Advertisement
চাকরির আপডেট

BECIL Recruitment 2024 – মাধ্যমিক পাশ যোগ্যতায় বিপুল শূন্যপদে MTS, DEO নিয়োগ।

BECIL Recruitment 2024 – চাকরিপ্রার্থীদের জন্য একটি দারুন খবর। প্রচুর শূন্যপদে মাল্টি টাস্কিং স্টাফ (MTS) ও ডেটা এন্ট্রি অপারেটর (DEO) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে (MTS & DEO Recruitment 2024)। নূন্যতম যোগ্যতা থাকলেই এই নিয়োগে আবেদন জানানো যাবে। আপনি যদি স্কুল স্তর পাশ করে থাকেন, তাহলেই ভালো বেতনের চাকরির হাতছানি রয়েছে আপনার জন্য। এই প্রতিবেদনে রইলো সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য। আসুন তবে এই চাকরি সম্পর্কে ডিটেলসে জেনে নেওয়া যাক।

MTS & DEO BECIL Recruitment 2024-এর ভ্যাকেন্সি ডিটেলস

সম্প্রতি BECIL সংস্থার তরফে একটি নয়া নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংস্থা ডেটা এন্ট্রি অপারেটর এবং মাল্টি টাস্কিং স্টাফ পদে কর্মী নিয়োগ করবে। এর মধ্যে MTS পদের জন্য রয়েছে মোট ১৪৫ টি শূন্যপদ। আর DEO পদের জন্য রয়েছে ১০০ টি শূন্যপদ। এই দুই ধরনের পদে কোন কোন যোগ্যতা লাগবে, কিভাবে‌ জমা করতে হবে আবেদন, সবটাই তুলে ধরা হলো এই প্রতিবেদনের মাধ্যমে।

(A) মাল্টি টাস্কিং স্টাফ (MTS)

প্রথমেই আমরা আলোচনা করব MTS পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, বেতন সংক্রান্ত বিষয়। যে সকল প্রার্থী ভাবছেন মাল্টি টাস্কিং স্টাফ পদে আবেদন জমা করবেন, তাঁরা গোটা বিষয়টি মন দিয়ে পড়ে নিন।

শিক্ষাগত যোগ্যতা – এই পদের জন্য আবেদন জানানো ব্যক্তিদের কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। মাধ্যমিক পাশ যোগ্যতায় এই পদের জন্য আবেদন জানানো যাবে।
মাসিক বেতন – যে সকল প্রার্থী এই পদের জন্য নিযুক্ত হবেন, তাঁরা প্রতিমাসে বেতন পাবেন ১৮,৪৮৬ টাকা। এছাড়াও বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হতে পারে।

(B) ডেটা এন্ট্রি অপারেটর (DEO)

শিক্ষাগত যোগ্যতা – যে সকল প্রার্থী এই পদের জন্য আবেদন জানাতে চান, তাঁদের কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। পাশাপাশি প্রার্থীকে কম্পিউটারের কাজ জানা হতে হবে। টাইপিং-এর দক্ষতা থাকতে হবে।
মাসিক বেতন – যে সকল প্রার্থী এই পদের জন্য নিযুক্ত হবেন তাঁরা প্রতিমাসে বেতন পাবেন ২২,৫১৬ /- টাকা। এর পাশাপাশি থাকছে বেশ কিছু সুযোগ সুবিধা।

আবেদন জানানোর প্রক্রিয়া

  1. এবার আসা যাক আবেদন প্রক্রিয়ায়। কিভাবে আবেদন জানাবেন, আসুন জেনে নেওয়া যাক। যে সকল প্রার্থী এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের ভিজিট করতে হবে BECIL সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে।
  2. এরপর সেখানে রেজিস্ট্রেশন সেরে নিতে হবে। অনলাইনে যাবতীয় তথ্য দিয়ে আবেদন পত্রটি সঠিকভাবে ফিল আপ করবেন।
  3. তারপর প্রয়োজনীয় ডকুমেন্টের সঙ্গে যুক্ত করে সাবমিট করে দেবেন। আর হ্যাঁ, সাবমিট করার পর আবেদনপত্রের একটি কপি অবশ্যই নিজের কাছে রেখে দেবেন।

আবেদনের সময়সীমা

যে সকল প্রার্থী এখানে আবেদন জানাতে ইচ্ছুক, তাঁদের আবেদনের সময়সীমার দিকে খেয়াল রাখতে হবে। আগ্রহীরা জেনে নিন, আগামী ১২ জুন ২০২৪ তারিখের মধ্যে আপনাদের এপ্লিকেশন জমা করা বাধ্যতামূলক। বিস্তারিত জানতে ভিজিট করুন সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে।

BECIL Recruitment 2024 Official Notification – Download
Official Website – Click Here

Probir Biswas

আমি গত চার বছর ধরে সকালের বার্তা ডিজিটাল নিউজ মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত আছি। আমি মুলত যেকোনো ধরণের জেনারেল নিউজ যেমন সরকারি চাকরির আপডেট, স্কলারশিপ, সরকারি প্রকল্প, অর্থনৈতিক, টেকনোলজি ইত্যাদি বিষয়ে লেখায় পারদর্শী।

Related Articles

Back to top button