ICDS Recruitment – লোকসভায় ভোট মিটলেই দারুণ সুখবর পাবেন পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরা। রাজ্য জুড়ে শুরু হবে নিয়োগ। ইতোমধ্যে সারা দেশ জুড়ে চলছে ভোটের মহড়া। আগামী ৪ ঠা জুন লোকসভা ভোটের ফল। দিল্লির সিংহাসনে কে বসবেন তা নিয়ে টক্কর পাল্টা টক্কর চলছে। সবাই অপেক্ষায় আছেন লোকসভা ভোটের ফল প্রকাশের। এরই মধ্যে শোনা যাচ্ছে নতুন খবর। রাজ্য জুড়ে শুরু হতে চলেছে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ। আগামী ১০ জুন নির্বাচন কমিশনের তরফে আদর্শ আচরন বিধি প্রত্যাহার করা হবে। তারপরেই রাজ্য জুড়ে শুরু হবে নতুন একগুচ্ছ শূন্যপদে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ।
রাজ্য জুড়ে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে কর্মী নিয়োগ! (ICDS New Recruitment 2024)
পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামাঞ্চলগুলিতে ছড়িয়ে থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলির জন্য নতুন করে নিয়োগ করা হবে সুপারভাইজার। এবছর বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ হবে বলে খবর। আবেদন জানাতে পারবেন চাকরিপ্রার্থীরা। জেলায় জেলায় নতুন শূন্যপদে কর্মী নিয়োগের ঘোষণায় মুখে হাসি ফুটবে চাকরিপ্রার্থীদের। খবর মিলছে লোকসভা ভোটের পরেই শুরু হবে আইসিডিএস নিয়োগের তোড়জোড়। তবে যে সমস্ত জেলায় অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ হবে, সেই সকল জেলার প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
মোট কত শূন্যপদে চলবে এই নিয়োগ প্রক্রিয়া?
আপাতত যা খবর মিলছে, পশ্চিমবঙ্গের জেলায় জেলায় নতুন শূন্যপদে নিয়োগ হবে। সব মিলিয়ে মোট ১৩ হাজার, ২২৫ জন প্রার্থী এখানে নিয়োগ পাবেন বলে জানা যাচ্ছে। অতএব বোঝাই যায় বিরাট ভ্যাকেন্সিতে এবারের আইসিডিএস নিয়োগ হতে চলেছে (ICDS Recruitment 2024)। এই চাকরিতে আবেদনের জন্য আবেদন যোগ্যতা কি হতে হবে, শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কি প্রয়োজন, আসুন সে বিষয়ে জেনে নেওয়া যাক।
অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগের আবেদন যোগ্যতা
যারা অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদের জন্য আবেদন জানাতে চাইছেন, তাদের শিক্ষাগত যোগ্যতা হবে উচ্চ মাধ্যমিক পাশ। প্রার্থীদের বয়স হতে হবে ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪২ বছরের মধ্যে। এখানে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী চাকরি পাবেন। এছাড়া আবেদন যোগ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন অফিশিয়াল ওয়েবসাইটে।
অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদের জন্য আবেদন জানানো যাবে কিভাবে?
- পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পাবে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে।
- তারপর সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদনপত্র জমা করা যাবে। আবেদনপত্র ফিল আপ করে অনলাইনে জমা দেবেন। পাশাপাশি,
- প্রয়োজনীয় ডকুমেন্ট অনলাইনে সাবমিট করতে হবে। আপাতত বিজ্ঞপ্তি প্রকাশের অপেক্ষায় রয়েছেন সবাই। বিজ্ঞপ্তি প্রকাশ পেলে সমস্ত বিষয়ে খোলসা হবে।