Advertisement

WB Job Update: পশ্চিমবঙ্গের ডিএম অফিসে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ। প্রতিমাসে বেতন ১৫ হাজার টাকা

WB Job Update: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য নতুন চাকরির সুযোগ। রাজ্যের ডিএম অফিসে শুরু হল গ্রুপ সি পদে কর্মী (WB DM Office Recruitment) নিয়োগ। সম্প্রতি এমনই একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সেক্ষেত্রে আগ্রহীরা অফলাইনে আবেদন জানাতে পারবেন। রাজ্যের শিক্ষিত যুবক যুবতীরা স্বাচ্ছন্দ্যে এই নিয়োগে অংশগ্রহণ করুন। আবেদন প্রক্রিয়া, আবেদন যোগ্যতা ও আবেদন পদ্ধতির বিস্তারিত তুলে ধরা হল আজকের এই প্রতিবেদনে।

ভ্যাকেন্সি ডিটেলস ও শূন্যপদে বিবরণী (WB Job Update 2024)

Advertisement No.———
নিয়োগকারী সংস্থাOffice of the District Magistrate Paschim Medinipur, Social Welfare Section
মোট শূন্যপদofficial Notification দেখুন
আবেদনের শেষ তারিখ29.02.2024

সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলার ডিএম অফিস-এর সমাজ কল্যাণ দফতরের তরফে নয়া চাকরির বিজ্ঞপ্তি (WB Job Update) জারি হয়েছে। নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট দপ্তরে রয়েছে কর্মখালি। এখানে ‘কেস ওয়ার্কার’ পদে কর্মী নিয়োগ হবে। যে সকল প্রার্থীরা আবেদন জানাতে ইচ্ছুক, তাঁদের কী কী যোগ্যতা লাগবে? আবেদন প্রক্রিয়া কিভাবে চলবে? আসুন সে বিষয়ে জেনে নেওয়া যাক।

DM Office Group-C Recruitment-এর জন্য শিক্ষাগত যোগ্যতা

যে সকল প্রার্থীরা ডিএম অফিসের নতুন নিয়োগ (WB DM Office Recruitment) প্রক্রিয়ায় চাকরির জন্য আবেদন জানাতে চান, তাঁরা আবেদনের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নতুন নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন এমন প্রার্থীরা স্নাতক উত্তীর্ণ তথা গ্র্যাজুয়েশন পাশ। এছাড়া প্রার্থীদের কম্পিউটারে কাজ করার যোগ্যতা থাকতে হবে।

বয়সসীমা ও বেতন (WB Job Update Notification)

বয়সসীমা: যে সকল প্রার্থীরা ডিএম অফিসের এই নতুন নিয়োগে আবেদন জানাতে চান, তাঁরা অবশ্যই বয়সসীমা সম্পর্কে জেনে নিন। নোটিফিকেশনে বলা হয়েছে, আবেদনরত প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে। আবেদন প্রক্রিয়ায় বয়সসীমাকে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হবে।

বেতন: যে সকল প্রার্থীরা ডিএম অফিসের নিয়োগে (WB DM Office Group C Recruitment) যোগ্য বলে বিবেচিত হবেন ও শূন্যপদে নিয়োগ পাবেন তাঁদের প্রতিমাসের বেতন হবে যথেষ্ট ভালো। নয়া বিজ্ঞপ্তি থেকে বলা যায়, প্রার্থীদের প্রতিমাসের বেতন হবে ১৫ হাজার টাকা।

আবেদন জানাবেন কিভাবে জানুন

  • A) পশ্চিম মেদিনীপুর জেলার ডিএম অফিসের নিয়োগে (WB Job Update) আবেদন জানাতে হলে প্রার্থীকে প্রথমে জেলার অফিসিয়াল নোটিফিকেশনটি ওপেন করতে হবে।
  • (B) এরপর নোটিফিকেশনের সঙ্গে যুক্ত থাকা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে তাকে A4 কাগজে প্রিন্ট করে নিতে হবে।
  • (C) তারপর অ্যাপ্লিকেশন ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি সেলফ অ্যাটেস্টেড করে, যুক্ত করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদনের সময়সীমা: এই নিয়োগের আবেদন জানানো যাবে আগামী ২৯ ফেব্রুয়ারি ২০২৪-এর মধ্যে। নির্দিষ্ট সময়ের পর কোনো অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবেনা। প্রার্থীরা অবশ্যই উল্লিখিত সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন জমা দেবেন। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি পড়ে নিন।

DM Office Recruitment 2024 -এর জন্য গুরুত্বপূর্ন লিঙ্ক

Official WebsiteClick
Official notification (PDF File)Download
আরও চাকরির খবরClick

Related Articles

Back to top button