Advertisement
Education

WBPSC Clerkship Exam : ক্লার্কশিপ পরীক্ষা নিয়ে বড় আপডেট। কবে হবে পরীক্ষা? পাবলিক সার্ভিস কমিশন কি বলছে?

পশ্চিমবঙ্গের ক্লার্কশিপ পরীক্ষা নিয়ে জটিলতা চলছে বিস্তর (WBPSC Clerkship Exam)। বহু চাকরিপ্রার্থী অপেক্ষায় আছেন কবে পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ পরীক্ষার আয়োজন করবে (WBPSC Clerkship Exam)। বর্তমানে যদিও অনেকটাই দেরি হয়ে গেছে, তাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন চাকরিপ্রার্থীরা। কবে পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা নেবে, তার অপেক্ষায় চেয়ে আছেন সকলেই। এমতবস্থায় পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) ঠিক কী জানাচ্ছে, আসুন সে বিষয়ে জেনে নেওয়া যাক।

WBPSC Clerkship Examination 2024

গত বছরের ডিসেম্বর মাসে ক্লার্কশিপ পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন। ক্লার্কশিপ পরীক্ষার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয় গত বছর অর্থাৎ ২০২৩ সালের ৮ ডিসেম্বর তারিখ ২৯ ডিসেম্বর তারিখের মধ্যে। তারপর থেকে দীর্ঘ সময় ধরে ক্লার্কশিপ পরীক্ষার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছিলেন সমস্ত পরীক্ষার্থীরা। পরীক্ষা কবে হবে সেই নিয়ে দ্বন্দ্ব ছিল পরীক্ষার্থীদের মধ্যে। তবে এবার অপেক্ষার অবসান হলো।

রাজ্য পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়ালি ঘোষণা করল ক্লার্কশিপ পরীক্ষার দিনক্ষণ। আসলে ক্লার্কশিপ পরীক্ষা হওয়ার কথা ছিল অনেকদিন আগেই কিন্তু মাঝে লোকসভা নির্বাচন পড়ে যাওয়ায় পরীক্ষার দিনক্ষণ কার্যত পিছিয়ে গেল। নির্ধারিত সময়ের অনেকটা পরেই আয়োজিত হবে ক্লার্কশিপ পরীক্ষা। তবে এটিও পরীক্ষার্থীদের কাছে কম সুখবর নয়।

WBPSC ক্লার্কশিপ পরীক্ষা হবে কবে?

গত সোমবার বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)। আর সেই বিজ্ঞপ্তিতে পরীক্ষার সম্ভাব্য তারিখটি ঘোষণা করা হয়েছে। ক্লার্কশিপ পরীক্ষার সাথে কমিশন ঘোষণা করেছে মিসলেনিয়াস, ডব্লুবিসিএস-সহ আরো বেশ কিছু পরীক্ষার তারিখ। প্রকাশিত তথ্য থেকে জানা যাচ্ছে রাজ্যের ক্লার্কশিপ পরীক্ষার জন্য ইতোমধ্যে নিজ আবেদন জমা করেছেন রাজ্যের প্রায় ৭ লক্ষ ১৪ হাজার ৪১৩ জন পরীক্ষার্থী। লোকসভা নির্বাচনের কারণে পরীক্ষাটি পিছিয়ে গিয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

কত তারিখে ক্লার্কশিপ পরীক্ষা হবে?

সম্প্রতি পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক জারি হওয়া বিজ্ঞপ্তি অনুসারে বলা যায়, আগামী ১৬ নভেম্বর ও ১৭ নভেম্বর ২০২৪ ক্লার্কশিপ পরীক্ষাটি আয়োজিত হবে। পরীক্ষা হবে শনি ও রবিবার (WBPSC Clerkship Exam Date 2024) মোট দুই দিন ধরে হবে পরীক্ষা। দীর্ঘদিন ধরেই রাজ্যের চাকরির প্রার্থীদের চিন্তা ছিল পরীক্ষাটিকে কেন্দ্র করে।তবে এবার তাঁরা স্বস্তির খবর পেলেন।

Probir Biswas

আমি গত চার বছর ধরে সকালের বার্তা ডিজিটাল নিউজ মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত আছি। আমি মুলত যেকোনো ধরণের জেনারেল নিউজ যেমন সরকারি চাকরির আপডেট, স্কলারশিপ, সরকারি প্রকল্প, অর্থনৈতিক, টেকনোলজি ইত্যাদি বিষয়ে লেখায় পারদর্শী।

Related Articles

Back to top button