Advertisement

সরকারের বড়ো ঘোষণা OASIS Scholarship নিয়ে, কি করলে টাকা পাবেন জানুন।

ওয়েসিস স্কলারশিপ বা OASIS Scholarship হল রাজ্য সরকারের একটি জনপ্রিয় স্কলারশিপ। এবার এই স্কলারশিপ নিয়েই এক নতুন বড় ঘোষণা করলো সরকার। রাজ্য সরকার মূলত এই স্কলারশিপ প্রদান করে থাকে SC, ST এবং OBC পড়ুয়াদের জন্য। বিগত এক মাস পর আবার এই স্কলারশিপের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবং যার সঙ্গে নিয়ে আসা হয়েছে একগুচ্ছ নতুন নিয়ম। এই নতুন আপডেট সম্পর্কে বিস্তারিত জানার জন্য প্রতিবেদনটি শেষ অব্দি পড়ুন।

আসলে এই স্কলারশিপের জন্য মাঝখানে আবেদন নেয়া শুরু হলেও কিছুদিন পর আবেদন নেওয়া বন্ধ করে দেয়া হয়। সরকারি তরফে জানানো হয়েছিল oasis.gov.in পোর্টালটিকে আপডেট করার জন্য আবেদন নেওয়া বন্ধ করা হয়েছে। এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়াটিকে ওটিপি সহযোগে আধার ভিত্তিক করার জন্য ওয়েবসাইটটির আপডেটের দরকার ছিল। সেই কাজটি করার জন্যই এতদিন পোর্টালটিকে বন্ধ রাখা হয়েছিল। সেই কাজ সম্পন্ন হতেই আবেদন নেওয়া আবার শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন – মাধ্যমিক পাশ করলে মিলবে ৫০ হাজার টাকা, সমস্ত ছাত্র-ছাত্রী পাবে এই স্কলারশিপ।

OASIS Scholarship -এ আবেদন করার আগে জানুন এর নিয়মগুলি।

১) বাংলার শিক্ষা পোর্টালে আবেদনকারীর যে নামটি রয়েছে সেই নামের সঙ্গে আধার কার্ডের নাম এক হওয়া আবশ্যিক।
২) ফরম পূরণ করার সময় সঠিক জায়গায় নিজেদের জাতি শংসাপত্রের নাম্বারটি দিতে হবে।
৩) প্রার্থীদের নিজস্ব ব্যাংক একাউন্ট থাকা আবশ্যিক।
৪) প্রার্থীরা একবারের বেশি দু’বার স্কলারশিপে আবেদন করতে পারবেন না। সে ক্ষেত্রে তাদের আবেদন বাতিল করে দেওয়া হবে।
৫) আধার কার্ডের নামের সঙ্গে কার সার্টিফিকেটের নামের মিল থাকা আবশ্যিক।
৬) যদি কোন ব্যক্তি ভুল তথ্য দিয়ে স্কলারশিপের টাকা পেয়ে থাকে তা ধরা পড়লে সরকার তা পুনরুদ্ধার করতে বাধ্য হবে।

এই স্কলারশিপে আবেদনর প্রয়োজনীয় ডকুমেন্ট

১) আবেদনকারীর সর্বশেষ পরীক্ষার রেজাল্টের কপি।
২) বয়সের প্রমাণ হিসেবে আধার কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কপি।
৩) পারিবারিক ইনকাম সার্টিফিকেটের কপি।
৪) ব্যক্তিটির কাস্ট সার্টিফিকেটের কপি।
৫) ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতার কপি।

এই স্কলারশিপ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আপনি ওয়েসিস স্কলারশিপের অফিসিয়াল পোর্টাল https://oasis.gov.in/ ওয়েবসাইটে যেতে পারেন এবং এই ওয়েবসাইটের মাধ্যমে এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারেন। তবে আমরা এই স্কলারশিপের সঙ্গে কোনোভাবেই যুক্ত নেই আমরা জাস্ট আপনাদের এই তথ্যটি প্রদান করলাম। এরকম ধরনের তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন।

আরও পড়ুন – Reliance Foundation – বড় সুখবর! ছাত্রছাত্রীদের বার্ষিক ২ লক্ষ টাকা দেবে মুকেশ আম্বানি, কেন দিবে বিস্তারিত জানুন।

Related Articles

Back to top button