Puja Holidays 2024 – অক্টোবর মাস বাঙ্গালীদের কাছে উৎসবের মরসুম। সামনেই আছে বাঙ্গালীদের সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। দূর্গা পূজার আগেভাগেই বিভিন্ন সরকারি কর্মীদের জন্য রাজ্য সরকার ১৪ দিনের ছুটি ঘোষণা করেছিল। আর এই খবর পাওয়ার সাথে সাথেই সরকারি কর্মীদের মনে আনন্দের আটখানা। কিন্তু হঠাৎ দেখা গেল রাজ্য সরকারকে কর্মীদের ছুটি বাতিল করতে। এমনকি ঘটনা ঘটলো যাতে রাজ্য সরকার বাধ্য হল কর্মীদের ছুটি বাতিল করতে?
Puja holidays 2024 cancelled
দুর্গাপুজো থেকে ভাইফোঁটা রাজ্য সরকারি কর্মীদের ১৪ দিনের ছুটি (Puja Holidays 2024) ঘোষণা করেছিল রাজ্য সরকার এটা ঠিকই। কিন্তু সেই ছুটি সমস্ত রাজ্য সরকারই কর্মীদের জন্য নয়। বিশেষত যারা রাজ্যের জরুরি পরিষেবার অন্তর্গত সরকারি কর্মীচারি তাদের জন্য ছুটি ঘোষণা করেনি সরকার। এই সকল কর্মীদের জন্য রাজ্য সরকার জানিয়েছে যে পূজোর মরশুমে তাদের ছুটি বাতিল করা হয়েছে। জরুরী কাজ ছাড়া তারা এই গোটা অক্টোবর মাসে ছুটি নিতে পারবেন না। পুজোতে অতিরিক্ত ডিউটি করতে হবে।
গোটা অক্টোবর মাসটা জুড়ে বহু অনুষ্ঠান রয়েছে, যেমন দুর্গাপূজো, কালীপুজো, ভাইফোঁটা, ছট পুজো প্রভৃতি। আর এই পুজোগুলোতে বহু মানুষ একসাথে জমায়েত হয়। সেই মানুষজনদের সামলানোর জন্য রয়েছেন রাজ্যের পুলিশ কর্মীরা। সেই জন্য পুলিশদের জরুরী কাজ ছাড়া এই মোরসুমের ছুটি (Puja Holidays 2024) নেওয়া যাবে না
অন্যান্য বারের থেকে এইবারের পুজোর সময় একটা আলাদা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এইবারের আরজি করের ঘটনা প্রতিটি মানুষের মনকে নাড়িয়ে দিয়েছে। বিভিন্ন স্থানে মানুষ খোভে ফেটে পড়েছে। তাই পূজোতে শহর থেকে গ্রামাঞ্চলের ভিড় নিয়ন্ত্রণ, মণ্ডপ পরিদর্শন, বিসর্জনের সময় নিরাপত্তা বজায় রাখার জন্য বিশেষ পুলিশ নিরাপত্তা বাহিনীর মোতায়েনের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কলকাতা পুলিশের নতুন কমিশনার মনোজ বর্মা এই বিষয়ে একাধিকবার বৈঠক করেছেন। মানুষের নিরাপত্তার জন্য রাস্তাঘাটে পুলিশের সংখ্যা বাড়ানো হবে। বিভিন্ন যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করার জন্য ট্রাফিক পুলিশের উপর (Traffic Police) বাড়তি দায়িত্ব আরোপ করা হবে।
দুর্গাপুজো উপলক্ষে সরকারি কর্মীদের ছুটি শুরু হচ্ছে ৭ অক্টোবর, সোমবার থেকে ১৮ অক্টোবর, শুক্রবার পর্যন্ত। তবে এক্ষেত্রে পুলিশ, নিরাপত্তা বাহিনীরা মেডিক্যাল, জরুরী প্রয়োজন ও CL (Casual Leave) ব্যাতিত কোনো ছুটি নিতে পারবেন না।