WBBSE Madhyamik Result 2024 – পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য মাধ্যমিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। কারণ মাধ্যমিক স্কুল স্তরের প্রথম বড় পরীক্ষা হিসেবে চিহ্নিত। ফলে প্রথম থেকেই পরীক্ষার্থীদের মধ্যে একটা চিন্তার কারণ রয়েই যায়। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে তারপর মাস দুয়েক পেরিয়ে যেতে চলল। এখনো পর্যন্ত মাধ্যমিকের রেজাল্ট নিয়ে কোনো সদুত্তর সামনে আসেনি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন রিপোর্ট সামনে আসছে এখানে সম্ভাব্য ডেট প্রকাশ করা হচ্ছে। তবে এখনো মধ্যশিক্ষা পর্ষদ নির্দিষ্টভাবে কোন তারিখ প্রকাশ করেনি।
এদিকে, পরীক্ষা দেওয়ার পর বেশ কিছুদিন কেটে যাওয়ায় খানিকটা চিন্তার মধ্যে আছেন পরীক্ষার্থী-রা। মাধ্যমিকের রেজাল্ট তাদের উচ্চশিক্ষার পথে এগিয়ে দেবে। পছন্দের বিষয় নিয়ে তখনই তারা পড়তে পারবেন। পরীক্ষার্থীদের পাশাপাশি চিন্তায় রয়েছেন অভিভাবকেরাও। মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ পাওয়ার দিন যত সামনে আসছে খানিকটা হলেও চাপ বাড়ছে পরীক্ষার্থীদের মধ্যে। সাধারণত মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ৬০ থেকে ৮৮ দিনের মাথায় প্রকাশ হয়।
WBBSE Madhyamik Result 2024-এর তারিখ
আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করে মধ্যশিক্ষা পর্ষদ। চলতি বছর এপ্রিলের শেষ সপ্তাহ অথবা মে মাস নাগাদ পরীক্ষার ফলপ্রকাশ হতে পারে বলে মনে করা হচ্ছে। পরীক্ষার ফল প্রকাশের দিন নির্দিষ্ট হলে মধ্যশিক্ষা পর্ষদ অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সকল পরীক্ষার্থীদের জানিয়ে দেবেন। ফল প্রকাশের দিন বাড়িতে বসেই ফোন থেকে রেজাল্ট চেক করতে পারবেন মাধ্যমিক পরীক্ষার্থীরা। এখন প্রশ্ন হল, কিভাবে বাড়ি বসে চেক করবেন রেজাল্ট, ফোন থেকে কোন ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল চেক করা যায়? আসুন জেনে নিই সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত।
মোবাইল ফোন থেকে কিভাবে চেক করবেন মাধ্যমিকের রেজাল্ট 2024
- ১) যদি আপনি মোবাইল ফোন অথবা ল্যাপটপ থেকে মাধ্যমিকের রেজাল্ট চেক করেন তাহলে আপনাকে ভিজিট করতে হবে তিনটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে। (www.wbresults.nic.in / www.exametc.com/ www.indiaresults.com) এই তিনটি ওয়েবসাইটের মাধ্যমে মাধ্যমিকের রেজাল্ট চেক করা যায়।
- ২) ওয়েবসাইটে ভিজিট করে আপনি ক্লিক করুন ‘Madhyamik Result 2024’ এই লিংকটিতে।
- ৩) এরপর স্ক্রিনে প্রদর্শিত নির্দিষ্ট বক্সে আপনার রেজিস্ট্রেশন নম্বর ও রোল নম্বর লিখুন।
- ৪) একইভাবে স্ক্রিনে জন্ম তারিখ অর্থাৎ ডেট অফ বার্থ লেখার জায়গা পাবেন।
- ৫) এরপর সাবমিট বাটনে ক্লিক করলে স্ক্রিনে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে পাবেন। রেজাল্টটি ডাউনলোড করে নেবেন নিজেদের প্রয়োজনে।