Google Pay সহ অন্যান্য ইউপিআই অ্যাপের নতুন নিয়ম, অনলাইন আর্থিক লেনদেনে এবার দিতে হবে এই টাকা!

UPI Payment Rules: আপনি কি অনলাইনে রিচার্জ অথবা বিল পেমেন্ট করেন? তবে এবার আপনার জন্য রয়েছে বড় ধাক্কা। বর্তমানে গুগল পে (Google Pay), ফোনপে, Paytm ইত্যাদি ইউপিআই অ্যাপগুলি অনলাইন লেনদেনকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। কারণ এই অ্যাপগুলিতে একদিকে যেমন আর্থিক লেনদেন নিরাপদে হয়, তেমনি অন্যদিকে কোনো বাড়তি চার্জও দিতে হয় না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

তবে এবার থেকে সেই সুবিধার পথ বন্ধ হতে চলেছে। অনলাইনে রিচার্জ অথবা বিল পেমেন্ট করলে তার জন্য অতিরিক্ত চার্জ কেটে নেবে এই সংস্থাগুলি। এমনটাই জানা গিয়েছে ইকোনমিক টাইমস-এর একটি সাম্প্রতিক প্রতিবেদনে।

UPI Payment-তে কেন বসছে অতিরিক্ত চার্জ?

এতদিন পর্যন্ত ইউপিআই বা কার্ড পেমেন্টে কোনো বাড়তি চার্জ দিতে হত না, কিন্তু এখন থেকে সেই নিয়মে পরিবর্তন আসছে। ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে যদি কেউ বিল পরিশোধ করেন, তাহলে তাকে ০.৫% থেকে ১% পর্যন্ত অতিরিক্ত চার্জ দিতে হবে। পাশাপাশি, এই চার্জের উপর আলাদা করে GST-ও বসবে, ফলে লেনদেনের খরচ আরও বেড়ে যাবে।

একসময় গুগল পে-র মাধ্যমে মোবাইল রিচার্জ বা বিদ্যুৎ বিল পরিশোধ করলে কোনো অতিরিক্ত চার্জ কাটত না। কিন্তু গত এক বছরে মোবাইল রিচার্জের ক্ষেত্রে ৩ টাকা পর্যন্ত প্রসেসিং ফি নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে, ক্রেডিট কার্ডের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধের সময় ১৫ টাকা পর্যন্ত প্রশাসনিক ফি কাটা হচ্ছে।

UPI লেনদেন কি থাকবে বিনামূল্যে?

এখনো পর্যন্ত ইউপিআই ট্রানজেকশনের জন্য কোনো অতিরিক্ত চার্জ নেওয়া হয় না। তবে অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে এই সুবিধাও বদলে যেতে পারে। গবেষণা সংস্থা PWC-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউপিআই লেনদেনের জন্য বিভিন্ন স্টেকহোল্ডারদের ০.২৫% খরচ হয়। তাই বিভিন্ন ফিনটেক কোম্পানি তাদের খরচ সামলাতে নতুন রাজস্ব মডেল নিয়ে ভাবছে, যেখানে এই ব্যয় গ্রাহকদের কাছ থেকেই আদায় করা হতে পারে।

সাধারণ গ্রাহকদের জন্য কতটা চাপ?

এই নতুন চার্জ (UPI Payment Rules) ব্যবস্থা কার্যকর হলে সাধারণ মানুষের ওপর তার প্রভাব যথেষ্ট বড় হবে। বর্তমানে ভারতের কোটি কোটি মানুষ ইউপিআই পেমেন্টকে দ্রুত এবং ঝামেলাবিহীন লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহার করেন। কিন্তু যদি ভবিষ্যতে ইউপিআই লেনদেনেও চার্জ বসানো হয়, তাহলে অনেকেই ক্যাশ লেনদেনের দিকে ফিরে যেতে পারেন।

এখন দেখার বিষয়, সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো এই পরিবর্তনের ব্যাপারে কী সিদ্ধান্ত নেয়। গ্রাহকদের স্বার্থ রক্ষা করেই কি নতুন চার্জিং মডেল আনা হবে, নাকি ডিজিটাল পেমেন্টকে আরও ব্যয়বহুল করে তোলা হবে? সেই প্রশ্নের উত্তর দেবে সময়।

Written by Nabadip Saha