Advertisement
চাকরির আপডেট

WB Health Recruitment 2024- রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কাজের সুযোগ! প্রতিমাসে বেতন ৬০ হাজার টাকা

WB Health Recruitment 2024- পশ্চিমবঙ্গের যুবক-যুবতীদের জন্য দারুণ খুশির খবর। অতি সম্প্রতি বাংলায় নতুন একটি চাকরির (WB New Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ হল। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে রয়েছে কাজের সুযোগ। একের বেশি বিভাগে কর্মী নিয়োগ হবে এখানে। প্রতিমাসে উচ্চ বেতনের চাকরি। কী কী যোগ্যতা থাকতে হবে প্রার্থীদের, আগ্রহীরা কবে পর্যন্ত আবেদন জানাতে পারবেন? মূলত কোন কোন পদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া? বিস্তারিত জেনে নিন সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে।

WB Health Recruitment 2024 (Vacancy Details)

Advertisement No.Memo No-DHFWS/RPH/DPMU/548
নিয়োগকারী সংস্থাCMOH Secretary DH&FWS, Rampurhat HD
মোট শূন্যপদOfficial Notification দেখুন
আবেদনের শেষ তারিখ06.03.2024

ভ্যাকেন্সি ডিটেলস: সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে। কর্মী নিয়োগ কর্মসূচি শুরু হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে। যে পদে নিয়োগ করা হবে সেগুলি হল- ১) মেডিকেল অফিসার ও ২) স্পেশালিস্ট। এই দুটি পদের জন্য নিয়োগ চলছে। দুটি পদেই চুক্তিভিত্তিক নিয়োগ হবে। আবেদনকারী হতে পারেন রাজ্যের যে কোনো জেলার চাকরিপ্রার্থী। তবে তাঁর বিশেষ কিছু পারদর্শিতা থাকতে হবে। আসুন জেনে নিই।

আরও পড়ুন – Central Bank Recruitment – সেন্ট্রাল ব্যাঙ্কে তিন হাজার শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ, প্রতিমাসে বেতন ১৫ হাজার টাকা

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

যে সকল আগ্রহীরা সংশ্লিষ্ট নিয়োগে চাকরির জন্য আবেদন জানাতে চান, তাঁরা আবেদনের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। নোটিফিকেশনে বলা হয়েছে নিয়োগের আবেদনরত প্রার্থীদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস পাশ করে থাকতে হবে। এর পাশাপাশি, উক্ত ব্যক্তির ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের অধীনে নাম থাকতে হবে।

বয়সসীমা

যে সকল আগ্রহীরা নিয়োগ (WB Health Recruitment 2024) প্রক্রিয়ায় আবেদন জানাতে চান, তাঁরা অবশ্যই বয়সসীমা সম্পর্কে জেনে নিন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেডিকেল অফিসার ও স্পেশালিস্ট পদের জন্য যে সকল প্রার্থীরা আবেদন জানাতে ইচ্ছুক তাঁদের বয়স হতে হবে সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৬৭ বছরের মধ্যে। আপনার বয়স যদি এর অন্তর্গত হয়, তবে আপনিও এই নিয়োগে অংশ নিতে পারেন।

আরও পড়ুন – কোনো পরীক্ষা ছাড়াই জল দপ্তরে নিয়োগ। প্রতিমাসে বেতন ১১,০০০ টাকা, WB Water Department Recruitment

মাসিক বেতন

যে সকল আগ্রহী প্রার্থীরা সংশ্লিষ্ট WB Health Recruitment প্রক্রিয়ায় উল্লিখিত শূণ্যপদের জন্য যোগ্য বলে নির্বাচিত হবেন এবং নিয়োগ পাবেন তাঁদের প্রতিমাসের বেতন হবে যথেষ্ট ভালো। মেডিকেল অফিসার পদে যাঁরা নিয়োগ পাবেন, তাঁদের প্রতিমাসে ৬০ হাজার টাকার বেতন দেওয়া হবে। আর স্পেশালিস্ট পদে যাঁরা চাকরি পাবেন, তাঁদের প্রতিদিন তিন হাজার টাকা করে বেতন দেওয়া হবে।

How to Apply WB Health Recruitment 2024

এখানে কোনো আবেদন জানানোর প্রয়োজন নেই। সরাসরি আবেদনপত্রটি ফিল আপ করে তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট একত্রিত করে ফর্ম ও ডকুমেন্ট নিয়ে ইন্টারভিউর দিন যথাস্থানে চলে আসুন।

ইন্টারভিউর সময়সীমা

নিয়োগ ইন্টারভিউটি আয়োজিত হবে আগামী ৬ মার্চ, ২০২৪ তারিখ। উক্তদিনে সকাল ১০টা ৩০ মিনিটের মধ্যে ইন্টারভিউ দিতে যথাস্থানে চলে আসুন। ইন্টারভিউর বিস্তারিত বিবরণী পাবেন অফিসিয়াল ওয়েবসাইটে।

আবেদনের বিজ্ঞপ্তি – Download
Official Website – https://birbhum.gov.in/

Probir Biswas

আমি গত চার বছর ধরে সকালের বার্তা ডিজিটাল নিউজ মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত আছি। আমি মুলত যেকোনো ধরণের জেনারেল নিউজ যেমন সরকারি চাকরির আপডেট, স্কলারশিপ, সরকারি প্রকল্প, অর্থনৈতিক, টেকনোলজি ইত্যাদি বিষয়ে লেখায় পারদর্শী।

Related Articles

Back to top button