Advertisement

Madhyamik Result 2024 Date – মে মাসের এই দিন মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট! জানালেন পর্ষদ সভাপতি

Madhyamik Result 2024 Date – পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2024) ফলপ্রকাশের তারিখ ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এপ্রিল মাস কাটতেই রেজাল্ট আউট হবে মাধ্যমিকের (Madhyamik Exam 2024) প্রথম থেকেই মাধ্যমিক নিয়ে পর্ষদ অনেক বেশি সচেতন ছিল। তারই নমুনা দেখা যাচ্ছে রেজাল্টের ক্ষেত্রেও। দ্রুত ফলপ্রকাশ করে একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া শুরু করা হবে।

পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষা সকল ছাত্র-ছাত্রী দের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পরীক্ষা শুরু থেকে তার রেজাল্ট প্রকাশ, চিন্তার মধ্যে থাকেন রাজ্যের পরীক্ষার্থীরা। কিছুদিন আগেই পর্ষদের তরফে জানানো হয়েছিল, মাধ্যমিকের খাতা দেখা প্রায় শেষ। অল্প কয়েকদিনের মধ্যেই ফলপ্রকাশ হবে অন্যতম গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষাটির। শুধু তাই নয়, রেজাল্ট ছাপানো থেকেই নম্বর আপলোড, গোটা প্রক্রিয়াটি প্রায় সম্পন্ন করে রাজ্য সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় ছিল‌ মধ্যশিক্ষা পর্ষদ।

WB Madhyamik Result 2024 Date and Time

এদিকে, রাজ্যে লোকসভা ভোট চলায়, খানিকটা চিন্তা আঁকড়ে ধরেছিল পরীক্ষার্থীদের। ভোটের মধ্যে আদৌ মাধ্যমিকের ফলপ্রকাশ হবে নাকি, তা নিয়ে চিন্তায় ছিলেন তাঁরা। যদিও পর্ষদ সংশ্লিষ্ট বিষয়ে আশ্বাস দিয়েছিল যে, নির্বাচন কখনোই মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পথে অন্তরায় হয়ে দাঁড়াবে না। কিছুদিন আগেই জানা গিয়েছিল সম্ভাব্য তারিখ। এবার চূড়ান্ত তারিখ জানা গেল আগামী ২ রা মে।

মে মাসের ২ তারিখ সকাল ৯ঃ৪৫ মিনিটে ফল ঘোষণা করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সকাল ১০ টা থেকে পর্ষদের ওয়েবসাইটে নিজেদের রেজাল্ট চেক করে নিতে পারবেন। ফলপ্রকাশের দিনেই রেজাল্ট হাতে পাবেন পরীক্ষার্থীরা। অনলাইনে রেজাল্ট চেক করতে হলে দুটি ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। সেগুলি হল-(wbbse.wb.gov.in) এবং (wbresults.nic.in)। এছাড়া মেসেজের মাধ্যমেও ফলাফল চেক করা যাবে।

প্রসঙ্গত, চলতি বছরের ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা ২০২৪। পরীক্ষা শেষ হয় ফেব্রুয়ারির ১২ তারিখে। প্রতিবছরের নিয়ম মেনে পরীক্ষা শেষের তিন মাসের মাথায় রেজাল্ট ঘোষণা করছে পর্ষদ। মাধ্যমিক পরীক্ষার পরই উচ্চ মাধ্যমিকের (HS Result 2024) ফল প্রকাশ হবে। খবর পাওয়া যাচ্ছে, মে মাসের ৮ তারিখে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। অর্থাৎ মে মাসের মধ্যেই দুটি গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষার ফল প্রকাশ হয়ে যাবে।

Related Articles

Back to top button