Advertisement

আঁধার কেন্দ্রে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে! বিস্তারিত জেনে নিন

Advertisement

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য দারুন খুশির খবর। আঁধার কেন্দ্রে কর্মী (Aadhar Seva Kendra) নিয়োগ করা হবে। আঁধার কেন্দ্রের পক্ষ (Aadhar Seva Kendra) থেকে ইতিমধ্যেই এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট সেকশান অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। যে কোনো ভারতীয় নাগরিক এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করবেন কিভাবে, কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়স কত বিস্তারিত আলোচনা করা হল,দেখুন-

  • পদের নাম (Post Name)- আঁধার কেন্দ্রে Assistant Section Officer পদে নিয়োগ করা হবে।
  • মোট শূন্যপদ- এখানে ১ টি শূন্যপদে Assistant Section Officer পদে নিয়োগ করা হবে।
  • শিক্ষাগত যোগ্যতা- Assistant Section Officer পদে শুধুমাত্র অভিজ্ঞরাই আবেদন করতে পারবেন।
  • বয়সসীমা- এই পদে আবেদন করার জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন- এখানে নির্বাচিত প্রার্থীদের লেভেল ৬ অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি- অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন ফর্মটি পেয়ে যাবেন। সেই ফর্মটিকে সঠিক ভাবে পূরণ করতে হবে। এরপর পূরণ করা আবেদন ফর্ম এবং প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস নির্দিষ্ট ঠিকানায় আগামী ৩০শে এপ্রিল ২০২৩ এর মধ্যে আবেদনটি জমা করতে হবে।

Advertisement

আবেদনপত্র পাঠানোর ঠিকানা-
Unique Authority of India, Regional Office,
7th Floor, MTNL “telephone exchange,
GD Somani Marg,
Cuffe Parade,Colaba, Mumbai -400005,

প্রয়োজনীয় ডকুমেন্ট কি কি লাগবে-
১) শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট,
২) বয়সের প্রমানপত্র,
৩) ঠিকানার প্রমাণপত্র,
৪)পরিচয় পত্র,
৫)পাসপোর্ট সাইজ ফটো,

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আবেদনের তারিখ- আবেদন শুরু হয়েছে ১৬.৩.২০২৩ তারিখ থেকে এবং আগামী ৩০শে এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত আবেদন চলবে।

নির্বাচন প্রক্রিয়া- আবেদনকারী প্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে এই নিয়োগ করানো হবে।

Join Join