CRPF Teacher Recruitment: CRPF দপ্তরের বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। পঞ্চম শ্রেণী যোগ্যতা থেকে প্রার্থীরা এই পদগুলিতে আবেদন করতে পারবে। আবেদন করার আগে পদগুলোর শিক্ষাগত যোগ্যতা, বয়স, শূন্যপদ, বেতন, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া এসব বিস্তারিত তথ্য নিয়েই আজকের এই প্রতিবেদন।
CRPF Teacher Recruitment 2024
1. হেড মিস্ট্রেস
শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীকে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে নার্সারি প্রশিক্ষণ ডিপ্লোমা সহ স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। ও দ্বিতীয়ত JBT/প্রশিক্ষিত স্নাতক /প্রশিক্ষিত স্নাতকোত্তর ডিগ্রি থাকতে । এবং যেকোনো প্রাথমিক/প্রাক প্রাথমিক বিদ্যালয়ে পাঁচ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। ও আবেদনকারীকে অবশ্যই একজন মহিলা হতে হবিম
বয়সসীমা : এই পদের জন্য আবেদন প্রার্থীর বয়স 25 বছর থেকে 45 বছরের মধ্যে হতে হবে।
শূন্যপদ : হেড মিস্ট্রেস পদে 1টি শূন্যপদ রয়েছে।
বেতন : এই পদের ক্ষেত্রে প্রার্থীকে মাসিক বেতন হিসাবে 12000 টাকা দেওয়া হবে।
2. টিচার
শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীকে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে নার্সারি প্রশিক্ষণ ডিপ্লোমা সহ স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। JBT/প্রশিক্ষিত স্নাতক /প্রশিক্ষিত স্নাতকোত্তর ডিগ্রি । এই যোগ্যতা সম্পন্ন মহিলা প্রার্থীরা শুধুমাত্র এই পদে আবেদন করতে পারবে।
বয়সসীমা : এই পদের জন্য আবেদন প্রার্থীর বয়স 21 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
শূন্যপদ : এই টিচার পদে 8টি শূন্যপদ রয়েছে।
বেতন : এই পদের ক্ষেত্রে প্রার্থীকে মাসিক বেতন হিসাবে 10000 টাকা দেওয়া হবে।
3. আয়া
শিক্ষাগত যোগ্যতা : এই পদের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃতি কোনো বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। অথবা আবেদন প্রার্থীকে আয়া কর্মী পদের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা :এই পদের জন্য আবেদন প্রার্থীর বয়স 18 বছর থেকে 45 বছরের মধ্যে হতে হবে।
শূন্যপদ : এই পদে মোট 7 টি শূন্যপদ রয়েছে। এই 7টি শূন্যপদে প্রার্থীরা আবেদন করতে পারবে।
বেতন : এই পদের ক্ষেত্রে প্রার্থীকে মাসিক বেতন হিসাবে 8000 টাকা দেওয়া হবে।
আবেদন পদ্ধতি : এই পদগুলিতে নিযুক্ত হওয়ার জন্য প্রার্থীদের কোনোরকম আবেদন জানাতে হবে না। প্রার্থীদের 3 কপি পাসপোর্ট সাইজের ফটো, শিক্ষাগত যোগ্যতার নথিপত্র, ইত্যাদি নিয়ে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, গ্রুপ সেন্টার CRPF, ভিল- কাওয়াখালি, পোস্ট-সুশ্রুতনগর, শিলিগুড়ি, জেলা-দার্জিলিং (WB) PIN-734012 এই ঠিকানায় 20/02/2024 তারিখে ইন্টারভিউ দিন উপস্থিত থাকতে হবে।
নিয়োগ প্রক্রিয়া : এই পদগুলিতে নিযুক্ত হওয়ার জন্য প্রার্থীকে লিখিত পরীক্ষা দিতে হবে না । শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে উপরের পদগুলিতে প্রার্থীদের নিযুক্ত করা হবে। এই পদগুলিতে আবেদনকারীদের 11 মাসেক চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। তারপর নিযুক্ত প্রার্থীদের কাজ বন্ধ হয়ে যাবে।
Official Website- https://crpf.gov.in/
Official Notification – Download