Home » চাকরির আপডেট » আঁধার কেন্দ্রে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে! বিস্তারিত জেনে নিন

আঁধার কেন্দ্রে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে! বিস্তারিত জেনে নিন

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য দারুন খুশির খবর। আঁধার কেন্দ্রে কর্মী (Aadhar Seva Kendra) নিয়োগ করা হবে। আঁধার কেন্দ্রের পক্ষ (Aadhar Seva Kendra) থেকে ইতিমধ্যেই এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট সেকশান অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। যে কোনো ভারতীয় নাগরিক এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করবেন কিভাবে, কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়স কত বিস্তারিত আলোচনা করা হল,দেখুন-

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
  • পদের নাম (Post Name)- আঁধার কেন্দ্রে Assistant Section Officer পদে নিয়োগ করা হবে।
  • মোট শূন্যপদ- এখানে ১ টি শূন্যপদে Assistant Section Officer পদে নিয়োগ করা হবে।
  • শিক্ষাগত যোগ্যতা- Assistant Section Officer পদে শুধুমাত্র অভিজ্ঞরাই আবেদন করতে পারবেন।
  • বয়সসীমা- এই পদে আবেদন করার জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন- এখানে নির্বাচিত প্রার্থীদের লেভেল ৬ অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি- অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন ফর্মটি পেয়ে যাবেন। সেই ফর্মটিকে সঠিক ভাবে পূরণ করতে হবে। এরপর পূরণ করা আবেদন ফর্ম এবং প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস নির্দিষ্ট ঠিকানায় আগামী ৩০শে এপ্রিল ২০২৩ এর মধ্যে আবেদনটি জমা করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা-
Unique Authority of India, Regional Office,
7th Floor, MTNL “telephone exchange,
GD Somani Marg,
Cuffe Parade,Colaba, Mumbai -400005,

প্রয়োজনীয় ডকুমেন্ট কি কি লাগবে-
১) শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট,
২) বয়সের প্রমানপত্র,
৩) ঠিকানার প্রমাণপত্র,
৪)পরিচয় পত্র,
৫)পাসপোর্ট সাইজ ফটো,

আবেদনের তারিখ- আবেদন শুরু হয়েছে ১৬.৩.২০২৩ তারিখ থেকে এবং আগামী ৩০শে এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত আবেদন চলবে।

নির্বাচন প্রক্রিয়া- আবেদনকারী প্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে এই নিয়োগ করানো হবে।

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলো কেবলমাত্র কাজের খবরের উদ্দেশ্য। sakalerbarta.com কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। আমরা সর্বদা চেষ্টা করি নির্ভুল আপডেট প্রকাশ করার। তবুও আমাদের অবচেতন মনে কোন ভুলের জন্য আমরা দায়ী নই, যেমন শূন্যপদের সংখ্যা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ, ইত্যাদি। আবেদন কারীদের জানানো হচ্ছে তারা Official Website গুলির Notification বা বিজ্ঞপ্তি ভালো করে পড়ে তবেই আবেদন করুন। আরও পড়ুন আমাদের Disclaimer.

About Author
Prabir Biswas

Prabir Biswas

আমি গত চার বছর ধরে সকালের বার্তা ডিজিটাল নিউজ মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত আছি। আমি মুলত যেকোনো ধরণের জেনারেল নিউজ যেমন সরকারি চাকরির আপডেট, স্কলারশিপ, সরকারি প্রকল্প, অর্থনৈতিক, টেকনোলজি ইত্যাদি বিষয়ে লেখায় পারদর্শী।
sakalerbarta news logo

Sakaler Barta News is a regional Bengali news portal. Our registration number UDYAM-WB-14-0112482 under SAKALER BARTA Startup Company. We provide information on Latest News of India, and also Our mission is to deliver genuine information related to careers educational and finance, current affairs, and trending News.