Food Department Recruitment – রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য একটি খুশির খবর! পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ভারতবর্ষের যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই শূন্যপদে আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয়েই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
Food Department Recruitment 2024 নিয়ে এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো কীভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা, বেতন কাঠামো, এবং আবেদন করার শেষ তারিখসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য। তাই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরবেন।
নিয়োগ সংস্থা | পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য এবং সরবরাহ দপ্তর |
পদের নাম | Project Manager, Data Analysis,Developer, IT Support |
মোট শূন্যপদ | অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন |
আবেদন মাধ্যম | অনলাইনে |
পদের নাম – প্রজেক্ট ম্যানেজার (Project Manager), ডাটা এনালাইসিস (Data Analysis), ডেভলপার (Developer) , আইটি সাপোর্ট (IT Support)|
শিক্ষাগত যোগ্যতা ও বেতন – খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রকাশিত কর্মী নিয়োগ (Food Department Recruitment 2024) নোটিশে জানানো হয়েছে যে, আবেদন আগ্রহী চাকরিপ্রার্থীদের বিটেক, এমটেক, কম্পিউটার সায়েন্স, এমসিএ, এমবিএ বা সমতুল্য পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে। এই পদে চাকরি প্রার্থীদের প্রজেক্ট ম্যানেজার এবং ডাটা এনালাইসিস পদের মাসিক বেতন হিসেবে ২ লক্ষ ২৫ হাজার টাকা ও ডেভেলপার পদের জন্য মাসিক বেতন ৭০ হাজার টাকা, এবং আইটি সাপোর্ট পদের জন্য মাসিক বেতন ৪০ হাজার টাকা দেওয়া হবে।
কিভাবে আবেদন করবেন ? (Food Department Recruitment 2024)
Food Department Recruitment 2024-এ ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হলে নিচের ধাপগুলো লক্ষ্য করতে হবে:
- প্রথমে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in-এ ভিজিট করুন।
- ওয়েবসাইটে গিয়ে Recruitment অপশনটি ক্লিক করুন।
- এরপর Apply Now অপশনে ক্লিক করুন।
- এরপর আপনার প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।
- প্রয়োজনীয় Document আপলোড করুন।
- সবশেষে Submit বাটনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
নিয়োগের পদ্ধতি
প্রথমে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের প্রাথমিকভাবে বাছাই করা হবে। এরপর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে এই ধাপগুলো দিয়ে, ১) লিখিত পরীক্ষা, ২)কোডিং টেস্ট, এবং ৩) সর্বশেষে ইন্টারভিউ। এই সমস্ত ধাপ গুলি সফলভাবে সম্পন্ন করতে পারলে প্রার্থীকে চাকরির জন্য নির্বাচিত করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ও লিংক
আবেদনের শেষ তারিখ | ১৭ ই আগস্ট ২০২৪ |
অফিশিয়াল ওয়েবসাইট | food.wb.gov.in |
অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |