Bangla Awas Yojana – আপামর বাংলা জনসাধারণের জন্য পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বিরাট ঘোষণা । বাংলার গরীব মানুষদের জন্য নতুন প্রকল্প চালু করেছেন বাংলা আবাস যোজনা। যে সমস্ত গরিব পরিবার রয়েছেন তাদের জন্যই মূলত এই প্রকল্প। তাদের প্রত্যেককে নিজস্ব বাড়ি করে দেওয়াই সরকারের লক্ষ্য, আর সেই লক্ষ্যেই এই প্রকল্পের সূচনা। আসুন জেনে নিই এই প্রকল্প সম্পর্কে বিস্তারিতভাবে।
বাংলা আবাস যোজনায় (Bangla Awas Yojana) কত টাকা দেওয়া হবে?
সমতল এলাকার মানুষদের জন্য বাড়ি তৈরির ক্ষেত্রে সরকার দেবে এক লাখ কুড়ি হাজার, পার্বত্য এলাকার বাসিন্দাদের জন্য দেয়া হবে এক লাখ ত্রিশ হাজার। এই সমস্ত টাকাটি তিনটি কিস্তির মাধ্যমে মানুষের ব্যাংক একাউন্টে পৌঁছে যাবে। প্রথম কিস্তিতে দেওয়া হবে ৬০ হাজার টাকা, দ্বিতীয় কিস্তিতে দেওয়া হবে চল্লিশ হাজার টাকা ও তারপরে অর্থাৎ শেষ কিস্তিতে দেওয়া হবে কুড়ি হাজার টাকা।
প্রকল্পের নাম প্রথমে আবাস যোজনা বা Bangla Awas Yojana থাকলেও পরিবর্তন করে করা হয়েছে বাংলা আবাস যোজনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এ এক বড় উদ্যোগ। রাজ্য সরকারের লক্ষ্য আগামী দিনে তারা এই আবাস যোজনার অধীনে গ্রামবাংলায় প্রায় তিন কোটি বাড়ি তৈরি করে দেবে।
Bangla Awas Yojana -এ কবে টাকা দেওয়া হবে?
বাংলা আবাস যোজনা খুব শীঘ্রই শুরু হবে। তার জন্য প্রথমেই বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা হবে। তারপর একটি লিস্ট তৈরি করা হবে। সেই লিস্টে নাম থাকলে তাদের ডিসেম্বরের ২০ তারিখের মধ্যে প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দেওয়া হবে বলেই জানা গিয়েছে।
বাংলা আবাস যোজনার অন্তর্ভুক্ত হতে গেলে প্রয়োজনীয় শর্তাবলী।
১) মাসিক পারিবারিক আয় ১৫ হাজারের বেশি নয়।
২) পরিবারের কোনো সদস্য যেন আয়কর না দেন।
৩) বাড়িতে কোন তিন বা চার চাকার গাড়ি না থাকে ।
৪) বাড়িতে পাকা বাড়ি বা অন্য কোন ঘর যেন না থাকে।
৫) বাড়িতে যেন ফ্রিজ অথবা ল্যান্ড লাইন ফোন না থাকে।
৬) পরিবারের কেউ যেন চাকরি না করে।
৭)পরিবারের কোনো সদস্য যেন প্রফেশনাল ট্যাক্স না দেয়।
৮) উপভোক্তা যেন নমিনি ছাড়া মারা না যায়।
এই প্রকল্পের কাজ কীভাবে শুরু হবে ?
এই বাংলা আবাস যোজনা প্রকল্পের জন্য গ্রাম পঞ্চায়েতে একটি দল গঠন করা হবে। সেই দলটিতে থাকবেন বিভিন্ন আধিকারিকরা। সেই সমস্ত আধিকারিকরা ব্যক্তিদের বাড়িতে গিয়ে সার্ভে করতে পারবেন।
এই আবাস যোজনা বা Bangla Awas Yojana প্রকল্পের যদি কোন অভিযোগ থাকে সেটি জানানো সম্ভব। বিডিও অফিসে অভিযোগ জানানোর একটি বক্স থাকবে তাতে অভিযোগ পত্র জমা দিতে পারবেন। শনিবার, রবিবার বাদ দিয়ে জমা দেওয়া যাবে।পরবর ধাপে অভিযোগ পত্রটি খতিয়ে দেখা হবে এবং পরিবর্তে ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনরকম কোন অস্বচ্ছতা রাখা হবে না। প্রয়োজনে শাস্তি মূলক ব্যবস্থা নিতে পারবেন রাজ্যের বিভিন্ন আধিকারিকরা, এমনই সতর্কবার্তা দেওয়া রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে আধিকারিকদের কাছে।