Advertisement

SBI : বড়সড় পদক্ষেপটি নিতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া! গ্রাহকরা পাবেন প্রচুর সুবিধা

ভারতের বৃহত্তম রাষ্ট্রয়াত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সারা দেশে এই ব্যাংকের গ্রাহক সংখ্যা নেহাত কম নয়। বছরের বিভিন্ন সময় SBI তার গ্রাহকদের জন্য একাধিক পদক্ষেপ নিয়ে থাকে। চলতি বছরের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। ২০২৪ অর্থবর্ষে গ্রাহকদের সুবিধা করতে অতি সম্প্রতি একটি নতুন ঘোষণা করল ভারতীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এই পদক্ষেপ চালু হলে অতি সহজেই ব্যাংকের সমস্ত কাজ সারা যাবে। এখন গ্রাহকদের মনে প্রশ্ন জাগছে, স্টেট ব্যাঙ্ক (SBI) নতুন কি পদক্ষেপ নিল? এই পদক্ষেপের ফলে কিভাবে এবং কি কি সুবিধা পাবেন ব্যাংকের গ্রাহকরা (SBI)। আজকের প্রতিবেদনে সেই বিষয় বিস্তারিত জানা যাক।

২০২৪ অর্ধবর্ষে স্টেট ব্যাংকের (SBI) নতুন পদক্ষেপ!

গত ২০২৩-২৪ অর্থবর্ষের নেট মুনাফার ফলাফল সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সেই হিসাব থেকে জানা যায়, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর জেনারেল ইন্সুরেন্সের নেট লাভ বেড়েছে ৩.০৪ শতাংশ। যার মোট পরিমাণ দাঁড়ায় ২৪০ কোটি টাকা। শুধু তাই নয়, সূত্রের খবর গত অর্থবর্ষ শেষ হওয়ার পরেই SBI-তে মোট ৪৮৯.৬৭ কোটির অতিরিক্ত মূলধন বিনিয়োগ করেছে জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডে।

স্টেট ব্যাংকের লাভ যেরকম হয়েছে সেরকম কিছু ভাবনাচিন্তার জায়গাও থাকছে। এক পরিসংখ্যান বলছে, ব্যাঙ্কের অংশীদারিত্ব নিম্নমুখী হয়েছে। যা ৬৯.৯৫ শতাংশ থেকে ৬৯.১১ শতাংশে কমেছে। আর সব দিক চিন্তা ভাবনা করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরও বড় একটি পদক্ষেপের পথে। এই পদক্ষেপ দেশের সর্বস্তরের মানুষের জন্য উপকারী হবে।

দেশজুড়ে ওপেন হতে চলেছে স্টেট ব্যাংকের একাধিক ব্রাঞ্চ!

সম্প্রতি এসবিআই-এর চেয়ারম্যান দিনেশ কুমার খাড়া একটি বিষয়ের দিকে নির্দেশ করেছেন। তিনি জানান, স্টেট ব্যাঙ্কের ডিজিটাল লেনদেন তুলনায় শাখার বাইরে লেনদেন হয় বেশি। যদি ৮৯ শতাংশ ডিজিটাল লেনদেন হয়, তাহলে শাখার বাইরে লেন দেনের পরিমাণ প্রায় ৯৮ শতাংশ। ফলে চেয়ারম্যান স্টেট ব্যাংকের আরো ব্রাঞ্চ খোলার প্রয়োজনীয়তা দেখছেন।

ভারতের যে সকল জায়গায় স্টেট ব্যাংকের ব্রাঞ্চ খোলার প্রয়োজনীয়তা রয়েছে, সেই সব জায়গায় নতুন করে শাখা ওপেন করা হবে। আর সেই সকল জায়গার খোঁজ চলছে। যার জন্য এক নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লক্ষ্য, ২০২৪ সালে সারা ভারতে ৪০০‌ টি নতুন ব্রাঞ্চ ওপেন করার।‌ আর তাই যদি হয় তবে ২০২৪ সালে দেশে এসবিআই-এর মোট শাখার সংখ্যা দাঁড়াবে ২২ হাজার ৫৪২ টিতে।

Related Articles

Back to top button