Bangla Pokkho – আবারো চাকরি বাতিলের পথে ৫৫০১ জনের! বিস্তারিত পড়ুন

Bangla Pokkho – আবারো চাকরি হারানোর সাক্ষী থাকবে ভারতবাসীরা। তবে এবার রাজ্য সরকারি চাকরি নয় কেন্দ্রীয় সরকারের বেশ কিছু কর্মীদের চাকরি হারানোর খবর পাওয়া গেছে। বিস্তারিত তথ্যের জন্য আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন। আগে আমরা সকলেই দেখেছি যে পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতি মামলার ঘটনা। নিয়োগ দুর্নীতির জন্য খোদ শিক্ষা মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে বারবার চাকরি বাতিল হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

চাকরি গিয়েছে বহু সরকারি কর্মীদের। তবে এবার রাজ্য সরকারের দেওয়া চাকরি নয়। কেন্দ্র সরকারের বেশ কিছু কর্মীদের চাকরি যাওয়ার ভয় রয়েছে। তবে সেই সমস্ত কেন্দ্র সরকারি কর্মীরা, পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে খবর পাওয়া গেছে। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে আধা সেনাবাহিনীতে নিয়োগের ব্যাপক দুর্নীতি করা হয়েছে। জাল ডোমিসাইল এবং জাল কাস্ট সার্টিফিকেট দেখিয়ে কর্মীরাই চাকরি পেয়েছে বলে এক সুত্র মারফত খবর পাওয়া গেছে।

আরও পড়ুন – Madhyamik Result HS Result – শীঘ্রই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল! ছাত্র-ছাত্রীরা পাচ্ছে প্রচুর গ্রেস নম্বর!

এবার এই বিষয়ে আন্দোলনের সামিল হয়েছে বাংলা পক্ষ অর্থাৎ Bangla Pokkho। বিভিন্ন দপ্তরে অভিযোগের পর ২০২১ এবং ২০২২ সালের নিয়োগের নথি যাচাই এর নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। আধা সামরিক বাহিনীতে ২০২১ সালে চাকরি পেয়েছেন তিন হাজার ৬২৭ জন। আর ২০২২ সালে ওই দফতারে চাকরিপ্রাপ্ত প্রার্থী হল এক হাজার ৮৭৪ জন। মোট পাঁচ হাজার ৫০১ জনের নিয়োগ নিয়ে এখন সমস্যার সৃষ্টি হয়েছে। বহু প্রার্থীর বিরুদ্ধেই বিহার এবং উত্তর প্রদেশ থেকে এসে পশ্চিমবঙ্গের ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে।

এই প্রসঙ্গে বাংলাপক্ষর এক নেতা কৌশিক মাইতি জানিয়েছেন, “এই জয় বাঙালি জাতিকে উৎসর্গ করলাম। বাংলা পক্ষর আন্দোলনের এর থেকে বড় সাফল্য কখনও আসেনি।” এর পাশাপাশি তিনি আরও বলেন যে, “অন্য কোনও দল লড়েনি। লড়ছে শুধু বাংলাপক্ষ। কোর্ট কেসও আমিই করেছিলাম। বিএসএফ ক্যাম্প ঘেরাও, এসডিও এবং এসপি অফিস ঘেরাও, নিজাম প্যালেসে অভিযান, সিআরপিএফ ভবনে অভিযান আমরাই করেছি। আমরা মারও খেয়েছি এসব করতে গিয়ে। শেষমেশ যেন সাফল্যের কাছাকাছি আসতে পেরেছি।”

আরও পড়ুন – WB School Holiday – এপ্রিল মাসে একগুচ্ছ স্কুল ছুটি পাবেন রাজ্যের পড়ুয়ারা! কোন কোন দিন থাকছে ছুটি? দেখে নিন পুরো ক্যালেন্ডার