Thursday, October 24, 2024
Homeচাকরির আপডেটDVC Recruitment: দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মখালি। বেতন ১,৫০,০০০ টাকা। আবেদন চলবে ফেব্রুয়ারি...

DVC Recruitment: দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মখালি। বেতন ১,৫০,০০০ টাকা। আবেদন চলবে ফেব্রুয়ারি পর্যন্ত

DVC Recruitment: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরা যাঁরা এতদিন উচ্চ বেতনের ভালো চাকরির সন্ধানে ছিলেন, তাঁদের জন্য সুখবর। সম্প্রতি দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসির) তরফে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে আবেদন জানাতে পারবেন রাজ্যের পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই। তবে আবেদন জানানোর আগে জেনে নিতে হবে শর্তগুলি। কোন পদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া? কারা এখানে আবেদন জানাতে পারবেন? কবে পর্যন্ত আবেদন চলবে, সমস্ত তথ্য তুলে ধরা হল আজকের এই প্রতিবেদনে। চাকরিপ্রার্থীরা অবশ্যই আজকের প্রতিবেদনটি মন দিয়ে পড়ে নিন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

DVC Recruitment 2024 ভ্যাকেন্সি ডিটেলস

Advertisement No.PLR/Part-Time Consultant/2024/01
নিয়োগকারী সংস্থাদামোদর ভ্যালি কর্পোরেশন বা Damodar Valley Corporation
মোট শূন্যপদofficial Notification দেখুন
আবেদনের শেষ তারিখ25.02.2024

সম্প্রতি দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)-এর তরফে নতুন চাকরির বিজ্ঞপ্তি (DVC Recruitment 2024 Notifiation) প্রকাশ হয়েছে। এই ডিভিসি (DVC) হল ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রক-এর অধীনস্থ একটি সংস্থা। একমাত্র যোগ্যতার ভিত্তিতে এখানে কর্মী নিয়োগ হবে। চাকরি পাবেন যোগ্য প্রার্থীরাই। নিয়োগ হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক। নোটিফিকেশনে বলা হয়েছে, এখানে পার্ট টাইম কনসালটেন্ট (রেলওয়ে) পদে কর্মী নিয়োগ হবে। মোট শূন্যপদের সংখ্যা ১ টি। অর্থাৎ একজন মাত্র যোগ্য প্রার্থী এই নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পাবেন। এটি একটি চুক্তিভিত্তিক পদ। একবছরের চুক্তিতে নিয়োগ পাবেন প্রার্থীরা। প্রার্থীদের নিয়োগ স্থানটি হবে ডিভিসির হেড কোয়ার্টার, কলকাতাতে। এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত জানতে পড়ে নিন সম্পূর্ণ প্রতিবেদনটি।

শিক্ষাগত যোগ্যতা

যে সকল প্রার্থীরা ডিভিসির নতুন নিয়োগ (DVC Vacancy) প্রক্রিয়ায় চাকরির জন্য আবেদন জানাতে চান, তাঁরা এখানে আবেদনের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। নোটিফিকেশনে বলা হয়েছে, এই নতুন নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন এমন প্রার্থীরা যাঁরা ইন্ডিয়ান রেলওয়ে ট্রাফিক সার্ভিস (IRTS)-এর অবসরপ্রাপ্ত অফিসার। নির্দিষ্ট যোগ্যতায় আবেদন এই নিয়োগে বিশেষ গুরুত্বপূর্ণ।

বয়সসীমা ও বেতন

বয়সসীমাঃ যে সকল প্রার্থীরা ডিভিসির এই নতুন নিয়োগে (DVC Recruitment) আবেদন জানাতে চান, তাঁরা অবশ্যই বয়সসীমা সম্পর্কে জেনে নিন। নোটিফিকেশনে বলা হয়েছে, আবেদনরত প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে। যদিও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। এখানে বয়সসীমাকেও বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হবে।

বেতনঃ যে সকল প্রার্থীরা ডিভিসির নিয়োগে যোগ্য বলে বিবেচিত হবেন ও শূন্যপদে নিয়োগ পাবেন তাঁদের প্রতিমাসের বেতন হবে যথেষ্ট ভালো। নয়া বিজ্ঞপ্তি থেকে বলা যায়, প্রার্থীদের প্রতিমাসের বেতন হবে ৩৫ হাজার টাকা থেকে ১ লাখ ৫০ হাজার টাকার মধ্যে।

DVC Recruitment-এ আবেদন জানাবেন কিভাবে?

  • (A) এই নিয়োগে আবেদন জানাতে হলে প্রার্থীকে প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওয়েবসাইটটি- (www.dvc.gov.in)
  • (B) এই ওয়েবসাইট থেকেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন প্রার্থীরা। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ওয়েবসাইটে মারফত অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে জমা দিন।
  • (C) ফর্ম ফিল আপ হলে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করবেন। সবশেষে অ্যাপ্লিকেশনটি জমা করে তার একটি কপি নিজের কাছে রেখে দেবেন।
  • (D) অবশ্যই উল্লিখিত সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

আবেদন জানানোর সময়সীমা

DVC Recruitment ২০২৪ এই নিয়োগের আবেদন জমা নেওয়া হবে আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৪। প্রার্থীরা অবশ্যই সময়সীমা বুঝে নিজেদের অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই নজর রাখুন ডিভিসির অফিসিয়াল ওয়েবসাইটটি।

DVC Recruitment-এর জন্য গুরুত্বপূর্ন লিঙ্ক

Official WebsiteClick
Official notification (PDF File)Download
আরও চাকরির খবরClick
Prabir Biswas
Prabir Biswashttp://sakalerbarta.com
আমি গত চার বছর ধরে সকালের বার্তা ডিজিটাল নিউজ মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত আছি। আমি মুলত যেকোনো ধরণের জেনারেল নিউজ যেমন সরকারি চাকরির আপডেট, স্কলারশিপ, সরকারি প্রকল্প, অর্থনৈতিক, টেকনোলজি ইত্যাদি বিষয়ে লেখায় পারদর্শী।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments