ব্যাংকে ৩০ হাজারের বেশি জমা করলে বন্ধ হবে ব্যাংক অ্যাকাউন্ট ? এই নিয়ে ঠিক কি জানাল RBI! জানুন

এবার ব্যাংকের একাউন্টে টাকা জমা করার ক্ষেত্রে নয়া নির্দেশিকা জারি করলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI। এখন থেকে একাউন্টে ৩০ হাজার টাকার বেশি জমা হলে সেই একাউন্ট (Bank Account) বন্ধ করে দেওয়া হবে। বর্তমানে দেশের প্রায় প্রতিটি মানুষেরই ব্যাংকে একাউন্ট থাকে‌। আর ব্যাংকে একাউন্ট থাকার কারণে সকলেই তাতে টাকার আদান প্রদান করে থাকেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মূলত ৫০০ থেকে ১০০০ টাকার নোট বন্ধ (Banknote Demonetisation) হয়ে যাবার পরে এখন ২০০০ টাকার নোটও বাজারে পুরোপুরি ভাবে বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে নগদ জমা থেকে শুরু করে ব্যাংক একাউন্ট এবং অন্যান্য ব্যাংকের নিয়ম নিয়ে অনেকেই বেশ কৌতুহলী এখন। যদি কোনোভাবে কোনো নিয়ম হঠাৎ করে বদলে যায় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে তাদের। এমতাবস্থায় যদি কোন এমন খবর পাওয়া যায় যে কোনো কারণে কারোর ব্যাংক একাউন্ট বন্ধ হয়ে যাবে। তাহলে তার মধ্যে আতঙ্ক বাড়তে পারে।

RBI Guidelines for Cash Deposit Limit Viral News

এমতাবস্থায় বিভ্রান্তিকর খবরও অনেকবার ছড়িয়েছে। এরকমই একটি খবরের সত্যতা সম্প্রতি যাচাই করেছে ভারতের সবথেকে বড় প্রেস সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুর বা PIB। খবরটি প্রকাশিত হয়েছিল যে রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস (RBI Governor Shaktikanta Das) একটি বড় ঘোষণা করেছেন যে, কারো একাউন্টে ৩০ হাজার টাকার বেশি থাকলে তার একাউন্ট বন্ধ করে দেওয়া হবে।

আরও পড়ুন – Birth Certificate Correction: জন্ম সার্টিফিকেটে তথ্য ভুল রয়েছে? বাড়িতে বসেই সংশোধন করুন। জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি

তবে, এবার এই বিষয়ে PIB তাদের আপডেট জানিয়েছে। সম্প্রতি পিআইবির তরফে জানানো হয়েছে, এরকম কোনো খবর আসলে সত্যি নয় এবং রিজার্ভ ব্যাংকের গভর্নরের তরফ থেকে কোনরকম নতুন কোনো আপডেট নিয়ে আসা হয়নি এই সম্পর্কে। মূলত রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তি তার ব্যাংক একাউন্টে কত টাকা রাখতে পারবেন, তার তেমন কোনো সীমা নেই।

Cash Deposit Limit in Savings Account by RBI guidelines

উল্লেখ্য, সর্বনিম্ন ব্যালেন্সের নিয়ম কিছু কিছু ব্যাঙ্কে থাকলেও সর্বোচ্চ ব্যালেন্সের নিয়ম কোনো ব্যাঙ্কে নেই। সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Savings Accounts) সর্বাধিক নগদ এক লক্ষ টাকা পর্যন্ত জমা করা যেতে পারে। তবে এক বছরে যদি ১০ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে চান তবে আসতে হবে আয়করের আওতায়। অনলাইন ট্রান্সফার বা চেক ট্রান্সফারের মাধ্যমে এর থেকে বেশি টাকা জমা করা যেতে পারে। তবে নগদ টাকা এভাবে ট্রান্সফার করা যাবে না।
এই ধরনের খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটটিকে ফলো করুন। এবং এই খবরটি পড়ে উপকৃত হলে সবার সঙ্গে এটি শেয়ার করতে ভুলবেন না।

আরও পড়ুন – Lakshmir Bhandar Scheme: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতিমাসে ১০০০/ ১২০০ টাকা চান? তবে আগেই জমা করতে হবে এই ফর্ম