Advertisement

Flipkart careers : ফ্লিপকার্টে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ চলছে, কোথায় আবেদন করবেন জানুন।

Flipkart careers : নতুন বছর শুরুর আগেই ফ্লিপকার্ট দপ্তরের তরফে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। যেসব প্রার্থীরা চাকরির আশায় বসে আছেন তাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ। শুধুমাত্র এগ্রিকালচার বিষয়ে ডিগ্রী পাস করা থাকলে যেকোনো প্রার্থী এই পদে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যেকোনো প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবে।

এ পদে আবেদনের জন্য প্রার্থীর কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন? এই পদে আবেদন পদ্ধতি ? এই পদে আবেদনের জন্য কি কি ডকুমেন্টস এর প্রয়োজন?এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীর বয়স কত লাগবে? এই পদে নিযুক্ত প্রার্থীর মাসিক কত বেতন দেওয়া হবে? এইসব বিস্তারিত তথ্য নিয়ে আজকের এই প্রতিবেদন।

Flipkart careers – নিয়োগে নতুন বিজ্ঞপ্তি

শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীকে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচার বিষয়ে ডিগ্রি পাস করতে হবে এবং কম্পিউটারের মাইক্রোসফট এক্সেল এর কাজের সম্বন্ধে অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম – সিনিয়র এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ।
বয়স : এই পদে আবেদন জন্য আবেদন প্রার্থীর বয়স 20 বছরের উপরে হতে হবে। অর্থাৎ 20 বছরের উপরে যেকোনো প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবে।
বেতন : এই পদে নিযুক্ত প্রার্থীর মাসিক বেতন সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটের নির্দিষ্ট করা নেই।

আরও পড়ুন – Railway Job – মাধ্যমিক পাশে দক্ষিণপূর্ব রেলে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ, বিস্তারিত তথ্য জানুন।

আবেদন পদ্ধতি জানুন

এই সিনিয়র এক্সিকিউটিভ পদে প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রার্থীকে আবেদনের জন্য কয়েকটি ধাপের মাধ্যমে সম্পন্ন করতে হবে। আবেদন করার জন্য
১) আবেদন প্রার্থীকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে https://www.flipkartcareers.com/#!/job-view/senior-executive-grocery-kolkata-3pl-mll-west-bengal-2022112414112057 লিংকে যেতে হবে।
২) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিচে থাকা APPLY এ ক্লিক করতে হবে।

APPLY অপশনে ক্লিক করার পর আপনি একটি আবেদনপত্র দেখতে পাবেন। সেই আবেদন পত্রটি নিজের নাম, ইমেল, মোবাইল নাম্বার, অভিজ্ঞতার সময়সীমা, জেন্ডার, আপনার লোকেশন, জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি যাবতীয় তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করার পর আবেদনপত্রে যেসব ডকুমেন্টস চেয়েছেন সেগুলি সঠিকভাবে আপলোড করতে হবে। সর্বশেষে আবেদনপত্রটি পূরণ করা হয়ে গেলে SUBMIT করতে হবে। এভাবেই এই পদে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া

এই পদে আবেদন প্রার্থীদের আবেদন করা কিছুদিন পর ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। যদিও ফ্লিপকার্টের অফিসিয়াল ওয়েবসাইটে ইন্টারভিউ নিয়ে কোনো রকম নির্দিষ্ট তারিখ উল্লেখ নেই। প্রার্থীদের উপরিক্ত সমস্ত তথ্য সঠিক থাকলে শুধুমাত্র ইন্টারভিউয়ের ভালো হলে তার ভিত্তিতে প্রার্থীকে নিয়োগ করা হবে।

প্রয়োজনীয় লিঙ্ক

অফিশিয়াল ওয়েবসাইটwww.flipkartcareers.com
অফিশিয়াল বিজ্ঞপ্তি (Download PDF)Download
আবেদনের লিঙ্কClick Here

আরও পড়ুন – Museum Recruitment – মোটা টাকার বেতনে কলকাতা জাদুঘরে কর্মী নিয়োগ। আবেদন করতে বিস্তারিত তথ্য দেখুন।

Related Articles

Back to top button