Home » Deal » Electric Bill Discount – ইলেকট্রিক বিলের উপর ২০% ছাড় ! এই পদ্ধতি ব্যবহার করুন।

Electric Bill Discount – ইলেকট্রিক বিলের উপর ২০% ছাড় ! এই পদ্ধতি ব্যবহার করুন।

Electric Bill Discount – গ্রীষ্ম মানেই সকলের গরমাগরম অবস্থা। সকাল হলো কী হলো না, সূর্য মামা চোখ রাঙাতে শুরু করে। বেলা বাড়ালেই প্রখর রোদে টেকা মুশকিল হয়ে যায়। প্রচন্ড রোদের তাপে শরীর অল্পতেই ক্লান্তিবোধ হয়। ঠা ঠা রোদ আর ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এই গরমের কষ্ট থেকে মুক্তি পেতে ফ্যান এবং এসি একমাত্র ভরসা। তাই এই গরম থেকে রেহাই পেতে মানুষকে বাধ্য হয়েই দীর্ঘ সময় ধরে এসি বা ফ্যান চালিয়ে রাখতে হচ্ছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আর যাদের বাড়িতে এসি নেই তাঁরাও এবার বাধ্য হয়ে এই গরমে নতুন এসি কিনে আনছেন। ফান বা এসি চালিয়েও কিন্তু পুরোপুরি স্বস্তি মিলছে না মানুষের জীবনে। কারণ এবার ইলেকট্রিক বিল (Electric Bill Discount) মাথা ব্যথার কারন হয়ে দাঁড়িয়েছে। তাপপ্রবাহ থেকে রেহাই পেতে এসি চালানোর ফলে মাসের শেষে ইলেকট্রিক বিল কোথায় গিয়ে দাঁড়াবে তা ভেবে কূলকিনারা করতে পারছেন না সাধারণ মানুষ। গরমের শুরু থেকেই হু হু করে ইলেকট্রিকের বিল (Electric Bill Discount) বাড়তে শুরু করে।

আরও পড়ুন- Aadhar card update – হাতে আর ১৩ দিন, বাড়িতে বসে এই পদ্ধতিতে বিনামূল্যে আপডেট করুন আপনার আধার !

বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে ইলেকট্রিক বিল মেটাতে মধ্যবিত্ত নাগরিককে হিমশিম খেতে হচ্ছে। যত দিন যাচ্ছে বাজারের অন্যান্য জিনিসপত্রের সঙ্গে পাল্লা দিয়েই ইলেকট্রিক খরচও বাড়ছে। ইলেকট্রিক খরচ বাচাতে অনেকেই আবার এসি, ফ্রিজ,পাখা কিছুক্ষণ বন্ধ করে রাখছেন। যেন পুরো নিশ্চিন্ত থাকা যাচ্ছে না। কিন্তু এই দুশ্চিন্তা তাও শেষ হচ্ছে না। তবে আপনি চাইলেই আপনার ইলেকট্রিক বিলের খরচ (Electric Bill Discount) এক ধাক্কায় অনেকটা কমিয়ে ফেলতে পারেন।

সহজ এক উপায়ে আপনার মাসিক ইলেকট্রিক বিল (Electric Bill Discount) জমা দিলেই খরচ ২০ শতাংশ কমে যাবে। আগে সাধারণত ইলেকট্রিক অফিসে গিয়ে ইলেকট্রিক বিল জমা দিতে হত। তবে বর্তমানে একাধিক অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে বিদ্যুৎ বিল জমা করা সম্ভব। WBSEDCL এর নিজস্ব ওয়েবসাইট ছাড়াও একাধিক অ্যাপ রয়েছে। যেমন- Paytm, Google Pay, Amazon Pay- ইত্যাদি। এই অ্যাপগুলির মাধ্যমে পেমেন্ট করলে বিশেষ ছাড়ও (Electric Bill Discount) পাওয়া যায়।

