DFSS Recruitment 2024 – চাকরিপ্রার্থী যুবক-যুবতীদের জন্য আবার একটি খুশির খবর। কারণ অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্ক পদে নতুন করে নিয়োগ শুরু হলো। নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে DFSS-এর তরফে। আপনারাও যদি চাকরির খোঁজে থাকেন, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। তবে আবেদন জানানোর আগে জেনে নিতে হবে দুটি পদের জন্য আবেদন যোগ্যতা আবেদন পদ্ধতি, আবেদনের সময়সীমা সম্পর্কে। আর এই প্রতিবেদনে রইল সেই সমস্ত তথ্য। তাই অবশ্যই গোটা প্রতিবেদন মন দিয়ে পড়ে নিন।
DFSS Clerk, Assistant Recruitment 2024
সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে বিজ্ঞপ্তি জারি করেছে DFSS। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এখানে আপার ডিভিশন ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ হবে। এর মধ্যে আপার ডিভিশন ক্লার্ক পদে মোট শূন্যপদের সংখ্যা ৬ টি। এবং অ্যাসিস্ট্যান্ট পদে মোট শূন্যপদ হলো ৯ টি। দুটি পদের জন্য নির্দিষ্ট আবেদন যোগ্যতা আছে। চাকরিপ্রার্থীরা অবশ্যই সেগুলি ফলো করবেন। আপনাদের সুবিধার্থে সম্পূর্ণ তথ্য দেওয়া রইল।
শিক্ষাগত যোগ্যতা
DFSS রিক্রুটমেন্টে যারা আবেদন জানাতে ইচ্ছুক তাঁরা জেনে নিন, এখানে উল্লিখিত দুটি পদের জন্যই আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে। সেক্ষেত্রে আবেদন জানানোর আগে সকল প্রার্থীরা অফিসিয়াল নোটিফিকেশন পড়ে নেবেন। সেখানেই শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে।
বয়সসীমা – এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদনকারীদের বয়স সম্পর্কিত তথ্য দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনরত প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৫৬ বছর। এর বেশি বয়সীরা আবেদন জানাতে পারবেন না। অর্থাৎ আপনার বয়স যদি ৫৬ বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে নিঃসংকোচে জমা করুন নিজের আবেদন।
আবেদন জানাবেন কিভাবে
আবেদনের যোগ্যতা সম্পর্কে জানার পর যে প্রশ্ন সবার আগে উঠে আসে তা হল, আবেদন প্রক্রিয়া। কিভাবে আবেদন জানানো যাবে। আসুন তবে জেনে নেওয়া যাক, নিয়োগের আবেদন প্রক্রিয়া চলছে কিভাবে। আসলে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন চলছে।
- প্রার্থীদের প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
- তারপর ডাউনলোড ও প্রিন্ট করে নিতে হবে আবেদন পত্রটি। আবেদন পত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে যথাযথভাবে ফিল আপ করবেন। ফিল আপ হওয়া আবেদন পত্রের সঙ্গে নিজের যাবতীয় ডকুমেন্ট যুক্ত করবেন।
- তারপর মুখ বন্ধ খামে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দেবেন।
কোন ঠিকানায় আবেদন পত্র পাঠাবেন? আবেদনপত্র পাঠানোর ঠিকানাটি হল-
(The Administrator Officer, Directorate of Forensics Science Service, Block No.9, Floor 8, CGO Complex, Lodhi Road, New Delhi, 110003).
আবেদনের সময়সীমা
এই নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে গত ২০ মে, ২০২৪ তারিখে। এখানে আবেদন প্রক্রিয়া চলবে বিজ্ঞপ্তি প্রকাশের দুই মাস পর পর্যন্ত। অতএব চাকরিপ্রার্থীরা একটাই সময় পাবেন। সঠিকভাবে আবেদনপত্র জমা করুন, এবং চাকরি পেয়ে জীবনে প্রতিষ্ঠিত হন।
DFSS Recruitment 2024 Official Notification 1 – Download
DFSS Recruitment 2024 Official Notification 2 – Download