BECIL DEO Recruitment: আপনি কি ভারতের একজন চাকরিপ্রার্থী? অনেক চেষ্টার পরেও ভালো চাকরি পাচ্ছেন না? তবে এই প্রতিবেদন আপনার জন্য। ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (BECIL)-এর তরফে নতুন করে কর্মী নিয়োগ হচ্ছে। একাধিক পদের জন্য কর্মী নিয়োগ করছে সংস্থা। মূলত ডেটা এন্ট্রি অপারেটর (DEO) পদে আবেদন জমা নেওয়া হচ্ছে। আবেদন জানাতে পারবেন সমস্ত চাকরিপ্রার্থী তরুণ-তরুণীরা। চাকরিপ্রার্থীদের সুবিধার্থে এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
বিইসিআইএল নিয়োগ ২০২৪ (BECIL DEO Recruitment) যাবতীয় তথ্য
সম্প্রতি ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (BECIL)-এর তরফে ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। একজন ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের অধিবাসী হলেই নিয়োগে অংশ গ্রহণ করা যাবে। তবে শুধু ডেটা এন্ট্রি অপারেটর নয়, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট-সহ বিভিন্ন পদের জন্য কর্মী নিয়োগ হবে। অর্থাৎ শূন্যপদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে যথেষ্ট বেশি। আসুন তবে জেনে নেওয়া যাক এই নিয়োগ সম্পর্কে যাবতীয় তথ্য।
শিক্ষাগত যোগ্যতা – যে সকল প্রার্থী এই নিয়োগ প্রক্রিয়ায় ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) পদে আবেদন জানাতে ইচ্ছুক, তাঁদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট বা স্নাতক ডিগ্রী। এর পাশাপাশি থাকতে হবে অভিজ্ঞতা। তবে বিভিন্ন পদ বিশেষে শিক্ষাগত যোগ্যতার পার্থক্য হবে।
বয়সসীমা – যে সকল প্রার্থী এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের জন্য ছাড় পাবেন।
আবেদন জানাবেন কিভাবে?
আবেদন প্রক্রিয়া চলছে অনলাইন মারফত। যে সকল চাকরিপ্রার্থী এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে হবে। তারপর অ্যাপ্লিকেশনের লিংকে ক্লিক করে সেখান থেকে আবেদনপত্রটি সুনির্দিষ্ট নিয়ম মেনে নির্ভুলভাবে পূরণ করে নিতে হবে। আবেদনপত্রের সঙ্গে জমা করুন আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট। সবশেষে আবেদন ফি জমা করে অ্যাপ্লিকেশন সাবমিট করে দিন।
আবেদনের সময়সীমা – আগ্রহী চাকরিপ্রার্থীরা আগামী ৮ মে তারিখের মধ্যে নিজেদের আবেদন জমা করুন। উক্ত সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন জমা করতে হবে নচেৎ পরে গিয়ে সমস্যায় পড়বেন। সময়সীমা মেনে আবেদন জমা করুন।
নিয়োগ প্রক্রিয়া
এই নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য প্রার্থীদের বেছে নিতে প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। তারপর যারা নির্বাচিত হবেন তাঁদের নেওয়া হবে ইন্টারভিউ। যে সকল প্রার্থী সবকটি ধাপ সুন্দরভাবে অতিক্রম করতে পারবেন, তাঁরা যোগ্য বলে বিবেচিত হবেন, তাঁদের উল্লিখিত শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। এছাড়া এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে
অবশ্যই পূর্ণাঙ্গ অফিসিয়াল নোটিফিকেশনটি পড়ে নিন।
অফিসিয়াল বিজ্ঞপ্তি – Download PDF
Official Website – Click Here