Fixed Deposit Interest – নিজের উপার্জিত টাকা বাড়ানোর একমাত্র পথ হল বিনিয়োগ করা। তবে বাজারের অনিশ্চয়তার কারনে বহু মানুষ বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নিতে চান না। তাই তাঁরা নিরাপদ বিনিয়োগের জায়গার খোঁজ করেন। এমন অবস্থায় ব্যাঙ্কের Fixed Deposit-এ বিনিয়োগ হল অন্যতম ভাল উপায়। ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করলে একদিকে যেমন ভাল সুদের হার (Fixed Deposit Interest) পাওয়া যায়। তেমনি অন্যদিকে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ বেশ নিরাপদও।
তাই ব্যাঙ্কের স্থায়ী আমানত বহু মানুষের কাছে বিনিয়োগের নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে। রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট অনুসারে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি নিজেদের স্থায়ী আমানতে সুদের হার (Fixed Deposit Interest) দিয়ে থাকে। তবে বর্তমান মুদ্রাস্ফীতির সঙ্গে পাল্লা দিয়ে অধিকাংশ ব্যাঙ্কের স্থায়ী আমানতে সুদের হার আপাতত তেমন মিলছে না। তবে কয়েকটি স্মল ফিনান্স ব্যাঙ্ক এই মুহূর্তে স্থায়ী আমানতে বিনিয়োগের ক্ষেত্রে উচ্চ হারে সুদ দিচ্ছে।
বর্তমানে উচ্চ হারে সুদ দেওয়া এমনি একটি ব্যাঙ্ক হল সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক সম্প্রতি ২ কোটি টাকার নিচের স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটে (এফডি)- তে সুদের হার (Fixed Deposit Interest) বৃদ্ধি করল। সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে 5 মে 2023 তারিখ থেকে ফিক্সড ডিপোজিটে (এফডি)-এর ক্ষেত্রে প্রযোজ্য নতুন সুদের হার কার্যকর হবে বলে জানা গিয়েছে।
সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের সুদের হার (Fixed Deposit Interest)?
সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এখন ৭ দিন থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিট (এফডি)-এর জন্য ৪.০০ শকাংশ থেকে ৯.৬০ শতাংশ সুদের হার অফার করছে। এছাড়াও ব্যাঙ্কটি ৫ বছরের ফিক্সড ডিপোজিটের মেয়াদে সর্বোচ্চ ৯.৬০ শতাংশ সুদের হার অফার করছে।
আরও পড়ুন – Post Office RD – এই স্কিমে ৩৩৩ টাকা দিলে ১৬ লাখ টাকার বেশি পাবেন
সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট (এফডি) -এ কত দিনে কত শতাংশ সুদ (Fixed Deposit Interest) দিচ্ছে?
১) সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ৭ দিন থেকে ১৪ দিনের মধ্যে ২ কোটি টাকার কম মূল্যের ফিক্সড ডিপোজিটের (এফডি)-এর উপর ৪.০০ শতাংশ সুদের হার অফার করছে।
২) ১৫ দিন থেকে ৪৫ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের (এফডি) উপর ৪.২৫ শতাংশ সুদের হার পাওয়া যাবে।
৩) ৪৬ দিন থেকে ৯০ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের (এফডি) উপর ৪.৫০ শতাংশ সুদ দিচ্ছে।
৪) ৯১ দিন থেকে ১৮০ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের (এফডি) উপর ৫.০০ শতাংশ সুদের হার পাওয়া যাবে।
৫) ৬ মাস থেকে ৯ মাসের মেয়াদের ফিক্সড ডিপোজিটের (এফডি) উপর ৫.৫০ শতাংশ সুদের হার দেওয়া হবে।
৬) ৯ মাস থেকে ১ বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটের (এফডি) উপর ৬.০০ শতাংশ সুদের হার দেওয়া হবে।
৭) ১ বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিট (এফডি)-এর উপর ৬.৮৫ শতাংশ সুদের হার দিচ্ছে।
৮) ১ বছর থেকে ২ বছরের ফিক্সড ডিপোজিটের (এফডি) উপর ৮.৫০ শতাংশ সুদের হার দেবে।
৯) ২ বছর থেকে ৯৯৮ দিনের ফিক্সড ডিপোজিটের (এফডি) উপর ৭.৫১ শতাংশ সুদের হার দেবে।
১০) ৯৯৯ দিনের ফিক্সড ডিপোজিটের (এফডি) উপর ৯.০০ শতাংশ সুদের হার দেবে।
১১)৩২ মাস ২৭ দিন থেকে ৩ বছরের ফিক্সড ডিপোজিটের (এফডি) উপর ৭.২৫ শতাংশ সুদের হার দিচ্ছে।
১২) ৩ বছর থেকে ৫ বছরের ফিক্সড ডিপোজিটের (এফডি) উপর ৬.৭৫ শতাংশ সুদের হার দেবে।
১৩) ৫ বছরের ফিক্সড ডিপোজিটের (এফডি) উপর ৯.৬০ শতাংশ সুদের হার পাওয়া যাবে।
১৪) ৫ বছর থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিটের (এফডি) উপর ৬.০০ শতাংশ সুদের হার দিচ্ছে।
টাকা জমাবার অন্যতম ভালো মাধ্যম হল ফিক্সড ডিপোজিট (এফডি)। এতে বিনিয়োগ করে একজন বিনিয়োগকারী নিশ্চিত এবং ভালো রিটার্ন পেয়ে থাকেন। আপনিও যদি ফিক্সড ডিপোজিট বিনিয়োগ করতে চান তাহলে সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্কে বিনিয়োগ করতে পারেন। স্থায়ী আমানতে বিনিয়োগ করে উচ্চ হারে সুদ (Fixed Deposit Interest) পেয়ে যাবেন।
আরও পড়ুন – বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে SBI এ অ্যাকাউন্ট খুলবেন কিভাবে? জেনে নিন স্টেপ বাই স্টেপ পদ্ধতি।