নিউজ ডেস্কঃ বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp ইউজারদের সুবিধার জন্যে মাঝে মধ্যেই নানা মজাদার ও গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে আসে।2022 সালে এরকমই একটি গুরুত্বপূর্ণ ফিচার”ড্রইং টুল”নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ।WABetaInfo এই বিষয়ে একটি প্রতিবেদন করেছে। আপাতত এটিকে WhatsApp-এর IOS বিটা ভার্সনে স্পট করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী WhatsApp-এর ios বিটা ভার্সন 22.8.0.73-এ এটিকে দেখা যাবে।সংস্থা আপাতত এই ফিচারটি কয়েকটি বিটা টেস্টের জন্য জারি করেছে।বেশিমাত্রায় ইউজারদের জন্য এটি ফিউচার আপডেটে জারি করা হতে পারে।
WhatsApp Drawing Tool ফিচারঃ-
রিপোর্ট অনুযায়ী এতে ৩টি নয়া ড্রইং টুল আনতে পারে৷এর মধ্যে দুটি পেনসিল এবং একটি ব্লার টুল।WABetaInfo এই সংক্রান্ত একটি স্ক্রিনশটও শেয়ার করে জানিয়েছে যে নতুন ড্রইং টুলগুলি শীঘ্রই অ্যান্ড্রয়েড হোয়াটসঅ্যাপ বিটার জন্য প্রকাশিত হতে পারে। ইতিমধ্যেই WhatsApp IOS-এর জন্য উপলব্ধ ছিল ব্লার টুলটি।কিন্তু এর জন্য ইউজাররা যখন নতুন ড্রইং টুল ব্যবহার করবেন তখন ড্রইং এডিটরে দেওয়া হবে নয়া ইন্টারফেস৷ব্লার টুলটিকে বর্তমান জায়গা থেকে সরিয়ে নতুন দুটি পেন্সিলের সঙ্গে স্ক্রিনের নিচে আনা হতে পারে।এছাড়াও হোয়াটসঅ্যাপে দেওয়া যেতে পারে নয়া মিডিয়া ভিজিবিলিটি ফিচার।