Advertisement
টেকনোলজিটেক গাইড

Driving License – এই মাস থেকে ড্রাইভিং লাইসেন্সের RTO পরীক্ষা নিয়ে নতুন নিয়ম, এক নজরে দেখুন।

Driving License – ১লা জুন থেকে গাড়ি কিংবা গাড়ি বাইক আরোহীদের জন্য নয়া নিয়ম লাগু হতে চলেছে, তাই যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে তাদের যাতে আগামী দিন হয়রানির শিকার হতে না হয় তার জন্য দ্য মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট এন্ড হাইওয়ের তরফ থেকে নতুন ঘোষণা করা হয়েছে। সে ঘোষণায় ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আসুন জানি সে বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে।

এতদিন পর্যন্ত গাড়িচালকদের তাদের ড্রাইভিং লাইসেন্স (Driving License) বানানোর জন্য যেতে হতো আরটিও অফিসে পরীক্ষা দিতে। আরটিও পরীক্ষা দিতে কাছাকাছি আরটিও অফিস অর্থাৎ রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসে গিয়ে পরীক্ষা দিতে হতো। যাতে থাকতো এক জটিল প্রক্রিয়া, দুর্নীতি ও অপ্রয়োজনীয় বিলম্ব যার ফলে ড্রাইভিং লাইসেন্স পেতে অনেকটাই বিলম্ব হতো মানুষের। তাই এবার থেকে সকল সাধারণ মানুষের সুবিধার্থে ১লা জুন থেকে নয়া নিয়ম লাঘু হতে চলেছে এবং এই নিয়মে কী কী সুবিধা রয়েছে আসুন জেনে নিই এক নজরে।

আগামী ১লা জুন ২০২৪ তারিখ থেকে যে সমস্ত গাড়ি কিংবা বাইক আরোহীরা ড্রাইভিং লাইসেন্স পেতে যেতে হবে না কোন আরটিও অফিসে, তার বদলে বরং সরকার অনুমোদিত যে সমস্ত প্রাইভেট ড্রাইভিং স্কুল ব্যবস্থা রয়েছে, সেখানে যেতে হবে এর ফলে মানুষের অপ্রয়োজনীয় সময় নষ্ট হবে না এবং ড্রাইভিং লাইসেন্স পেতেও সুবিধা হবে।

প্রাইভেট ড্রাইভিং স্কুলগুলি সরকার অনুমোদিত হওয়ায় এই স্কুলগুলিতেই এবার থেকে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষাগুলি দিতে পারবেন। তার জন্য অবশ্যই ড্রাইভিং স্কুলগুলিকে কিছু নিয়ম মেনে চলতে হবে। আর সেই নিয়মগুলি মেনে চললেই তারা পরীক্ষা নিয়ে নিতে পারবেন সকলের।

কী কী নিয়ম রয়েছে প্রাইভেট ড্রাইভিং স্কুল গুলির জন্য?

  • ক) ড্রাইভিং লাইসেন্সের জন্য যারা পরীক্ষা দিতে আসবেন তার জন্য উপযুক্ত পরীক্ষার সুবিধা রাখতে হবে স্কুলগুলিকে।
  • খ) কমপক্ষে এক একর জায়গা রাখতে হবে টু হুইলার প্রশিক্ষণের জন্য এবং দুই একর জমি রাখতে হবে চারচাকা প্রশিক্ষণের জন্য।
  • গ) প্রশিক্ষণের জন্য যে শিক্ষক থাকবেন তার আইটি সিস্টেমের উপর যথাযথ জ্ঞান থাকতে হবে এবং সর্বনিম্ন পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও উচ্চ বিশ্ববিদ্যালয়ের ডিপ্লোমা থাকা আবশ্যিক।

Driving License পেতে প্রশিক্ষণের সময়কাল সঠিক হওয়া প্রয়োজনীয়

  • ক) হালকা মোটরগাড়ির লাইসেন্স পেতে অন্তত চার সপ্তাহে নূন্যতম ২৯ ঘন্টা প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।
  • খ) বাস ট্রাক বা ভারী মোটর গাড়ি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য ছয় সপ্তাহে ন্যূনতমমোট ৩৮ ঘন্টা প্রশিক্ষণের প্রয়োজন।

প্রশিক্ষণ দেওয়ার সময় প্রাইভেট ড্রাইভিং স্কুল গুলিকে প্রশিক্ষণের পার্ট গুলি অর্থাৎ ট্রাফিক আইন এবং ব্যবহারিক প্রশিক্ষণ সঠিকভাবে দিতে হবে। এই নয়া নিয়মে সড়ক নিরাপত্তার দিকটিও জোরদার করা হয়েছে অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাবে না। যদি কেউ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালান সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে আর অপ্রাপ্তবয়স্ক কেউ ধরা পড়লে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হয়েছে। তবে এই নয়া নিয়মে গাড়ির ড্রাইভিং লাইসেন্স পেতে জনসাধারণের বেশ অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

Probir Biswas

আমি গত চার বছর ধরে সকালের বার্তা ডিজিটাল নিউজ মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত আছি। আমি মুলত যেকোনো ধরণের জেনারেল নিউজ যেমন সরকারি চাকরির আপডেট, স্কলারশিপ, সরকারি প্রকল্প, অর্থনৈতিক, টেকনোলজি ইত্যাদি বিষয়ে লেখায় পারদর্শী।

Related Articles

Back to top button