Credit Card New Rule- গ্রাহকদের সুবিধার্থে একের পর এক নতুন নিয়ম নিয়ে হাজির হয় আরবিআই। এবারেও গ্রাহকদের পছন্দকেই অগ্রাধিকার দিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India)। প্রশ্ন হচ্ছে গ্রাহকদের কোন পছন্দকে মেনে নিলেন আর বি আই? আসুন দেখে নিই এক নজরে। আমরা কমবেশি সকলেই বর্তমান সময়ের ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকি। যারা ক্রেডিট কার্ডের সুবিধা জানেন না তাঁরা আজকের এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।
ক্রেডিট কার্ড বিনা সুদে লোন নেবার সুবিধা দেয়। ধরা যাক কোন ক্ষেত্রে মোটা অংকের পেমেন্ট করার প্রয়োজনীয়তা রয়েছে, ক্রেডিট কার্ডের মাধ্যমে তৎক্ষণাৎ সেটি করা সম্ভব। ক্রেডিট কার্ড (Credit Card) থেকে এটি একপ্রকার লোন (Lone) নেওয়া বলে। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এটি পরিশোধ করতে হয় এবং সেই নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে পারলে বিনা সুদে আপনি সেই টাকা পরিশোধ করতে পারবেন। তবে নির্দিষ্ট সময় অতিক্রম করলে বেশ কিছু টাকা ফাইন হিসেবে দিতে হয় কারণ যেহেতু আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে তা পরিশোধ করতে পারেননি।
আরও পড়ুন – ব্যাংকে ৩০ হাজারের বেশি জমা করলে বন্ধ হবে ব্যাংক অ্যাকাউন্ট ? এই নিয়ে ঠিক কি জানাল RBI! জানুন
RBI নিয়ম অনুযায়ী Credit Card New Rule কি?
এবার থেকে গ্রাহকরা তাদের পছন্দসই ক্রেডিট কার্ড (Credit Card) বেছে নিতে পারবেন, এমনই সুযোগ সুবিধা দিচ্ছেন আরবিআই (RBI)। এতদিন পর্যন্ত ব্যাংক কিংবা ক্রেডিট কার্ড সরবরাহকারী সংস্থারা গ্রাহকদের তাদের পছন্দমত ক্রেডিট কার্ড দিতেন এবং গ্রাহকদের তা বিনা প্রশ্নে গ্রহণ করতে হতো। এবার থেকে কোন গ্রাহক যদি মনে করেন তিনি রূপে ক্রেডিট কার্ড (Rupay Credit Card) নেবেন সেক্ষেত্রে তাঁকে সেটি দিতে বাধ্য ব্যাংক কিংবা ক্রেডিট কার্ড সংস্থা।
আরও পড়ুন – RBI -এর নির্দেশ, ফাঁকা হতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট! এই অ্যাপগুলি ডিলিট করুন।
অর্থাৎ কোন ব্যাংক বা ক্রেডিট কার্ড সংস্থা যদি ওই গ্রাহককে ভিসা (Visa Credit Card) কিংবা মাস্টার কার্ড (Master Credit Card) সংস্থার ক্রেডিট কার্ড দিতে ইচ্ছুক হন তবে তাঁরা তা দিতে পারবেন না। এককথায় বলা যায় গ্রাহকদের ইচ্ছাকে সর্বপ্রথম প্রাধান্য দেওয়া হল। ক্রেডিট কার্ডের নতুন নিয়মকে (Credit Card New Rule) ঘিরে অনেকের মনেই প্রশ্ন উঠেছে যে সমস্ত নতুন গ্রাহকেরা ক্রেডিট কার্ড নেবেন শুধুমাত্র সেক্ষেত্রেই কি এই নিয়ম (Credit Card New Rule) লাগু থাকবে? নাকি যে সমস্ত পুরাতন ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকেরা রয়েছেন তাঁরাও এই সুবিধা পাবেন? নাকি তাঁরা বঞ্চিত হবেন এই নয়া নিয়মের থেকে।
এ প্রসঙ্গে আর বি আইয়ের তরফ থেকে নতুন Credit Card New Rule-এ জানানো হয়েছে শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্য এই নিয়মগুলো লাগু নয় যে সমস্ত পুরাতন ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকেরা রয়েছেন তাদের পুরাতন ক্রেডিট কার্ড রিনিউ করার সময় তাঁরা এই সুবিধা পাবেন এবং সেই সুবিধা দিতে বাধ্য ব্যাংক কিংবা ক্রেডিট কার্ড সংস্থাগুলি। তাই এক কথায় গ্রাহকরা এই নয়া নিয়মে বেজায় খুশি বলা চলে।