Civic Volunteer- লোকসভা ভোটের কাউন্টডাউন শুরু হয়েছে দেশ জুড়ে। আর সেই আবহে একের পর এক পদক্ষেপ আসছে সরকারের তরফে। কেন্দ্র ও রাজ্য সরকার একযোগে গিফট দিচ্ছেন জনসাধারণকে। কখনও বাড়ছে স্যালারি, তো কখনও ঘোষণা হচ্ছে প্রকল্প। কেন্দ্রের তরফে CAA আইন সম্পর্কিত ঘোষণার পরে চিন্তায় পড়েছেন দেশবাসী। তবে মুখ্যমন্ত্রীর আশ্বাস ভয় নেই কারোর। এতো নয় হল আশ্বাস, তবে সত্যি সত্যিই জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
লোকসভা ভোটের প্রাক্কালে বাড়ল স্যালারি। নয়া সিদ্ধান্ত মতো সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteer Salary) বেতনের উর্ধ্বসীমা বাড়াল রাজ্য সরকার। স্বাভাবিকভাবেই এই খবরে খুশি সবাই। রাজ্যের সিভিক ভলান্টিয়াররা বহুবার নিজেদের দাবি তুলে ধরেছেন মুখ্যমন্ত্রীর কাছে। এবার তাতেই শিলমোহর দিল রাজ্য সরকার। সিভিক পুলিশদের দাবি মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী। আশ্বাস দিয়েছেন ভবিষ্যতেও তাঁদের পাশে থাকার।
আরও পড়ুন – মাধ্যমিক পাশে আকর্ষণীয় বেতনে রাজ্যের এই স্কুলে বিভিন্ন পদে নিয়োগ করছে, কীভাবে আবেদন করবেন জানুন।
উচ্চ আদালতের নির্দেশ, কোনো আইনি বিষয়ে জড়াতে পারবেন না Civic Volunteer। তাই টহল দেওয়া অথবা পুলিশের সাহায্যার্থে কাজ করবেন তাঁরা। সিভিক ভলান্টিয়ার পদে নিয়োগ ভ্যাকেন্সিও (Civic Volunteer Vacancy) বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী। আরও তৎপরতার সঙ্গে যাতে রিক্রুটমেন্ট সম্পন্ন হয়, তার জোর দিয়েছেন তিনি।
রাজ্যের সিভিক ভলান্টিয়াররা বা Civic Volunteer কী কী সুবিধা পেতে চলেছেন?
তবে লোকসভা ভোটের আগে সিভিক ভলান্টিয়ারদের মুখে আবারও হাসি ফোটালেন মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে, সম্প্রতি তিনি পুলিশ ওয়েলফেয়ার কমিটির তত্ত্বাবধানে তিরিশ হাজার Civic Volunteer নিয়ে একটি টেলিফোনিক সন্মেলন করেন। সেখানে তিনি সিভিকদের সুবিধা -অসুবিধার কথা শোনেন। সবার বক্তব্য শোনার পর নিজ মন্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের নোডাল অফিসার শান্তনু সিনহাকে কিছু বক্তব্য রাখেন টেলিফোনের মাধ্যমেই।
সূত্রের খবর, ইতোমধ্যে রাজ্যে যে দুই লক্ষ সিভিক ভলান্টিয়াররা কাজ করছেন, তাঁরা অবসরের পর মাসিক ৫৩০০ টাকা করে ভাতা পাবেন। পাশাপাশি, সিভিকদের বোনাস বৃদ্ধি পেয়ে ২৩০০ টাকা করা হয়েছে। এই সকল ঘোষণার পরে মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, চাকুরিরত অবস্থায় কোনো সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer) যদি মারা যান, তবে তাঁর চাকরিটি পাবেন পরিবারের অপর একজন সদস্য। এছাড়া, সিভিকদের পরবর্তীতে মন্ত্রীসভার হোমগার্ডের চাকরি দেওয়া হতে পারে বলেও ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।