BSK DEO Result : বাংলা সহায়তা কেন্দ্রে‌ ডাটা এন্ট্রি অপারেটরের ফাইনাল লিস্ট দেখুন।

BSK DEO Result বা ডাটা এন্ট্রি অপারেটর পদের ফাইনালিস্ট প্রকাশিত হলো। প্রতিবছরের মতো বাংলা সহায়তা কেন্দ্রে সাধারণ মানুষের সাহায্যের জন্য প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করেন সংস্থা। যেসব প্রার্থীরা বাংলা সহায়তা কেন্দ্রে ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করেছিলেন তাদের একটি নতুন লিস্ট প্রকাশিত হলো। 60 পেজ ব্যাপী এই লিস্টে WEBEL TECHNOLOGY LIMITED সংস্থা থেকে 2854 জন প্রার্থীর নাম নথিভুক্ত আছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই 60 পেজ ব্যাপী লিষ্টে যেসব প্রার্থীদের নাম বেরিয়েছে তারাই শুধুমাত্র এই পদে নিযুক্ত হবেন। এখনই নিচের লিংক থেকে পিডিএফ ডাউনলোড করে আপনার নাম আছে কিনা দেখে নিন। এবং যেসব প্রার্থীদের নাম এই লিস্টে থাকবে তাদের অ্যাপ্লিকেশনের সময় দেওয়া ইমেইলে জয়েন কল লেটারের মেসেজ পাবেন।

BSK বা Bangla Sahayata Kendra কি ?

BSK (Bangla Sahayata Kendra) এই সংস্থা থেকে সাধারণ মানুষ যাবতীয় কাজে বিনামূল্যে পরিষেবা পেয়ে থাকেন । জেলায় প্রচুর পরিমাণে বিএসকে নিয়োগ করা হয় মানুষের সাহায্যের জন্য। এই বিএসকে সংস্থার মাধ্যমে মানুষ যেকোনো কাজ ও যাবতীয় তথ্য বিনামূল্যে পেয়ে থাকেন। আপনার নিকটবর্তী কোথায় বিএসকে অফিস আছে এবং আপনি সেখান থেকে পরিসেবা পেতে চান।

আপনার বাড়ির নিকটবর্তী বিএসকে অফিস জানার জন্য আপনাকে https://bsk.wb.gov.in/findbsk#7/24.453/89.071 এই লিঙ্কে যেতে হবে । এই লিঙ্কে গিয়ে আপনার কাছে একটি পেজ সিন হবে যেখানে আপনার ডিস্ট্রিক্ট, ব্লকের নাম, বিএসকের নাম দিয়ে সার্চ বাটনে ক্লিক করলেই আপনি আপনার নিকটবর্তী বিএসকে সন্ধান পেয়ে যাবেন।

BSK DEO Result লিস্ট চেকের পদ্ধতি

আপনি যদি ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার নাম এই লিস্টে আছে কিনা জানার জন্য প্রথমেই আপনাকে নিচে দেওয়া অফিশিয়াল লিস্ট পিডিএফ ডাউনলোড করতে হবে। 60 পাতা বেপি পিডিএফ ডাউনলোড করার পর নিজের অ্যাপ্লিকেশন আইডি দিয়ে সার্চ করলে আপনি সহজে বুঝতে পারবেন আপনার নাম আছে কিনা । সকল আবেদন প্রার্থীকে নিজের নাম দেখার জন্য উপরোক্ত পদ্ধতি অবলম্বন করতে হবে।

BSK DEO ResultClick Here

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলো কেবলমাত্র কাজের খবরের উদ্দেশ্য। sakalerbarta.com কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। আমরা সর্বদা চেষ্টা করি নির্ভুল আপডেট প্রকাশ করার। তবুও আমাদের অবচেতন মনে কোন ভুলের জন্য আমরা দায়ী নই, যেমন শূন্যপদের সংখ্যা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ, ইত্যাদি। আবেদন কারীদের জানানো হচ্ছে তারা Official Website গুলির Notification বা বিজ্ঞপ্তি ভালো করে পড়ে তবেই আবেদন করুন। আরও পড়ুন আমাদের Disclaimer.