মহার্ঘ্য ভাতা বা DA Awareness হল সরকারি কর্মচারীদের বেতনের এমন একটি অংশ যা তার মূল বেতনের সাথে এই ভাতা যুক্ত করে মোট বেতন দেওয়া হয়। দ্রব্য মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা (DA Awareness) দেওয়া হয়। কিন্তু মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ তেমন একটা বাড়ানো হয়নি এমনটাই সরকারি কর্মীদের অভিযোগ। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন কর্মচারীদের ডিএ বাড়ানো হবে। কিন্তু তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসেও মুখ্যমন্ত্রী নিজের প্রতিশ্রুতি পুরন করতে পারেননি।
বর্তমান জিনিসপত্রের দাম নিত্য দিন বেড়েই চলছে, কিন্তু সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হচ্ছে না। এতে কর্মচারীদের সাথে অন্যায় করা হচ্ছে। এই কর্মচারীদের DA বাড়ানো হচ্ছে না,তাই তারা কাজ করার উৎসাহ পাচ্ছেন না। ডিএ (DA Awareness) বাড়ানো তো দূরের কথা, রাজ্য সরকারী কর্মচারীদের বকেয়া ডিএ (DA)ও মেটানো হয়নি। তাই রাজ্য সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ’র (DA Awareness) দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
বকেয়া মহার্ঘ ভাতা ((DA Awareness)) প্রদান ও মূল্যসূচক অনুযায়ী ডিএ প্রদানের জন্য রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সেই সঙ্গে সরকারি কর্মচারীরা আরও একাধিক দাবিও তুলেছেন। আন্দোলনের সাথে সাথে কর্মবিরতিরও পালন করেছেন। রাজ্য সরকার যতক্ষণ তাদের দাবি না মানছে ততক্ষণ তাদের আন্দোলন চলবে।
আরও পড়ুন – WB Summer Vacation: এই মুহূর্তের খবর, বাতিল গরমের ছুটি! কি বললেন মুখ্যমন্ত্রী।
তবে এবার DA আন্দোলনকারীদের বড় জয় হল কি? রাজ্য সরকার চাপের মুখে সরকারি কর্মচারীদের
দাবি মেনে নিল কি? হ্যা ডিএ আন্দোলনকারীদের চাপে পরে রাজ্য সরকার পিছুহাটল। খাদ্যভবনের ১,৪০০ পদ বাতিলের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। ডিএ (DA Awareness) আন্দোলনে যোগ দেওয়ায় খাদ্যভবনের দুই কর্মচারীকে ‘প্রতিহিংসামূলক বদলি’ করা হয়েছিল।
সেই কারনে গত কয়েকদিন ধরেই রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ খাদ্য ভবনের সামনে বিক্ষোভ করছেন। তাদের দাবি ডিএ আন্দোলনে (DA Awareness) যোগ দেওয়ায় খাদ্যভবনের দুই কর্মচারীকে ‘প্রতিহিংসামূলক বদলি’ করা হয়েছে, রাজ্য সরকার যতক্ষণ না সেই সিদ্ধান্ত প্রত্যাহার করছে ততক্ষণ আন্দোলন চলবে। এর পাশাপাশি সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা লাগাতার কর্মবিরতিরও হুঁশিয়ারি দিয়েছেন। এছাড়াও ১,৪০০ স্থায়ী পদ অবলুপ্ত করা হয়েছে বলে আন্দোলনকারীরা দাবি করেছেন।
এবার খাদ্যমন্ত্রী জানিয়েছেন প্রতিহিংসামূলক বদলি’-র সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়নি। এর পাশাপাশি খাদ্যমন্ত্রী এও জানিয়েছেন যে ১,৪০০ স্থায়ী পদ অবলুপ্ত করা হচ্ছে না। অর্থাৎ ১,৪০০ স্থায়ী পদ অবলুপ্ত না হওয়ায় এই পদগুলিতে যুবক-যুবতীরা চাকরি পাবেন। এই খবর প্রকাশ্যে আসতেই আন্দোলনরত রাজ্য সরকারি কর্মচারীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
আরও পড়ুন – Primary TET – খুশির বার্তা! রাজ্যে ফের নতুন করে শিক্ষক নিয়োগ, কারা আবেদন করতে পারবেন দেখুন।