LIC Kanyadan Policy: দেশের প্রান্তিক কিংবা শহরাঞ্চলের মানুষ হোক সকলেই নিজের এবং পরিবারের ভবিষ্যত জীবন সুরক্ষার কথা ভাবেন। ভবিষ্যৎ সুনিশ্চিত এবং নিরাপদ রাখাটাও অত্যন্ত জরুরী। কারণ মানুষের জীবনে দুর্ঘটনা কখনও বলে আসে না। তাই নিজের অথবা পরিবারের বাকি সদস্যদের আর্থিক ভাবে সুরক্ষিত রাখতে বিনিয়োগ করা প্রয়োজন। তবে বিনিয়োগের ক্ষেত্রে বেশিরভাগ নাগরিকই ঝুঁকি নিতে চান না।
তাই বিনিয়োগ করার আগে সকলেরই মাথায় আসে বিনিয়োগ করা টাকা ঠিক সময়ে ফেরৎ পাওয়া যাবে সেই বিষয় নিয়ে। নিরাপদ বিনিয়োগের জন্য বেশিরভাগ মানুষই LIC-র বিভিন্ন পলিসিকে বেছে নেন।এতে সঞ্চয় ও নিরাপত্তার পাশপাশি দারুণ রিটার্ন পাওয়া যায়। পাশাপাশি মৃত্যুকালীন বেশ কিছু সুবিধাও দিয়ে থাকে এই সংস্থা। তাই দেশে বীমায় বিনিয়োগের কথা ভাবলেই অধিকাংশ মানুষের পছন্দের তালিকার LIC বা Life Insurance Corporation of India নাম সবার আগে থাকে।
এলআইসি (LIC) গোটা দেশের সব চাইতে বৃহৎ জীবন বিমা সংস্থা।LIC-র হাজার রকম প্ল্যান রয়েছে, কখনও এটা তো কখনও সেটা চালু হয়। বিমার ক্ষেত্রে ইতিমধ্যেই কয়েক হাজার বিমা প্ল্যান বা পলিসি নিয়ে হাজির হয় এলআইসি। এরকমই একটি পলিসি হল এলআইসি “কন্যাদান” পলিসি। নিজের সন্তানের পড়াশোনা বা বিয়ের জন্য এই পলিসি করতেই পারেন।
LIC এই LIC কন্যাদান পলিসি (LIC Kanyadan Policy) আপনার মেয়ের বিবাহ ও পড়াশোনার খরচ বহন করবে। এলআইসি এই কন্যাদান পলিসি থাকলে আপনার মেয়ের বিয়ের খরচ নিয়ে কোনও চিন্তাই করতে হবে না। LIC-র এই কন্যাদান পলিসি আপনার সমস্ত দায়িত্ব নেবে। তবে এর জন্য আপনাকে এই পলিসিতে অল্প অল্প করে টাকা জমাতে হবে। এই অল্প অল্প টাকা জমিয়েই আপনি এই পলিসির মাধ্যমে ২৭ লক্ষ টাকা পেয়ে যাবেন।
আরও পড়ুন- LIC -এই পলিসিতে একবার টাকা দিলে, পাবেন ৫ বছরে ৫ লাখ, রয়েছে আরোও অনেক সুবিধা।
কত বছর বয়সে কন্যাদান পলিসিতে (LIC Kanyadan Policy) নাম নথিভুক্ত করা যাবে?
এই পলিসিতে নাম নথিভুক্ত করার জন্য কন্যা সন্তানের বাবার বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। আর মেয়ের সর্বনিম্ন বয়স ১ বছর হতে হবে। আর মেয়ের বয়সের উপর নির্ভর করে আপনি পলিসির মেয়াদ নির্বাচন করতে পারেন। মেয়ের বয়স ২৫ হলেই এই পলিসির টাকা হস্তান্তর করা হবে।
প্রতি মাসে কত টাকা করে জমা করতে হবে?
প্রতি মাসে মাত্র ৩৬০০ টাকা করে জমাতে হবে। এর অর্থ হল এই পলিসি হোল্ডারদের ২২ বছরে দৈনিক ১২১ টাকা করে জমাতে হবে। এই পলিসির ক্ষেত্রে তিন দিনের লক ইন পিরিয়ড রয়েছে।
এই পলিসির মেয়াদ?
LIC-র এই বিমার সর্বনিম্ন মেয়াদ হল ১৩ বছর, আর সর্বোচ্চ ২৫ বছরের জন্য এই বিমা করানো যেতে পারে।অর্থাৎ LIC-র কন্যাদান পলিসির (LIC Kanyadan Policy) মেয়াদ ২৫ বছর। এই পলিসি করার ২৫ বছর পর একবারে ২৭ লক্ষ টাকা দেওয়া হবে। এই পলিসির অধীনে পলিসি হোল্ডাররা সর্বনিম্ন ১ লক্ষ টাকা পেতে পারেন।
আপনার কি কন্যা সন্তান আছে এবং তার ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছেন, তাহলে LIC-র কন্যাদান পলিসিতে নিজের কন্যা সন্তানের নাম নথিভুক্ত করতে পারেন। LIC-র এই কন্যাদান পলিসিই আপনার মেয়ের বিবাহ ও পড়াশোনার খরচ বহন করবে। তাহলে আর দেরি না করে মেয়ের উচ্চশিক্ষা বা বিয়ের জন্য এই পলিসিতে নাম নথিভুক্ত করে নিন।