Advertisement

CBSE বোর্ডের দশম-দ্বাদশের পরীক্ষার রুটিন এক নজরে দেখে নিন।

CBSE Exam Routine – সিবিএসই জানিয়েছে, দশম শ্রেণির পরীক্ষা 21 মার্চ শেষ হবে। অন্যদিকে দ্বাদশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়ের পরীক্ষা শেষ হবে 2 এপ্রিল। এর পর নাচ, মিউজিক-সহ বেশ কয়েকটি পরীক্ষা থাকবে। সব মিলিয়ে পরীক্ষা শেষ হতে 5 তারিখ।

উল্লেখ্য দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে 19 ফেব্রুয়ারি। প্রথম দিন সংস্কৃত ভাষার পরীক্ষা থাকবে। এর পর 21 ও 26 ফেব্রুয়ারি থাকবে যথাক্রমে হিন্দি ও ইংরেজি ভাষার পরীক্ষা। এর পর বিভিন্ন বিষয়ের পরীক্ষা নেওয়া শুরু হবে। নীচে রইল দশমের পরীক্ষার রুটিন (CBSE 10th Exam Routine)।

আরও পড়ুন – এবারে ২০২৪ সালের WBTA টেস্ট পেপারে এই বিশেষত্ব রয়েছে।

CBSE 10th Class Exam Routine

19 ফেব্রুয়ারি, 2024সংস্কৃত বাংলা, তামিল, তেলগু, গুজরাটি, মরাঠি, উর্দু কোর্স এ, উর্দু কোর্স বি, মণিপুরী, ফরাসি
21 ফেব্রুয়ারি, 2024হিন্দি কোর্স এ, হিন্দি কোর্স বি
26 ফেব্রুয়ারি. 2024ইংরেজি
2 মার্চ, 2024বিজ্ঞান
4 মার্চ, 2024হোমসায়েন্স
7 মার্চ, 2024সোশাল সায়েন্স
11 মার্চ, 2024ম্যাথমেটিক্স স্ট্যান্ডার্ড, ম্যাথমেটিক্স বেসিক
13 মার্চ, 2024 কম্পিউটার অ্যাপ্লিকেশনস, তথ্যপ্রযুক্তি, এআই

CBSE 12th Class Exam Routine

সিবিএসই দ্বাদশের পরীক্ষা শুরু হবে 15 ফেব্রুয়ারি। প্রথম দিনে মোট চারটি পরীক্ষা রাখা হয়েছে। যার মধ্যে রয়েছে ইন্টারপ্রেনারশিপ, কোকবোরোক, ক্যাপিটাল মার্কেট অপারেশন, ফিজিক্যাল অ্য়াক্টিভিটি ট্রেনার। এর পর 16 ফেব্রুয়ারি বায়ো টেকনোলজি, ইলেক্ট্রনিক্স, শর্ট হ্যান্ড, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন এবং ব্যাঙ্কিংয়ের মতো বিষয়গুলির পরীক্ষা হবে।

প্রসঙ্গত দ্বাদশের পরীক্ষার ক্ষেত্রে দিনে দু’টি শিফট রাখা হয়েছে। সাড়ে 10টায় শুরু হয়ে, প্রথম পরীক্ষা শেষ হবে দুপুর দেড়টায়। অন্য পরীক্ষাটি সকাল সাড়ে 10 থেকে বেলা সাড়ে 12টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে সিবিএসই বোর্ড। প্রতি বছরই সিবিএসই-র বোর্ডের পরীক্ষায় দুই বিষয়ের মধ্যে বেশ কয়েক দিনের পার্থক্য থাকে। এবারও সেই দিকে নজর রেখেছে বোর্ড।

দ্বাদশের পড়ুয়াদের একটা বড় অংশই JEE Main 2024 -এর মতো সর্বভারতীয় প্রবেশিকায় অংশ নিয়ে থাকে। তাদের যাতে প্রস্তুতি নিতে কোনও সমস্যা না হয়, সেদিকেও রুটিন তৈরির সময় নজর রেখেছে বোর্ড। পাশাপাশি কোনও পড়ুয়াকে যাতে দু’টি বিষয়ের পরীক্ষা একই দিনে দিতে না হয় সেদিকেও নজর রাখা হয়েছে।

আরও পড়ুন – এই সমস্ত স্কুলে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র হবে না, WBBSE বা মধ্যশিক্ষা পর্ষদের বড়ো ঘোষণা।

Related Articles

Back to top button