Volunteer Recruitment 2024 – পশ্চিমবঙ্গের মাধ্যমিক পাশ চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। রাজ্যে বিপুল শূন্যপদে ভলেন্টিয়ার নিয়োগ (Volunteer Recruitment 2024) শুরু হল। আবেদন জানাতে পারবেন সারা রাজ্যের সব প্রান্তের চাকরিপ্রার্থী তরুণ তরুণীরা। সবার জন্য এটি একটি দারুন সুযোগ। রাজ্যে ভলেন্টিয়ার নিয়োগের (Volunteer Recruitment 2024) ভ্যাকেন্সি ডিটেলস, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা আবেদন প্রক্রিয়া ও নিয়োগের তথ্য সম্পর্কে সব তথ্য তুলে ধরা হলো এই প্রতিবেদনে। প্রার্থীরা অবশ্যই গোটা প্রতিবেদনটি মন দিয়ে পড়ে নেবেন।
WB Volunteer Recruitment 2024 (রাজ্যে প্রচুর শূন্যপদে ভলেন্টিয়ার নিয়োগ ২০২৪)
সম্প্রতি পশ্চিমবঙ্গে জেলা লেভেলে অফিস অফ দা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির তরফে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, রাজ্যে বিপুল শূন্যপদে প্যারা লিগাল ভলেন্টিয়ার (PLV) নিয়োগ হবে। আর এই পদের জন্য আগ্রহী প্রার্থীরা যেন
তাঁদের আবেদন জমা করেন।
শিক্ষাগত যোগ্যতা
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যারা এই নিয়োগে আবেদন জানাতে ইচ্ছুক, তাঁদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। অর্থাৎ মাধ্যমিক পাশ ক্যান্ডিডেটরা অবশ্যই এই পদে নিজেদের আবেদন জমা করতে পারবেন।
বয়স সীমা
অফিসিয়াল নোটিফিকেশনে বলা হয়েছে, যারা এই পদের জন্য আবেদন জানাতে ইচ্ছুক, তাঁদের বয়স হতে হবে অন্ততপক্ষে ১৮ বছর। বিজ্ঞপ্তিতে কোনো সর্বোচ্চ বয়স উল্লেখ করা হয়নি। অর্থাৎ ১৮ বছর বা তার চেয়ে বেশি বয়সী যেকোনো প্রার্থী সংশ্লিষ্ট পদের জন্য আবেদন জমা করতে পারবেন।
বেতন কাঠামো – এই নিয়োগে যারা নিযুক্ত হবেন তাদের দৈনিক ভিত্তিতে পারিশ্রমিক প্রদান করা হবে। অর্থাৎ যেদিন কাজ করা হবে, সেইদিন প্রার্থীকে ৫০০ টাকার পারিশ্রমিক প্রদান করা হবে। এমনটাই উল্লেখ করা হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনে।
আবেদন জানাবেন কিভাবে
এই নিয়োগে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগ হবে। সুতরাং আলাদা করে আবেদন জানানোর দরকার নেই। তবে প্রার্থীদের যেটা করতে হবে, তা হল নিজের সমস্ত তথ্য এক জোট করে বায়োডাটা বানিয়ে নিতে হবে। বায়োডাটায় নিজের সমস্ত তথ্য যেমন উল্লেখ করবেন, ঠিক তেমনভাবেই নিজের প্রয়োজনীয় নথিগুলি যুক্ত করবেন। তারপর ডকুমেন্ট এবং বায়োডাটা নিয়ে চলে আসবেন ইন্টারভিউ দিতে। ইন্টারভিউটি কোথায় হবে এবং কখন হবে সে বিষয়ে তথ্য পেয়ে যাবেন অফিসিয়াল নোটিফিকেশনে।
ইন্টারভিউ
আগ্রহী প্রার্থীরা জেনে নিন, এই নিয়োগ ইন্টারভিউ আয়োজিত হবে আগামী ৪ জুন ২০২৪ তারিখে বেলা ১১ টা নাগাদ। নিজেদের বায়োডাটা এবং অ্যাপ্লিকেশন ফর্ম সঙ্গে নিয়ে ইন্টারভিউর স্থানে চলে আসবেন। ইন্টারভিউ সম্পর্কে সমস্ত তথ্য জানতে অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন।
WB Volunteer Recruitment Official Notification – Download
Official Website – Click Here