Central Bank Job – অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাশে সেন্ট্রাল ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ। আবেদন জানাবেন কিভাবে?

Central Bank Job – পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। সেন্ট্রাল ব্যাংকের তরফে নতুন করে প্রচুর কর্মী নিয়োগ হচ্ছে। চলতি বছর কোন পরীক্ষা ছাড়াই কর্মী নিয়োগ করছে সেন্ট্রাল ব্যাংক (Central Bank Job Recruitment 2024)। ক্লাস এইট পাশ করলেই এখানে আবেদন জানানো যাবে। এছাড়া রয়েছে ভিন্ন ভিন্ন যোগ্যতায় আবেদন জানানোর সুযোগ। নিঃসন্দেহে এই নিয়োগ প্রক্রিয়া সবার মুখে হাসি ফোটাবে। ইচ্ছুক প্রার্থীরা কোন কোন পদে আবেদন জানাতে পারেন, আবেদন যোগ্যতা কি রয়েছে, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে সব তথ্য জেনে নিন আজকের এই প্রতিবেদন পড়ে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Central Bank New Recruitment 2024 (সেন্ট্রাল ব্যাংকে নতুন কর্মী নিয়োগ ২০২৪)

সম্প্রতি সেন্ট্রাল ব্যাংকের তরফে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। Central Bank Of India Samajik Utthan Avam Prashikshan Sansthaan থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হল। নোটিফিকেশনে বলা হয়েছে, এখানে বিভিন্ন পদে কর্মী নিয়োগ হবে। যার মধ্যে অন্যতম হল অফিস অ্যাসিস্ট্যান্ট, ওয়াচ ম্যান/ গার্ডেনার, অ্যাটেন্ডার, এবং ফ্যাকাল্টি পদে। প্রতিটি পদের জন্য আবেদন যোগ্যতা ভিন্ন। পদ বিশেষে আলাদা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

অফিসিয়াল নোটিফিকেশনে বলা হয়েছে এখানে আবেদন জানানোর যোগ্যতা হলো অষ্টম শ্রেণী পাশ থেকে মাধ্যমিক পাশ এবং অন্যান্য। যেমন, ওয়াচম্যান/গার্ডেনার পদে আবেদন জানানোর জন্য সপ্তম শ্রেণী পাশ থাকলেই হবে। অ্যাটেন্ডার পদে আবেদনের জন্য মাধ্যমিক পাশ করে থাকতে হবে। আবার অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য লাগবে গ্রাজুয়েট যোগ্যতা। আগ্রহী প্রার্থীরা আবেদন জানানোর আগে নোটিফিকেশন পড়ে তবে নিজেদের অ্যাপ্লিকেশন জমা করবেন।

বয়স সীমা – এখানে আবেদনকারী প্রার্থীদের বয়সের নির্দিষ্ট সীমা অফিশিয়াল নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে। সেন্ট্রাল ব্যাংকের নতুন নিয়োগে ‌যারা আবেদন জানাতে ইচ্ছুক, তাঁদের বয়স হতে হবে সর্বনিম্ন ২২ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।

বেতন কাঠামো

আগেই বলা হয়েছে প্রত্যেকটি পদের জন্য বেতন আলাদা আলাদা দেওয়া হবে। যেমন গার্ডেনার/ওয়াচম্যান পদের বেতন ৬০০০ টাকা। অ্যাটেন্ডার পদের বেতন ৮০০০ টাকা। ‌অফিস অ্যাসিস্ট্যান্ট পদের বেতন ১২,০০০ টাকা। আর ফ্যাকাল্টি পদে কর্মরতদের বেতন হবে ২০,০০০ টাকা।

আবেদন জানাবেন কিভাবে

এই নিয়োগের আবেদন জানাতে আগ্রহী প্রার্থীরা সেন্ট্রাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। তারপর সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করে নির্দিষ্ট নিয়ম মেনে ‌নিজের আবেদন জমা করবেন।

আবেদনের সময়সীমা – যারা এই নিয়োগে আবেদন জমা করতে ইচ্ছুক, তাঁদের ৩১ মে ২০২৪ তারিখের মধ্যে আবেদন জমা করতে হবে। ‌ বিস্তারিত জানতে ব্যাংকের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।

Central Bank Job Recruitment Official Notification – Download
Application from – Download
Central Bank Official Website – Click Here

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলো কেবলমাত্র কাজের খবরের উদ্দেশ্য। sakalerbarta.com কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। আমরা সর্বদা চেষ্টা করি নির্ভুল আপডেট প্রকাশ করার। তবুও আমাদের অবচেতন মনে কোন ভুলের জন্য আমরা দায়ী নই, যেমন শূন্যপদের সংখ্যা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ, ইত্যাদি। আবেদন কারীদের জানানো হচ্ছে তারা Official Website গুলির Notification বা বিজ্ঞপ্তি ভালো করে পড়ে তবেই আবেদন করুন। আরও পড়ুন আমাদের Disclaimer.