শিয়ালদহ শাখায় ৪৭ ঘণ্টা বন্ধ থাকছে লোকাল ট্রেন, ভোগান্তির মুখে রেল যাত্রী, বন্ধ থাকছে এই গুরুত্বপূর্ণ ট্রেনগুলি!

ভারত তথা পশ্চিমবঙ্গের সবথেকে গুরুত্বপূর্ণ যাতায়াতের মাধ্যম হল রেলওয়ে। সবথেকে কম কম খরচায় খুব সহজেই অনেক দূরত্বের জায়গা খুব কম সময় পৌঁছে দেয় রেল। কিন্তু অনেক সময় রেল যাত্রীদের নানা সমস্যার মুখে পড়তে হয়। কখনো রেল অবরোধ কখনো ট্রেন খারাপ হয়ে যাওয়া অথবা রেললাইনের কাজের কারণে রেল বন্ধ থাকা এরকম বিভিন্ন কারণে অসুবিধা মুখে পড়েন রেলযাত্রীরা ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আবার এমনই এক ভোগান্তির মুখে পড়তে চলেছে ইস্টার্ন রেলওয়ের একটি শাখা। এটি ইস্টার্ন রেলওয়ের কোলকাতার একটি গুরুত্তপূর্ণ শাখা। এই শাখা লোকাল ট্রেন বন্ধ থাকলে আপনিও ভোগান্তিতে পড়তে পারেন। জেনে নিন বিস্তারিত।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।
হোয়াটস্যাপ গ্রুপেযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলেযুক্ত হন
Google News – এযুক্ত হন

আবারও রেলের কাজের জন্য লোকাল ট্রেন বাতিলের ঘোষণা, এবার বারাসাত-হাসনাবাদ শাখা। রেলের তরফে জানানো হয়েছে সোন্দালিয়া ও লেবুতলার মধ্যে ডাবল লাইন চালু করা এবং লেবুতলা ও মালতিপুর স্টেশনের মধ্যে সিগন্যালিং কাজের জন্য ১২ থেকে ১৮ এপ্রিলের মধ্যে ট্রেন চলাচল প্রভাবিত হতে পারে।

12 এবং ১৮ তারিখ ওই লাইনের সমস্ত লোকাল ট্রেন বন্ধ থাকবে। রেল সূত্রে খবর ১৭ এপ্রিল ভোররাত ১টা থেকে ১৮ এপ্রিল রাত ১২টা পর্যন্ত বাতিল থাকবে। প্রায় ৪৭ ঘণ্টার কাছাকাছি সময় ধরে বন্ধ থাকবে এই লাইনের লোকাল ট্রেন পরিষেবা। এছাড়াও ১২ থেকে ১৮ তারিখ অব্দি, এই লাইনের আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেন ক্যান্সেল ও থাকবে।

১২ তারিখ বাতিল একটি বারাসাত-হাসনাবাদ লোকাল (৩৩৩২৫)। ১৩ থেকে ১৫ তারিখের মধ্যে বাতিল দুটি বারাসাত-হাসনাবাদ লোকাল  (৩৩৩২৫ ও ৩৩৩১১), একটি শিয়ালদা-বারাসাত লোকাল (৩৩৪৪৭), একটি হাসনাবাদ-শিয়ালদা লোকাল (৩৩৫১২) ,একটি হাসনাবাদ-বারাসাত লোকাল (৩৩৩১২)। ১৬ তারিখ বাতিল বারাসাত-হাসনাবাদ লোকাল (৩৩৩১১), শিয়ালদা-বারাসাত লোকাল (৩৩৪৪৭), হাসনাবাদ-শিয়ালদা লোকাল (৩৩৫১২) ও হাসনাবাদ-বারাসাত লোকাল (৩৩৩১২)। তাছাড়াও ভোর ৪টে ৪৮ মিনিটের হাসনাবাদ-শিয়ালদা লোকাল ভোর ৪টে ৪৮ মিনিটের পরিবর্তে ৫টা ১০ মিনিটে ছাড়বে। এর জেরে ভোগান্তির মুখোমুখি হবে বহু মানুষ।

পূর্ব রেল বা পূর্ব রেলওয়ে  ভারতীয় রেলের আঠারোটি অঞ্চল বা জোনের অন্যতম। এই অঞ্চলের প্রধান কার্যালয় অবস্থিত কলকাতার ফেয়ারলি প্লেসে। পূর্ব রেল চারটি বিভাগ বা ডিভিশন নিয়ে গঠিত: হাওড়া রেল বিভাগ, মালদা রেল বিভাগ, শিয়ালদহ রেল বিভাগ ও আসানসোল রেল বিভাগ। এই চারটি বিভাগের নাম দেয়া হয়েছে যে যে শহরে সংশ্লিষ্ট বিভাগগুলির সদর দফতর অবস্থিত সেই সেই শহরের নামানুসারে।

আরও পড়ুন- দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে রাজ্য সরকার বেকার যুবক যুবতীদের ৫ লক্ষ টাকা দিচ্ছে

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।
হোয়াটস্যাপ গ্রুপেযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলেযুক্ত হন
Google News – এযুক্ত হন