AIIMS Kalyani vacancy: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুযোগ। সম্প্রতি নতুন একটি চাকরির দরজা খুলে গেল তাঁদের জন্য। আবেদনযোগ্য রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা চাকরিপ্রার্থী তরুণ -তরুণীরা। তবে আবেদন জানানোর জন্য বেশ কিছু শর্ত রয়েছে। সম্প্রতি এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠান। কোন পদে নিয়োগ, কারা আবেদন জানাতে পারেন, খুঁটিনাটি তথ্যগুলি জেনে নিন একনজরে।
AIIMS Kalyani vacancy Details
Advertisement No. | 3704 /E-12015/13/24-(SR/T/JR) |
নিয়োগকারী সংস্থা | All India Institute of Medical Sciences (AIIMS) Kalyani |
পদের নাম | Junior Resident (Non-Academic) |
মোট শূন্যপদ | official Notification দেখুন |
Walk-In-Interview তারিখ | 29/02/2024 |
AIIMS Kalyani Recruitments Notification
পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (AIIMS) কল্যাণীতে রয়েছে কাজের সুযোগ। নতুন একটি নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠান। এটি একটি চুক্তিভিত্তিক নিয়োগ। প্রতিষ্ঠানের নির্দিষ্ট একটি বিভাগে নির্দিষ্ট মেয়াদের চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ (AIIMS Kalyani vacancy) হবে। প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, কল্যাণী এমসের (Kalyani AIIMS) দন্তচিকিৎসা বিভাগ বা ডেন্টিস্ট্রির জন্য জুনিয়র রেসিডেন্ট (নন অ্যাকাডেমিক) পদের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে। মোট শূন্যপদের সংখ্যা হল দুটি। তবে বেশ কিছু শর্ত থাকছে নিয়োগ প্রক্রিয়ায়। সেগুলি কী কী, জেনে নেওয়া যাক।
AIIMS Kalyani vacancy education requirements
যে সকল প্রার্থীরা কল্যাণী এমসের নিয়োগে (AIIMS Kalyani Recruitments) অংশ নিতে চান, তাঁরা শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নিয়োগে অংশ নিতে পারবেন এমন প্রার্থীরা যাঁদের ডিসিআই বা ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিডিএস-এর পর ইন্টার্নশিপ সম্পন্ন করা রয়েছে ও ডিসিআই কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশনও রয়েছে। এছাড়াও শিক্ষাগত যোগ্যতার বিবরণী পাবেন অফিসিয়াল নোটিফিকেশনে।
বয়সসীমা এবং বেতন
বয়সসীমাঃ যে সকল প্রার্থীরা চলতি রিক্রুটমেন্টে (AIIMS Kalyani Recruitments 2024) আবেদন জানাতে চান, তাঁরা অবশ্যই বয়সসীমা সম্পর্কে জেনে নিন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনরত প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩৩ বছরের মধ্যে। আগ্রহী প্রার্থীরা জেনে রাখুন, আবেদন প্রক্রিয়ায় বয়স সীমাকে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হবে।
বেতনঃ যে সকল প্রার্থীরা এখানে যোগ্য বলে বিবেচিত হবেন ও শূন্যপদে নিয়োগ পাবেন তাঁদের প্রতিমাসের বেতন হবে যথেষ্ট ভালো। জানা যাচ্ছে, প্রার্থীদের প্রতিমাসের বেতন হবে ১৫,৬০০/- থেকে ৩৯,১০০/- টাকা পর্যন্ত। এছাড়াও মিলবে গ্রেস পে বাবদ ৫৪০০ টাকা।
AIIMS Kalyani recruitment apply process
এই নিয়োগে আবেদন জানানোর প্রয়োজন নেই। কারণ সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ হবে।
ইন্টারভিউর বিবরণীঃ কল্যাণী এমসের নিয়োগে নথি যাচাই করে প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ হবে। এই ইন্টারভিউটি আয়োজিত হবে আগামী ২৯ শে ফেব্রুয়ারি সকাল এগারোটা থেকে। প্রতিষ্ঠানের প্রশাসনিক বিল্ডিংয়ে হবে ইন্টারভিউ (Administrative Building, 1st, Floor, Committee Room of AIIMS, Kalyani, Pin – 741245.)।
সকাল নটার মধ্যেই যাবতীয় নথি সহ পৌছে যাবেন প্রার্থীরা। সকাল সাড়ে নটা থেকে শুরু হবে প্রত্যেক প্রার্থীর ডকুমেন্ট ভেরিফিকেশন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থী ছাড়া সকলে সঙ্গে রাখবেন ১০০০ টাকার ডিম্যান্ড ড্রাফট। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি পড়ে নিতে পারেন।