Online Earning App : Google এর তরফে এমন একটি Google Task Mate নামে একটি নতুন Application চালু করতে চলেছে। যে অ্যাপের সাহায্যে সহজে বাড়িতে বসে ইনকাম করতে পারবেন। যারা বাড়িতে বসে ইনকাম করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ। পড়াশোনা ও অন্যান্য কাজের পাশাপাশি আপনি এই অ্যাপের সাহায্যে আপনি ইনকাম করতে পারবেন।
এই অ্যাপ ব্যবহারের নির্দিষ্ট কোন সময়সীমা নেই আপনি ভ্রমণে গিয়ে,কোন রেস্টুরেন্ট, ফাঁকা সময় কোন দোকানে বসে থাকার সময় ইত্যাদি বিভিন্ন ফাঁকা সময়ে কোন মানুষকে আপনার অভিজ্ঞতা প্রকাশ করার মাধ্যমে এই অ্যাপে ইনকাম করতে পারবেন । Google Task Mate কী ? Google Task Mate অ্যাপের বৈশিষ্ট্য? Google Task Mate কিভাবে ব্যবহার করবেন? এই অ্যাপ কিভাবেই ডাউনলোড করবেন ? কিভাবে এই অ্যাপ থেকে টাকা ইনকাম করবেন? ইত্যাদি যাবতীয় তথ্য নিয়েও আজকের এই প্রতিবেদন। যদি বাড়িতে বসে ইনকাম করতে চান তাহলে আসুন নিয়মাবলী জেনেনিন।
Google Task Mate APP কি?
আমরা প্রত্যাহিক জীবনে Google এর তরফের বিভিন্ন অ্যাপ যেমন গুগল পে (Google Pay), ভিডিও স্ট্রিমিং (Video Streaming),গুগল সার্ভে (Google Survey), ইউটিউব (YouTube) ইত্যাদি ব্যবহার করে থাকি। Google Task Mate APP হলো সেরকম একটি অ্যাপ যার সাহায্যে আমরা সহজে বাড়িতে বসে বিনামূল্যে ইনকাম করতে পারবেন।
Google Task Mate APP এর বৈশিষ্ট্য।
১) এই অ্যাপের সাহায্যে আপনি বিভিন্ন সার্ভে করার মাধ্যমে মোটা অংকের টাকা ইনকাম করতে পারবেন।
২) এই অ্যাপ play Store থেকে ডাউনলোড করতে পারবেন।
৩) এই অ্যাপ থেকে উপার্জিত টাকা সরাসরি আপনার ব্যাংক একাউন্টে গুগল ট্রান্সফার করে দেবে।
৪) Google Task Mate অ্যাপে গ্রাহকদের জন্য টাস্ক মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে এক ফিল্ড (field) ও সিটিং (sitting)
Google Task Mate APP এর ব্যবহার : Google Task Mate APP প্রথমে ভালোভাবে play Store থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর ইন্সটল করে ওপেন করলে একটি পেজ আসবে যেখানে Email Account দিয়ে লগইন করতে হবে। এভাবেই এই অ্যাপটির সাথে যুক্ত হতে পারবেন।