিশ্চিতভাবে গ্রাফ পেপার হাতে পাবে। তারা গ্রাফে উত্তর দিতে পারে বা নাও পারে। ফলে গ্রাফ পেপার হলে পৌঁছল কিনা সেই চিন্তা আর থাকবে না।’

মাধ্যমিক প্রশ্নপত্র নিয়ে বড় আপডেট (Madhyamik Exam Updated)

মধ্যশিক্ষা পর্ষদ (west bengal board of secondary education) সূত্রের খবর, এ বার প্রশ্ন ফাঁস রুখতে প্রশ্নে কোড নম্বরের ব্যবস্থা করছেন তাঁরা। প্রত্যেক পরীক্ষার্থীর আলাদা কোড থাকবে। এর ফলে প্রশ্ন ফাঁস করতে যে ভাবেই ছবি তোলা হোক না কেন, ওই কোড নম্বরের মাধ্যমে পর্ষদের নজরে চলে আসবে কে ছবি তুলে প্রশ্ন ফাঁস করার চেষ্টা করছে।

রামানুজ আরোও বলেন, শুধু গ্রাফ নয়, মানচিত্রের ক্ষেত্রেও একই নিয়ম জারি করবে (WBBSE) পর্ষদ। ভূগোল বা ইতিহাসের মানচিত্রে স্থান চিহ্নিত করতে দেওয়া হয়। এবার  মানচিত্রের পাতাও  প্রশ্নের সঙ্গেই থাকবে। ওই পাতাও ছিঁড়ে নিয়ে সমাধান করতে হবে। করার পর তা উত্তরপত্রের সঙ্গে লাগিয়ে দিতে হবে।

আরও পড়ুন – পশ্চিমবঙ্গে WBPSC মাধ্যমে ক্লার্কশিপ নিয়োগ, মোট শুন্যপদ ৬০০০ টি।

Related Articles

Back to top button