Central Bank Recruitment 2024 – আপনি কি একজন চাকরিপ্রার্থী? কলেজ পাশের পর ব্যাঙ্কে চাকরি খুঁজছিলেন? তবে এবার আপনি পেতে চলেছেন দুর্দান্ত সুখবর। কারণ ফের একগুচ্ছ শূন্যপদে নিয়োগ কর্মসূচি শুরু হল রাজ্যে। ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ এল চাকরিপ্রার্থীদের জন্য। নামকরা একটি ব্যাঙ্কের তরফে শুরু হল নিয়োগ। আজকের প্রতিবেদন থেকে জেনে নিন সম্পূর্ণ বিবরণী।
Central Bank Recruitment 2024 (সেন্ট্রাল ব্যাঙ্ক রিক্রুটমেন্ট ২০২৪)
Advertisement No. | Engagement of Apprentices under Apprentices Act, 1961 for F.Y 2024-25 |
নিয়োগকারী সংস্থা | Central Bank |
মোট শূন্যপদ | ৩০০০ টি |
আবেদনের শেষ তারিখ | 06.03.2024 |
ভ্যাকেন্সি ডিটেলস ও শূন্যপদ: সম্প্রতি সেন্ট্রাল ব্যাঙ্কের (Central Bank) তরফে একটি চাকরির বিজ্ঞপ্তি (Central Bank Recruitment 2024 Notification) প্রকাশ করা হয়েছে। এই ব্যাঙ্কে রয়েছে কাজের সুযোগ। এখানে মূলত অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ হচ্ছে। মোট শূন্যপদের সংখ্যা ৩০০০ টি। আবেদনরত প্রার্থীদের জন্য বেশ কিছু শর্ত রেখেছে সেন্ট্রাল ব্যাঙ্ক। কী কী? সম্পূর্ণ জানতে পড়ে নিন সম্পূর্ণ প্রতিবেদন।
আরও পড়ুন – কোনো পরীক্ষা ছাড়াই জল দপ্তরে নিয়োগ। প্রতিমাসে বেতন ১১,০০০ টাকা, WB Water Department Recruitment
শিক্ষাগত যোগ্যতা
যে সকল প্রার্থীরা সেন্ট্রাল ব্যাঙ্কের নিয়োগে (Central Bank Vacancy) চাকরির জন্য আবেদন জানাতে চান, তাঁরা আবেদনের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। নোটিফিকেশনে বলা হয়েছে নিয়োগের আবেদনরত প্রার্থীদের যোগ্যতা হতে হবে স্নাতক পাশ। অর্থাৎ এখানে আবেদন জানাতে পারবেন এমন প্রার্থীরা যাঁদের গ্র্যাজুয়েশন পাশ রয়েছে।
বয়সসীমা ও মাসিক বেতন
বয়সসীমা: যে সকল প্রার্থীরা সেন্ট্রাল ব্যাঙ্কের নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানাতে চান, তাঁরা অবশ্যই বয়সসীমা সম্পর্কে জেনে নিন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাঙ্কের অ্যাপ্রেন্টিস পদের জন্য যে সকল প্রার্থীরা আবেদন জানাতে ইচ্ছুক তাঁদের বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৬ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। প্রার্থীদের বয়স হিসেব করা হবে ১/১/২৪ তারিখ অনুযায়ী।
মাসিক বেতন: যে সকল ইচ্ছুক প্রার্থীরা Central Bank Recruitment 2024 প্রক্রিয়াতে অ্যাপ্রেন্টিস পদের জন্য যোগ্য বলে নির্বাচিত হবেন এবং নিয়োগ পাবেন তাঁদের প্রতিমাসের বেতন হবে যথেষ্ট ভালো। বলা হয়েছে, নিযুক্ত কর্মীদের বেতন হবে ১৫ হাজার টাকা।
নিয়োগ প্রক্রিয়া ও আবেদন ফি
নিয়োগ প্রক্রিয়া: এখানে মূলত দুটি ধাপে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। প্রথমে লিখিত পরীক্ষা ও পরে ইন্টারভিউ। দুই ধাপে পাশ করলে তবেই নিয়োগ পাবেন। পরীক্ষার সিলেবাস সম্পর্কে তথ্য রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে।
আবেদন ফি: সেন্ট্রাল ব্যাঙ্কের নিয়োগে যাঁরা আবেদন করতে চাইছেন, তাঁদের আবেদন ফি দিতে হবে ৮০০ টাকা। তবে SC/ST/EWS ও মহিলা প্রার্থীদের আবেদন ফি ৬০০ টাকা এবং PWBD প্রার্থীদের আবেদন ফি হল ৪০০ টাকা।
আবেদন প্রক্রিয়া (How To Apply Central Bank Recruitment 2024)
- (A) প্রথম ধাপ: Central Bank Recruitment এই নিয়োগে আবেদন জানাতে হলে ইচ্ছুকদের ভিজিট করতে হবে সেন্ট্রাল ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে।
- (B) দ্বিতীয় ধাপ: এই ওয়েবসাইট থেকে আবেদনের লিঙ্কে ক্লিক করে নিজের বৈধ ফোন নম্বর ও মিল আইডি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।
- (C) তৃতীয় ধাপ: সাইট থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে নিন। ফর্মে নিজের পার্সোনাল ডিটেলস যথাযথভাবে উল্লেখ করবেন। খেয়াল রাখবেন কোনো ভুল যেন না হয়।
- (C) চতুর্থ ধাপ: অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ হলে প্রয়োজনীয় ডকুমেন্ট, ছবি, সিগনেচার ইত্যাদি আপলোড করবেন। সবশেষে অ্যাপ্লিকেশন ফর্মটি, সাবমিট করে তার একটি কপি নিজের কাছে রেখে দেবেন।
আবেদনের সময়সীমা
এই নিয়োগের ক্ষেত্রে আবেদন জমা দেওয়া যাবে আগামী ৬ মার্চ ২০২৪ পর্যন্ত। এর পর আর কোনো অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবেনা। তাই সময়সীমা মেনে সমস্ত প্রার্থী তাঁদের অ্যাপ্লিকেশন জমা করুন। বিস্তারিত জানতে নজর রাখুন অফিসিয়াল সাইটে।
আবেদনের বিজ্ঞপ্তি – Download
Official Website – https://www.centralbankofindia.co.in/