Tata Steel Recruitment – টাটা স্টিল (Tata Steel) ভারতবর্ষের খ্যাতনামা একটি কোম্পানি। এই সংস্থায় কাজ করার স্বপ্ন থাকে চাকরিপ্রার্থী যুবক-যুবতীদের। আপনিও যদি তেমনি স্বপ্ন দেখে থাকেন, তবে এই প্রতিবেদন আপনার জন্য। কারণ, টাটা স্টিলের তরফে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে (Tata Steel Recruitment 2024)। নিয়োগ প্রক্রিয়ায় সফল ক্যান্ডিডেটরা প্রতি মাসে উচ্চ বেতন পাবেন। আবেদন জানাতে পারবেন, পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা। নিয়োগ সংক্রান্ত বিবরণী জানতে অবশ্যই পড়ে নিন সম্পূর্ণ প্রতিবেদন। চাকরিপ্রার্থীদের জন্য ডিটেলসে আলোচনা করা হলো।
Tata Steel Recruitment 2024 | টাটা স্টিলে কর্মী নিয়োগ ২০২৪
টাটা স্টিলের তরফে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে বিজ্ঞপ্তিতে (Ref. No. TAG/46/2024 dated 30.04.2024) উল্লেখ করা হয়েছে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে। জুনিয়র ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ হবে সংস্থায়। এটি একটি স্থায়ী চাকরি বা পার্মানেন্ট পদের চাকরি। কলিঙ্গনগরের টাটা স্টিল লিমিটেডে চাকরি দেওয়া হবে। পদের পরিচয় ‘Junior Engineer -1 (TSK D1 Grade)’। যারা আবেদন জানাতে ইচ্ছুক, তাদের কিছু যোগ্যতা জেনে নেওয়া জরুরি।
শিক্ষাগত যোগ্যতা
এই নিয়োগ প্রক্রিয়ায় শিক্ষাগত যোগ্যতায় জোর দেওয়া হচ্ছে। নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে অগ্রাধিকার দেওয়া হবে সেই সকল প্রার্থীদের যারা AICTE/UGC অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিন বছরের জন্য ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা করেছেন, অথবা, ইলেকট্রনিক্স/মাইক্রো ইলেকট্রনিক্স ফিল্ডে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছেন।
বয়সসীমা ও বেতন কাঠামো
এখানে আবেদনরত প্রার্থীদের ১ মে, ১৯৮৪ থেকে ১ মে, ২০০৬ সালের মধ্যে জন্মগ্রহণ করে থাকতে হবে। তবে সেই প্রার্থী অগ্রাধিকার পাবেন।
বেতন কাঠামো – টাটা স্টিলের নতুন নিয়োগ প্রক্রিয়ার যারা যোগ্য বলে বিবেচিত হবেন, তাদের প্রতিমাসে উচ্চহারে বেতন দেওয়া হবে। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসিক ১৭,৫৩০ টাকা।
আবেদন জানাবেন কিভাবে
এখানে আবেদন প্রক্রিয়া চলবে অনলাইন মাধ্যমে। কিভাবে আবেদন জানাবেন স্টেপ বাই স্টেপ জেনে নিন।
১) প্রথম ধাপ: আবেদন জানাতে হলে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
২) দ্বিতীয় ধাপ: এরপর সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে ‘অ্যাপ্লাই নাও’ অপশনে ক্লিক করে আবেদনপত্রটি ওপেন করে নিতে হবে।
৩) তৃতীয় ধাপ: এরপর আবেদনপত্রটি সুনির্দিষ্ট তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করে নিন। দেখবেন কোনো তথ্য যেন ভুল না দেওয়া হয়।
৪) চতুর্থ ধাপ: এরপর, আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করতে হবে। তারপর আবেদন ফি (যদি থাকে) সেটি জমা দিয়ে সংশ্লিষ্ট ওয়েবসাইটে অ্যাপ্লিকেশনটি জমা করে দিতে হবে।
আবেদনের সময়সীমা
যারা এই নিয়োগে আবেদন জানাতে ইচ্ছুক, তারা আগামী ২০ মে এর মধ্যে নিজেদের অ্যাপ্লিকেশন জমা করবেন। সময়সীমার মধ্যে আবেদন জমা না দেওয়া হলে আবেদন কিন্তু গ্রহণ করা হবে না। বিস্তারিত জানতে নজর রাখুন অফিসিয়াল সাইটে।
নিয়োগ প্রক্রিয়া
টাটা স্টিলের উল্লিখিত পদের জন্য যোগ্য প্রার্থী বেছে নেওয়া হবে নির্দিষ্ট নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য উল্লেখ রয়েছে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে।
Offcial Notification for Tata Steel Recruitment 2024 – Download PDF
Tata Steel Offcial Website – Click Here