অনলাইনের মাধ্যমে ঘরে বসেই এই সব অ্যাপগুলির মারফত ইলেকট্রিক বিল জমা করলে যথেষ্ট ছাড় পাওয়া যায়।Amazon Pay ব্যবহার করে ইলেকট্রিক বিলের টাকা জমা দিলে ২০% ছাড় পেতে পারেন। অর্থাৎ অ্যামাজন পে ব্যবহার ইলেকট্রিক বিল জমা (Electric Bill Discount) দিলেই খরচ ২০ শতাংশ কমে যাবে। অ্যামাজন পে ব্যবহার করে কিভাবে ইলেকট্রিক বিল জমা করার পদ্ধতিটি দেখে নিন-

Electric Bill Discount 20% on Amazon Pay.

  • ১) প্রথমে Amazon অ্যাপটি google play store থেকে ডাউনলোড করুন।
  • ২) Amazon অ্যাপে ঢুকে Amazon Pay অপশনে ক্লিক করুন। সেখানে PAY BILLS-এর অধীনে Electricity অপশন আছে, সেখানে ক্লিক করুন।
  • ৩) এরপর নিজের রাজ্য নির্বাচিত করুন ও ইলেকট্রিক বিলের Consumer ID এবং মোবাইল নম্বর সঠিকভাবে লিখুন।
  • ৪) Fetch Bill অপশনে ক্লিক করুন। এবার আপনাকে দেখিয়ে দেওয়া হবে মোট কত টাকা পে করতে হবে। অর্থাৎ আপনার যত টাকা ইলেকট্রিক বিল হয়েছে তার উপর ২০ শতাংশ ছাড় দিয়ে আপনাকে কত টাকা দিতে হবে সেটা এখানে দেখিয়ে দেবে।
  • ৫) এবার Pay Now অপশনে ক্লিক করুন। এবার যে নতুন পেজ আসবে সেখান থেকে পেমেন্ট প্রসেস সিলেক্ট করতে হবে।
  • ৬) এরপর Show More Ways To Pay বাটনে ক্লিক করবেন ও Pay With Credit/Dabit/ATM card অপশনে ক্লিক করুন।
  • ৭) এখানে আপনার এটিএম কার্ড বা ডেবিট কার্ডের সমস্ত তথ্য সঠিকভাবে দিন। পুনরায় Card Details অপশনে ক্লিক করুন।
  • ৮) এবার place order and pay সিলেক্ট করে টাকাটা দিয়ে দিন।

তবে ইলেকট্রিক বিলের (Electric Bill Discount) উপর ২০% ছাড় পাওয়ার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন শুধু Amazon Pay ব্যবহার করে টাকা দিলেই হবে না। আপনাকে Platinum RUPAY ডেবিট কার্ডের মাধ্যমে এই পেমেন্ট করতে হবে। তবেই আপনি ইলেকট্রিক বিলের মোট অর্থের উপর ২০ শতাংশ ছাড় (Electric Bill Discount) পাবেন।

আরও পড়ুন – Jio work from home – বাড়িতে বসে জিওর সঙ্গে কাজ করে ইনকাম করুন মাসে ২৫ হাজার!

About Author
Prabir Biswas

Prabir Biswas

আমি গত চার বছর ধরে সকালের বার্তা ডিজিটাল নিউজ মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত আছি। আমি মুলত যেকোনো ধরণের জেনারেল নিউজ যেমন সরকারি চাকরির আপডেট, স্কলারশিপ, সরকারি প্রকল্প, অর্থনৈতিক, টেকনোলজি ইত্যাদি বিষয়ে লেখায় পারদর্শী।
sakalerbarta news logo

Sakaler Barta News is a regional Bengali news portal. Our registration number UDYAM-WB-14-0112482 under SAKALER BARTA Startup Company. We provide information on Latest News of India, and also Our mission is to deliver genuine information related to careers educational and finance, current affairs, and trending News.